নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুশীলের নাম শুনলে ঘেন্যা হয়!!

যখন পেয়েছি পথের দেখা তখন আবার দিকভ্রান্ত হয়ে হারিয়েছি পথ.........

পথহারা নাবিক

পেয়েছি পথের দেখা !! শেষ জানিনা তার!!

পথহারা নাবিক › বিস্তারিত পোস্টঃ

যৌন জিহাদে গিয়ে এইডস আক্রান্ত তিউনেশিয়ার নারীরা!!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৪২







সিরিয়ায় ‘যৌন জিহাদে’ অংশ নিতে গিয়ে মানসিক ও শারীরিক অত্যাচারের শিকার হয়েছেন তিউনেশিয়ার নারীরা। যৌন জিহাদে অংশ নেওয়া নারীরাই প্রকাশ করছেন যৌন জিহাদের ভীতিকর অভিজ্ঞতা। তিউনেশিয়ার ১৯ বছরের একজন তরুণীর নাম লামিয়া।



অনেক মুসলমানের মতো তিনিও সিরিয়ায় গিয়েছিলেন যৌন জিহাদে অংশ নিতে। যৌন জিহাদের ধারণা সম্পর্কে লামিয়া বলেন, অনেক তিউনিশিয়ান নারীর মত আমিও জান্নাতের লোভে সিরিয়াতে যৌন জিহাদে অংশ নিয়েছিলাম। আমি ২০১১ সালে প্রথম একটি টিভি অনুষ্ঠান দেখে ইসলামী জীবনযাপনের প্রতি আগ্রহী হয়ে উঠি। আমি হিজাব পড়া শুরু করি। আমি বিশ্বাস করতাম, পরপুরুষের সামনে যাওয়া পাপ।



তবে সিরিয়াতে পাঠানোর আগে লামিয়াকে বোঝানো হয়, নারীরা নিজেদের শরীর দিয়ে ইসলামের শক্রুর বিরুদ্ধে লড়াই করতে পারে। প্রতিটি হামলার আগে ও পরে নিজেদের শরীর দিয়ে যোদ্ধাদের মুগ্ধ করে নারীরা ইসলামের শত্রুর বিপক্ষে যুদ্ধ করতে পারে। যা তাকে জিহাদীর সম্মান দেবে ও পরকালে দেবে জান্নাত। লামিয়ার মত আরো অনেক নারীকেই একই ভাবে জান্নাতের লোভে সিরিয়ায় পাঠানো হয়।



সিরিয়ার অভিজ্ঞতা সম্পর্কে এই তরুণী বলেন, সিরিয়া যুদ্ধের শুরুতে আমি কি করবো তা নিয়ে সন্দিহান হয়ে পড়ি। পরে ইসলামী পন্ডিতদদের প্ররোচণায় আমি সিরিয়াতে যাই। সিরিয়া যাওয়ার পথে তাদেরকে প্রথমে লিবিয়ার বেনগাজীতে রাখা হয়। সেখান থেকে তুরস্ক হয়ে সিরিয়ার আলেপ্পোতে নেওয়া হয়।



বেনগাজীতে লামিয়ার মতো অন্যান্য তিউনেশিয়ার নারীদের থাকতে দেওয়া হয় একটি পরিত্যক্ত হাসপাতালে। সেখানে লামিয়ার মতো আরো যৌন জিহাদীদের থাকতে দেওয়া হয়। সেখানে আসাদ বিরোধী বাহিনীর প্রধান ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ব্যাটেলিয়ান নামের এক ব্যক্তি প্রথমে লামিয়ার সাথে যৌন সম্পর্ক স্থাপন করে। এরপরে আর কত মানুষ লামিয়ার সাথে যৌন সম্পর্ক স্থাপন করেছেন তা হিসাবও রাখতে পারেননি তিনি। ইরাক, পাকিস্তান, লেবানন, তুরস্ক, সৌদি আরব, আফগানিস্তান, সোমালিয়াসহ নানান দেশের যোদ্ধাদের সাথে তাকে থাকতে হয়েছে।



লামিয়া জানান, যোদ্ধারা যৌন সম্পর্ক স্থাপনের সময় তাদেরকে নানান ভাবে অত্যাচার করত। ব্যবহার করত প্রাণীর মত। তাদের নির্যাতনে অনেক নারীই মারা যায়। অনেকে আবার পালিয়ে তাদের হাত থেকে বাঁচতে চেয়েছে। যারা পালিয়ে যেতে চেয়েছেন তাদের হত্যা করেছে ইসলাম রক্ষায় যুদ্ধরত সৈনিকরা।



অবশেষে লামিয়া সিরিয়া থেকে পালিয়ে আসতে সক্ষম হন। তিউনিশিয়াতে এসে চিকিৎসকের শরনাপন্ন হন তিনি। চিকিৎসক লামিয়াকে জানান, তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। তবে লামিয়ার জন্য আরো বড় দুঃসংবাদ ছিল চিকিৎসকের কাছে। চিকিৎসক তাকে জানান, তিনি ও তার অনাগত সন্তান উভয়ই এইচআইভি ভাইরাসে আক্রান্ত।

সুত্র

মন্তব্য ২৭ টি রেটিং +০/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:০৫

মুহাম্মদ যিয়ান ইলাহী বলেছেন: এইখানে ইসলাম শব্দটা বাদ দিয়ে ওয়াহাবী লিখেন।
জিহাদ শব্দটা বাদ দিয়ে যুদ্ধ লিখেন।

লেখাটা অর্থবোধক হবে।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:৩৫

পথহারা নাবিক বলেছেন: এইভাবে বলবেন না, কারন এরাও মুসলিম কিন্তু ভুল পথের অনুসারি। আল্লাহ এদের বুঝার তৌফিক দান করুক। আমিন

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:১০

নওরীন ইশা বলেছেন: মরমান্তিক কাহিনি।এভাবেই ধর্মব্যবসায়ীদের প্ররোচনায় অনেক মুমিনরা ভুল পথে পা দিচ্ছে।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৪১

পথহারা নাবিক বলেছেন: আল্লাহ এদের মাপ করে সঠিক পথে আসার তৌফিক দান করুক।

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:১৭

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: ইসলাম এটাকে জিহাদ বলতে পারে না ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৪১

পথহারা নাবিক বলেছেন: হুম

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৪৪

ম্যাভেরিক বলেছেন: প্রযুক্তি যত উৎকর্ষ হচ্ছে মানুষ তত গণ্ডমূর্খ হচ্ছে, প্রচারমাধ্যমের চাকর হচ্ছে। যে বিদ্যাশিক্ষা প্রোপাগান্ডা আর ফ্যাক্টসের মধ্যে পার্থক্য ধরার ক্ষমতা প্রদান না করে, সে শিক্ষায় শিক্ষিত লোক সমাজের জন্য অশুভ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৪২

পথহারা নাবিক বলেছেন: :| :|

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:১০

সাদা মনের মানুষ বলেছেন: কন কি ? এই যুগে এগুলো কি সম্ভব ?

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৪২

পথহারা নাবিক বলেছেন: সম্ভব!!

৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৩২

শিউলীমালা বলেছেন: মুহাম্মদ যিয়ান ইলাহী.....কতটুকু জানেন ওয়াহাবী সম্পর্কে????

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৫৩

পথহারা নাবিক বলেছেন: দুঃখিত ভুলক্রমে আমি আপনার আগের মন্তব্যটি মুছে ফেলেছি!

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৫৮

শিউলীমালা বলেছেন: ইচ্ছে করে মুছে ফেলেননি তাহলে

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:০৪

পথহারা নাবিক বলেছেন: মাপ করবেন!!

৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:০০

শিউলীমালা বলেছেন: তথ্যসূত্রে যেতে পারছিনা। যৌনজিহাদ ধারণাটা প্রথম জানতে পারি ইজরাইল নিউজ ও রেডিও তেহরানের কাছে

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:০৯

পথহারা নাবিক বলেছেন: http://www.notun-din.com/?p=8324

মনে হয় না কারন তিউনেশিয়ান সরকার নিজেই স্বীকার করেছে!!

৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:১৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: রেডিকুলাস! সিক !!

এক ভিডিওতে দেখলাম এক বাপ তার মেয়েরে পাঠাইছে !

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:২২

পথহারা নাবিক বলেছেন: আস্তাগফিরুল্লাহ !! আল্লাহ এদের ক্ষমা করুক!!

১০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৩২

ডুয়েট বলেছেন: তাদের কি বিবেক বুদ্ধি বলতে কিছুই নেই???

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪১

পথহারা নাবিক বলেছেন: :( :( :( :(

১১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৮

হেডস্যার বলেছেন:
হায় মুসলমান ! :(

১২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৮

প্রত্যাবর্তন@ বলেছেন: B:-) B:-)

১৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২০

এস এইচ খান বলেছেন:

ম্যাভেরিক বলেছেন: প্রযুক্তি যত উৎকর্ষ হচ্ছে মানুষ তত গণ্ডমূর্খ হচ্ছে, প্রচারমাধ্যমের চাকর হচ্ছে। যে বিদ্যাশিক্ষা প্রোপাগান্ডা আর ফ্যাক্টসের মধ্যে পার্থক্য ধরার ক্ষমতা প্রদান না করে, সে শিক্ষায় শিক্ষিত লোক সমাজের জন্য অশুভ।

== কমেন্টে +

১৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩২

হাসান কালবৈশাখী বলেছেন:
এটিও পড়ুন
Click This Link

১৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৭

আল ইফরান বলেছেন: এদের বুদ্ধি কি মাথায় আছে নাকি হাটুর নীচে নেমে গেছে তা বুঝতে পারছি না :(

মুহাম্মদ যিয়ান ইলাহী বলেছেন: এইখানে ইসলাম শব্দটা বাদ দিয়ে ওয়াহাবী লিখেন।
জিহাদ শব্দটা বাদ দিয়ে যুদ্ধ লিখেন।

কঠিনভাবে সহমত :)

১৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৮

মাইন রানা বলেছেন: মুহাম্মদ যিয়ান ইলাহী বলেছেন: এইখানে ইসলাম শব্দটা বাদ দিয়ে ওয়াহাবী লিখেন।
জিহাদ শব্দটা বাদ দিয়ে যুদ্ধ লিখেন।

কঠিনভাবে সহমত :)

১৭| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ৯:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: মুহাম্মদ যিয়ান ইলাহী বলেছেন: এইখানে ইসলাম শব্দটা বাদ দিয়ে ওয়াহাবী লিখেন।
জিহাদ শব্দটা বাদ দিয়ে যুদ্ধ লিখেন।

লেখাটা অর্থবোধক হবে।

শতভাগ সহমত।

@ শীউলীমালা....ওহাবীর শেকড় চিনুন.. নিজেকে আল্লাহর বান্দা বানান.. ওহাবীর ক্রীদাস নয়...

সউদী রাজপরিবার: কে তাদের প্রকৃত পূর্বপুরুষ? একটি মরুময় ঘৃণিত অঞ্চল নজদ এর দস্যুদের পরিচয় উদঘাটন



মুসলমানের লেবাসধারী এই ওহাবী সম্পর্কে ভালভাবে জানতে হতে লিংকে দেওয়া বইটি পাঠ করুন
Click This Link ABritishSpy.pdf

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.