নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কারণ, আমাদের জনসংখ্যার মাঝে শতকরা হারে ভারত, নেপাল কিংবা শ্রীলংকার চেয়ে ক্রিমিনাল, ডোডো, চোর-ডাকাত, বর্ণচোরা ও অশিক্ষিত বেশী।
ইহুদী ও ফিলিস্তিনীদের মুল কিন্তু একই, সুদুর অতীতে ওরা একই আরব ছিলো; নবী মুসার আগেই তারা সাংস্কৃতিক কারণে ২ ধারায় বিভক্ত হয়েছে। ইহুদীরা যে বিরাট সভ্যতার সৃষ্টি করেছে তা'নয়; সম্প্রতি তারা প্রমাণ করেছে যে, তাদের বড় একটা অংশ জল্লাদ, মানুষ হত্যা করতে তারা ১ সেকেন্ড চিন্তা করছে না, ইহার ফলাফল তাদেরকে ভোগ করতে হবে। এরপরেও ২টি আলাদা সংস্কৃতিকে স্পষ্টভাবে বুঝা যায়; একটা বিশ্বকে অবাক করেছে, অন্যটা লাথি খাচ্ছে।
পাকভারতে এখন সবচেয়ে ভালো করছে ভারত, তারপরে ভালো আছে শ্রীলংকা ও নেপাল; পাকিস্তান ও বাংলাদেশ আমেরিকার ফুটবলে পরিণত হয়েছে। এরমাঝে, পাকিস্তান আবার বাংলাদেশ নিয়ে ফুটবল খেলছে।
পাকিস্তানকে ফুটবলে পরিণত করেছিলো পাকিস্তানী মিলিটারী; ১৯৪৭ সালে ( কোল্ডওয়ারের সময় ) পাকিস্তান ও ভারত দেশ ২টির জন্ম হয়; জন্মের পরপরই এদেরকে দলে টানার চেষ্টা করে আমেরিকা ( ন্যাটো ) ও সোভিয়েত ইউনিয়ন ( ওয়ারশপ্যাক্ট )। ভারত কোথায়ও যায়নি, তারা ঘোষণা দিয়েছে, তারা নিরপেক্ষ। পাকিস্তানও কোন পক্ষে যায়নি; কিন্তু তলে তলে আমেরিকা সেই দেশের বিশ্বাসঘাতক মিলিটারীর অফিসারদের কেনার শুরু করেছিলো।
আমাদের স্বাধীনতার সময় ভারত ও সোভিয়েত আমাদের সাহায্য করেছে; অন্যদিকে আমেরিকা তখন পাকিস্তানের প্লেয়ার, পাকিস্তান ছিলো ফুটবল; সেজন্য আমেরিকা পাকিস্তানের বিভক্তি চায়নি। আমেরিকার মতের বিরদ্ধে গিয়ে আমরা স্বাধীন হলাম; আমেরিকা মনে মনে বিরক্ত হলেও তারা জানতো যে, শেখ তাদের মানুষ; ফলে ভয়ংকর কিছু ঘটেনি।
দেশ স্বাধীন হওয়ার পরপরই মনে হয়, আমেরিকা আমাদের মিলিটারীকে আদর সমাদর করার শুরু করলো; তাজউদ্দিন সাহেব সেখানে বাধা হয়ে রলো; আমেরিকা মনে কিছু করেনি; তারা জানে শেখ আছে, সমস্যা নেই। কিন্তু কিছুদিন পর, শেখ অকারণে ফিদেল, মার্শাল টিটো ও ব্রেঝনেভের সাথে দেখা করে, ঘোষনা করলো যে, দেশের অর্থনীতি ওদের মতো করবে, সেজন্য ১টি পলিটিক্যাল প্লাটফরম দরকার। তিনি "বাকশাল" করলেন।
আমেরিকার কটুনীতিবিদরা ঠিক করলো যে, ফুটবল খেলার সময় হয়েছে, বাংলাদেশের মিলিটারীকে অফিসারদের ২ পয়সায় কিনে শেখকে হত্যা করো।
২৫ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩৩
জেনারেশন৭১ বলেছেন:
শেখের মেয়েকে কেন আসতে হলো?
পেটভরে খেতে দিলে ৩য় বিশ্বে অনেক সমস্যা কমে যেতো; কিন্তু আফ্রিকা কি পারছে পেটভরে ৩ বেলা খেতে দিতে? তেল না'থাকলে সৌদীরা কি পারতো ৩ বেলা খেতে দিতে?
ফিনল্যান্ডে তেল নেই, তারপরও ৩ বেলায়ই ভালো খাবার খাচ্ছে সবাই; কারণ, তাদের মগজ আছে! জিয়া, এরশাদ, বেগম জিয়া কিংবা তারেকের কি মগজ ছিলো, নাকি আছে?
২| ২৫ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৪৩
সৈয়দ কুতুব বলেছেন: এইটা কেমন দোষারোপের রাজনীতি হয়ে গেলো না? শেখের মেয়ে আসছে ক্ষমতায় আসছে কারণ এতে দেশি বিদেশি চক্রান্ত ছিলো। বহু রাজাকার হিলটেক্স লুকিয়ে ছিলো, বিশেষ ধর্মের বেশি ভক্ত ও অনুসারীরা খুব সম্ভবত বাংলাদেশ চায় নি। সেনাবাহিনী জামাতের মতোই দেশের তুলনায় নিজ প্রেমী ছিলো।
জিয়া-খালেদা- তারেক এরা তো ভালো ছিলো না। এখন স্বাধীনতার পক্ষ শক্তি ও বিরোধী শক্তি যদি একই আচরণ করে মানুষ কোথায় যাবে?
বাংলাদেশের মানুষের মগজ যাই আছে তা কাজে লাগাতে পারছে না দক্ষতার অভাবে। তাছাড়া সততার অভাব, কর্মবিমুখ মানসিকতা ও ফ্যাক্ট্রর। তাদের কে মানুষ করার দায়িত্ব কার ছিলো ?
২৫ শে জানুয়ারি, ২০২৫ রাত ৮:১৫
জেনারেশন৭১ বলেছেন:
মেয়ে রাজনীতি বুঝতো না দেশে শেখ মেয়েকে রাজনীতিতে আনেননি; জিয়া শেখকে হত্যা করায়, আওয়ামী লীগ ৩ ভাগে বিভক্ত হওয়ায়, আওয়ামীরা শেখ হাসিনাকে আনতে বাধ্য হয়; এরশাদ, বেগম জিয়া ও শেখ হাসিনার পথ রচনা করেছে জিয়া।
ফ্রি শিক্ষাই ছিলো মুক্তির পথ, উহা বুঝতে পারেননি শেখ।
৩| ২৫ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৪৬
গেঁয়ো ভূত বলেছেন:
যে দেশের মানুষের জাতীয় ঐক্যের স্থায়িত্বকাল হয় স্বার্থসিদ্ধির আগে পর্যন্ত্য তারা যে বৃহৎ শক্তির খেলার ফুটবল হয়েই থাকবে এটা বুঝার জন্য তো রকেট সাইন্স জানা লাগে না।
এই সংক্রান্ত একটি পোস্ট দিয়েছি অনেক দিন পর। আপনার মন্তব্য এখানেই কমেন্টে লিখবেন আমি আপনার মন্তব্যটি ওখানে কপি করে দিবো যদি আপনার সম্মতি থাকে।
২৫ শে জানুয়ারি, ২০২৫ রাত ৮:১৬
জেনারেশন৭১ বলেছেন:
আপনার পোষ্ট পড়লে সময় নষ্ট হয়। পোষ্ট দরকারী কিছু থাকে না।
৪| ২৫ শে জানুয়ারি, ২০২৫ রাত ৮:২১
সৈয়দ কুতুব বলেছেন: গাজী সাহেব আপনার আশঙ্কা সত্য। হামাসে লেবানন, জর্ডান সীমান্তের লোকজন যোগ দিয়েছে। ১০/১৫ হাজার জেন জি!
২৫ শে জানুয়ারি, ২০২৫ রাত ৮:২৬
জেনারেশন৭১ বলেছেন:
জর্ডানের অবস্হা খারাপ, ওখানকার সব ফিলিস্তিনি হামাসে পরিণত হবে, এখই সাথে মিশরও হামাস অনেক বাড়বে; ইসরায়েলের অনেক লোকজন পালিয়ে আমেরিকা চলে যাবে।
৫| ২৫ শে জানুয়ারি, ২০২৫ রাত ৮:৩০
সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশের পেট্রোবাংলার সাথে এনার্জি কোম্পানি ইউএসের চুক্তি হয়েছে বলে নিউজ হয়েছে। কিন্তু আমি ঘাটাঘাটি করে দেখলুম উহা একটা সমঝোতা স্মারক ছাড়া কিছু নয়। এনার্জি কোম্পানি ২০২৯/২০৩০ সালে ফরচুন পোর্ট নির্মাণ সাপেক্ষে বাংলাদেশে রপ্তানি করবে। কবে থেকে আমদানি শুরু হবে, দাম কতো কিছু লেখা নেই। ২০২৬ সাল থেকে ১৫ বছরের জন্য কাতারের সাথে চুক্তি আছে বাংলাদেশের। এখন কি এই সমঝোতা স্মারক লাভজনক হতে পারে? আমাদের এই বছর নাকি এলএনজি পেত্ব কষ্ট হতে পারে কারণ ইউরোপ এশিয়ার মার্কেট থেকে সব কিনে ফেলতে যাচ্ছে। ২০২৬ সালে আমেরিকার সাপ্লাই শুরু হল্ব তখন ক্রাইসিস কমবে। আমরা তো স্পট মার্কেট থেকেও কিনি।
সৌদি আরবের এত ইন্টারেস্ট কেন মাতারবাড়ি প্রজেক্ট নিয়ে? এরা কি এই ধরণের কাজ আগে কোথাও করেছে?
৬| ২৫ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:২৮
শূন্য সারমর্ম বলেছেন:
বিশ্বমোড়ল হবার যোগ্যতা কি কি?
২৬ শে জানুয়ারি, ২০২৫ রাত ১:৪৮
জেনারেশন৭১ বলেছেন:
জাতীয় প্রোফাইল ও বিশ্বের সমস্যা সমাধানের মতো ক্ষমতা এবং আচরণ।
৭| ২৬ শে জানুয়ারি, ২০২৫ রাত ২:১৭
কামাল১৮ বলেছেন: মধ্যযুগে মুসলমান এবং খৃষ্টানদের মধ্যে যুদ্ধের কারনে সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয় ইহুদিরা।শেষপর্যন্ত মুসলমানরা বিজয় অর্জন করলে ইহুদিরা তাদের পিত্রিভূমি ছাড়া হয়।ভূমি হারা হয়ে তারা বেচে থাকার জন্য জ্ঞান বিজ্ঞানের অন্নেষন শুরু করে।সেটাই আজকে তাদের বিজয় অর্জনের মূলমন্ত্র।
২৬ শে জানুয়ারি, ২০২৫ ভোর ৪:১২
জেনারেশন৭১ বলেছেন:
জ্ঞান ইহুদীদের লীডিং পজিশনে নিয়ে গেছে; জ্ঞান হীনতা মুসলামনদের তিলে তিলে ধ্বগস করছে।
৮| ২৬ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:১৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সবচেয়ে বড় সমস্য হলো বাংলাদেশে মানুষ পড়াশুনা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এটাই আমাদের বড় সমস্য।
২৬ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০২
জেনারেশন৭১ বলেছেন:
শিক্ষা হলো সংস্কৃতির অংশ; বেদুইনরা পড়ালেখা করতো না; সেখান থেকে মুসলমানদের মাঝে পড়ালেখা না করার প্রবনতা।
৯| ২৬ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ২:০০
নতুন বলেছেন: কারণ, আমাদের জনসংখ্যার মাঝে শতকরা হারে ভারত, নেপাল কিংবা শ্রীলংকার চেয়ে ক্রিমিনাল, ডোডো, চোর-ডাকাত, বর্ণচোরা ও অশিক্ষিত বেশী।
১০০% সহমত।
২৬ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০৩
জেনারেশন৭১ বলেছেন:
২৬ জুলাইর নতুন স্বাধীনতা কি ছাত্রদের আন্দোলন, নাকি আমেরিকান ক্যু?
১০| ২৬ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:২০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এখানে জ্ঞান বিজ্ঞানের কোন চর্চা করা হয় না।
তবে সার্টিফিকেটের চর্চা হয় অটোপাসের মাধ্যমে।
প্রশ্নফাসও অটোপাস জেনারেশন দেশটাকে চালাবে।
২৬ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০৬
জেনারেশন৭১ বলেছেন:
জা্তি যে ভয়ংকর সমস্যায়, সেটা জাতির বড় অংশ বুঝতে পারছে না; তারা মনে করেছে যে, আমেরিকান এম্বেসী, পাকিস্তান ও শিবিরের হায়েনারা জাতিকে মুক্ত করেছে! শেখ হাসিনার পতনের পর, তারা জাতিকে পাকি সংস_কৃতিতে নিয়ে গেছে।
১১| ২৬ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১৪
নতুন বলেছেন: ২৬ জুলাইর নতুন স্বাধীনতা কি ছাত্রদের আন্দোলন, নাকি আমেরিকান ক্যু?
আমার কাছে এখনো এটা ওবাইদুল কাদেরের ছাত্রলীগের ঢাবির আক্রমনের কারনে ঘঠে গেছে। যেমনটা ২৫ মার্চে পাকিস্তানের আক্রমনে মুক্তিযুদ্ধের সুচনা।
আপনার সুত্রুর সত্রু আপনার বন্ধু। সেই সুত্রে ঘটনার পেছনে সবাই দ্রুত এক হয়ে কাজ করবে সেটাই সাভাবিক। কিন্তু আমার মনে হয় না শুরু থেকে এটা আমেরিকার পরিকল্পনা ছিলো।
সামনে বোঝা যাবে আমার ধারনা ভুল কিনা।
২৬ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩০
জেনারেশন৭১ বলেছেন:
১৮৭৫ সালে আমেরিকা শেখকে সরাতে ক্যউ করায়েছিলো; এবার শেখ হাসিনাকে সরায়ে ওরা ক্যু করায়েছে; কিন্তু সামরিক সরকার গঠন করায়নি; কারণ, ইহাতে মানুষ সহজেই বুঝে যেতো যে, ইহা ক্যু।
১২| ২৬ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৪০
নতুন বলেছেন: বঙ্গবন্ধুকে সরাতে ষড়যন্ত করেছে সেটা পরিস্কার কারন ডালিক কুমারদের এমন কঠিন কোন কজ ছিলোনা শেখ মুজিবকে হত্যার পেছনে। ওরা আমেরিকার নাম নেবেনা সেটাই সাভাবিক।
কিন্তু শেখ হাসিনার পতনের বিষয়টা আমার কাছে পরিকল্পত মনে হয় নি। আয়ামীলীগ ঘৃন্যার যেই বারুদের পাহাড় বানিয়েছিলো তাতে ছাত্রলীগ আগুনটা ধরিয়েছিলো ঢাবিতে।
শেখ হাসিনার গদিতে যখন আগুন লেগেছে তখন জামাত/বিএনপি সবাই আলু পোড়া দেবে সেটাইতো সাভাবিক।
২৬ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫২
জেনারেশন৭১ বলেছেন:
সেনা বাহিনী কোনভাবে শিবিরকে আন্দোলন করতে দিতো না, যদি আমেরিকা ইহাতে না'থাকতো।
২৬ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫৩
জেনারেশন৭১ বলেছেন:
এসব আন্দোলনের কথা ডিজিএফআই'এর জানা ছিলো; ওরা আমেরিকার পক্ষে থাকায় ইহা চলতে দেয়া হয়েছে।
১৩| ২৬ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫৫
নতুন বলেছেন: সেনা বাহিনী কোনভাবে শিবিরকে আন্দোলন করতে দিতো না, যদি আমেরিকা ইহাতে না'থাকতো।
সেনাবাহিনি শেখ হাসিনার কথায় মানুষ হত্যা করেনাই। আর্মীর ভেতরের জুনিয়ার অফিসাসরাও হাসিনার পতন চাইতো। আর রাস্তায় নেমে মানুস হত্যা করলে ইউএন মিশনে কোটা বন্ধের আশংকা তো ছিলোই।
আমেরিকা জামাত শিবিরকে সমর্থন কেন করবে সেটা বোঝার চেস্টা করছি।
২৬ শে জানুয়ারি, ২০২৫ রাত ৮:৪৭
জেনারেশন৭১ বলেছেন:
আমেরিকার দরকার ছিলো রাস্তা দখল করানোর জন্য লোকজন; তারা দেখেছে যে, তাদের সাহায্যকারী পাকিস্তানের হাতে শিবিরের ট্রাইন্ড লোকজন আছে।
১৪| ২৬ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫৮
নতুন বলেছেন: এসব আন্দোলনের কথা ডিজিএফআই'এর জানা ছিলো; ওরা আমেরিকার পক্ষে থাকায় ইহা চলতে দেয়া হয়েছে।
ডিজিএফআই শেখ হাসিনার আচলে বাধা ছিলো। তারা সবাই উনাকে এমন পল্টি কেন দেবে?
২৬ শে জানুয়ারি, ২০২৫ রাত ৮:৪৮
জেনারেশন৭১ বলেছেন:
আমাদের মিলিটারী ও পাকিস্তানের মিলিটারী আমেরিকার খরিদ করা মিলিটারী।
©somewhere in net ltd.
১| ২৫ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২৩
সৈয়দ কুতুব বলেছেন: গণতান্ত্রিক-সমাজতন্ত্র গড়তে গিয়ে শেখ সাহেব অক্কা পাইলেন। আমার ব্যক্তিগত ধারণা কি জানেন? বাংলাদেশের মানুষের এইটা নিয়ে তেমন মাথা ব্যথা ছিলো না। যদি পেট ভরে তিন বেলা খেতে পারতো এসব পত্রিকা মত্রিকা বন্ধ করে দেয়া নিয়ে কারো টেনশন ছিলো না। আশ্চর্যজনক হলেও সত্য শেখের পরে উনার কন্যা এলো। তিনিও পারলেন না পেট ভরে খেতে দিতে। তবে মানুষ তার আমলে সিংগাড়া, সমুচা বাদ দিয়ে পোড়া মুরগী, বিরিয়ানি, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, ফিশ ফিঙ্গার খাওয়া শিখেছে। এতে করে আমদানির পরিমাণ বেড়ে গেছে, জিনিস পাতির দাম বেড়ে গেছে। - এই অবজারবেশন আমার নয় ১৫ বছর পর সৌদি ফেরত আমার এক এলাকার ভাইয়ের! ।
ভাইয়ের আরো অবজারবেশন সৌদি সরকার পেট ভরে খেতে দেয় তাই সেখানে কেউ গণতন্ত্র নাই কেউ তা নিয়ে মাথা ঘামায় না।