![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেয়েছি পথের দেখা !! শেষ জানিনা তার!!
একবার বাংলাদেশী ক্রিকেটার নাসির হোসেন এবং ভারতীয় ক্রিকেটার ভিরাট কোহলি একটা চকোলেটের দোকানে গেলেন চকোলেট খেতে।
উভয়ে কিছু চকোলেট খাওয়ার পর দোকান থেকে বের হলেন। খেয়ে বের হবার পর কোহলি নাসিরকে ডেকে বললো, "দেখো আমি দোকান থেকে ৩টি চকোলেট বার মেরে দিয়েছি! আমিই পৃথিবীর সবচেয়ে ধূর্ত ব্যাক্তি!"
তখন নাসির বললেন, "আমার চালাকি দেখবা?" কোহলির উত্তরঃ "হ্যাঁ!" নাসিরের কথায় তখন তারা আবার চকোলেটের
দোকানে ফিরে গেলো।
দোকানে গিয়ে দোকানের ছেলেকে নাসির বললো, "ম্যাজিক দেখবা"??? ছেলেটি বললো, "হ্যাঁ!" তখন নাসির বললেন, "তাহলে একটা চকোলেট বার দাও।"ছেলেটি দিলো আর নাসির সেটি খেয়ে ফেললেন।তখন
ছেলেটি বললো,"ম্যাজিক কই?"নাসির বললেন, "আরেকটা দাও!" এভাবে ৩টা দেওয়ার পর নাসির বললেন। এখন ভিরাট
কোহলির পকেটে হাত দাও ৩টা ঐখানেই আছে!!!
ছেলেটা তো পুরাই অবাক!
আর নাসির বস পুরাই "ROCKS!"
এবং কুলি পুরাই "কদু"।
১৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৪
পথহারা নাবিক বলেছেন:
২| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৫
ইমরাজ কবির মুন বলেছেন:
হাহাহ, জোস ||
৩| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৫
মদন বলেছেন:
৪| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৮
লিন্কিন পার্ক বলেছেন:
৫| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৫
লিঙ্কনহুসাইন বলেছেন: চোরের উপর বাটপারি !! আমাদের নাছিরকে শেষমেশ বাটপার বানাইয়া দিনেল
১৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৪
পথহারা নাবিক বলেছেন:
৬| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪১
আহলান বলেছেন:
৭| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪৯
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: হা হা , দারুন তো বস!
৮| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪৯
অদ্ভুতুরে বলেছেন: চ্রম!
৯| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৪
রিমন রনবীর বলেছেন: পুরান জুক্স নতুন বোতলে। তবে ভাল্লাগল
১০| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৫
চারশবিশ বলেছেন: নাসির বস্ পুরাই "ROCKS!"
১১| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪৫
আরজু পনি বলেছেন:
হাহাহাহা মজা পেলাম ।।
১২| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১:২৪
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: মজা পেলাম।
©somewhere in net ltd.
১|
১৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৫
খেয়া ঘাট বলেছেন: জোস,,,,,,,,,,,,,,,,,,,,,,,ভালোলাগলো।
++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।