![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেয়েছি পথের দেখা !! শেষ জানিনা তার!!
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী গ্রামে আব্দুল রহমানের বাড়িতে তার একটি ছাগল হাতির বাচ্চা প্রসব করেছে। একনজর দেখার জন্য নারী পুরুষ হাজারো জনতার ঢল নেমে এসেছে। জানা গেছে, উপজেলা সিংগিমারী গ্রামের ব্যবসায়ী আব্দুর রহমান তার নাতির পালার জন্য একটি ছাগল গত এক বছর যাবত ছাগলটি পালনের এক পর্যায়ে গতকাল মঙ্গলবার দুপুরে ছাগলটি অলৌকিকভাবে হাতির বাচ্চা জন্ম দেয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে সেখানে হাজার হাজার নারী পুরুষের ঢল নামে পরবর্তীতে জনতার ভীড় সামাল দিতে না পেরে আবদুর রহমান পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন। ফলে পুলিশ প্রশাসনের এস আই আবু বক্কর সিদ্দিক ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
সুত্র
০২ রা মে, ২০১৩ রাত ১০:০৫
পথহারা নাবিক বলেছেন: পছন্দ হইছে...
২| ০২ রা মে, ২০১৩ দুপুর ২:৩৩
মুক্ত মণ বলেছেন: অথবা হাগল।
০২ রা মে, ২০১৩ রাত ১০:০৬
পথহারা নাবিক বলেছেন: এইটাও চলে......
৩| ০২ রা মে, ২০১৩ দুপুর ২:৩৪
লিন্কল্ন বলেছেন: Ha ha ha funny news.
০২ রা মে, ২০১৩ রাত ১০:০৮
পথহারা নাবিক বলেছেন: সব কিছু ফান হিসাবে দেঝবেন না...... এইটা এটা জাতিও ইস্যু......
৪| ০২ রা মে, ২০১৩ দুপুর ২:৪৫
অনির্বাণ রায়। বলেছেন:
০২ রা মে, ২০১৩ রাত ১০:০৯
পথহারা নাবিক বলেছেন: B:-)
৫| ০২ রা মে, ২০১৩ দুপুর ২:৪৮
ইয়াশফিশামসইকবাল বলেছেন: একটা জিনিস মাথায় ঢুকতেছেনা, সেইটা হইল হাতি ছাগলটারে মিলনে রাজি করল কেম্নে!!!
০২ রা মে, ২০১৩ রাত ১০:০৯
পথহারা নাবিক বলেছেন: এইটাই তো জাতিও ইস্যু.........
৬| ০২ রা মে, ২০১৩ দুপুর ২:৫০
অপ্রিয়তেমষূ বলেছেন: pagole pagol chene
sagole sagol
hati r sagol mile
hoy buji hagol?
koite paren keu bosorer shera hagol ke? tar jonmo to shunsi kachuay. apni vul infomation dicchen nato?
৭| ০২ রা মে, ২০১৩ বিকাল ৩:০৪
বিডি আমিনুর বলেছেন: বাংলাদেশ আর একটা বিশ্ব রেকর্ড করল।
৮| ০২ রা মে, ২০১৩ বিকাল ৩:৫৯
দূর আকাশের নীল তারা বলেছেন: চাদেঁ সাঈদীর ছবি দেখার মত ঘটনা। হুজুগে বাঙালী কবে বাস্তবে ফিরে আসবে??
৯| ০২ রা মে, ২০১৩ বিকাল ৫:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: ছাগলটা কি টেবিল ইউজ করছিল
না হাতিটা কেমনে এত নীচা হইল
ইয়াশফিশামসইকবাল বলেছেন: একটা জিনিস মাথায় ঢুকতেছেনা, সেইটা হইল হাতি ছাগলটারে মিলনে রাজি করল কেম্নে!!! B:-) B:-)
নাকি পুরান কাহিনীর পাতায় করিয়া বীর্য বহন কালে পানিতে পড়ার গল্পের মতন!!!!!
বীর্জ পতিত পাতা বা ঘাস ভক্ষন করিয়া গর্ভ ধারন!!!!!!
যাই হোক.. বিস্ময়কর ঘটনাই বটে।
বিলিভ ইট অর নটে ইনফো দেয়া যাইতে পারে!
১০| ০২ রা মে, ২০১৩ রাত ১০:৪৬
ভোলা বাবা বলেছেন: ছাগল হাতির কাছে গিয়াছিল নাকি হাতি ছাগলের কাছে আইসাছিলো !!!!! কাহিনী বুঝতাছিনা ।
বিদ্রোহী ভৃগু বলেছেন: ছাগলটা কি টেবিল ইউজ করছিল
না হাতিটা কেমনে এত নীচা হইল
ইয়াশফিশামসইকবাল বলেছেন: একটা জিনিস মাথায় ঢুকতেছেনা, সেইটা হইল হাতি ছাগলটারে মিলনে রাজি করল কেম্নে
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৩ দুপুর ২:৩১
অদৃশ্য বলেছেন:
নামকরণ করলাম______ ছাগলস্তি ______
শুভকামনা...