নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুশীলের নাম শুনলে ঘেন্যা হয়!!

যখন পেয়েছি পথের দেখা তখন আবার দিকভ্রান্ত হয়ে হারিয়েছি পথ.........

পথহারা নাবিক

পেয়েছি পথের দেখা !! শেষ জানিনা তার!!

পথহারা নাবিক › বিস্তারিত পোস্টঃ

অনন্তর “অসম্ভবকে সম্ভব করার” গোমর ফাঁস!!

২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১২

























‘অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ’—এ বলে চ্যানেল ফাটিয়ে ফেললেও সব অসম্ভব সম্ভব করতে পারেন না বর্তমান সময়ের জনপ্রিয় নায়ক অনন্ত। এমনটাই জানালেন অনন্তর স্ত্রী চিত্রনায়িকা বর্ষা। অনন্তর গোমর ফাঁস করে দিয়ে বর্ষা বলেন, অনন্ত সব অসম্ভবকে সম্ভব করতে পারলেও একটা কাজ একদমই পারেন না। আর তা হলো রান্না।



বর্ষা জানান, প্রায় সব পুরুষই অন্তত আলু ভর্তা আর ডিম ভাজি করতে পারলেও অনন্ত তাও পারেন না। এমনকি সে কখনো রান্না ঘরেও জান না। বর্ষা জানান, এর বাইরের প্রায় সব কিছুতেই অনন্ত সফল। সে যেখানেই হাত দিয়েছে সেখানেই সোনা ফলেছে।



উল্লেখ্য, আজ সকালে বর্ষাকে নিয়ে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন অনন্ত। যাওয়ার প্রাক্কালে অনন্ত বলেন, মূলত ঈদ উপলক্ষে অবকাশ যাপনে যাচ্ছি সেখানে। তাছাড়া ব্যস্ততার কারনে বর্ষাকে খুব একটা সময় দিতে পারি না। তাই ছুটির এই সুযোগটা লুফে নিলাম।

সুত্র



মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১৬

মাহবু১৫৪ বলেছেন: তাদের না ছাড়ছাড়ি হয়ে গিয়েছে!!

/:)

২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:২২

পথহারা নাবিক বলেছেন: আপনি কই আছেন!! কোন দেশে আছেন আপনে!!

২| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৮

বিল্লা বাবা বলেছেন: উনার "ব্যাংক রেডিসন" হোটেল থিকা একটা কোর্স কইরা আসা দরকার। সবই তো সম্ভব করলেন, এইডা আর বাকি থাকবো কেন ?

২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৪

পথহারা নাবিক বলেছেন: :( :(

৩| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৫০

হৃদয় রিয়াজ বলেছেন: আপাতত এই অসম্ভবটা সম্ভব না করলেও চলবে।

২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৬

পথহারা নাবিক বলেছেন: হুম!!

৪| ২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৭

স্বস্তি২০১৩ বলেছেন: :(( X( X((

২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৭

পথহারা নাবিক বলেছেন: ভাই নাগ করেন কেন!!

৫| ২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৩

সোহেল রনি বলেছেন: বছর খানেক টমি মিয়ার সাগরিদগিরি করুক।
এইটা আর বাকি থাকবো কেন ?

৬| ২২ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

শাহরিয়ার খান রোজেন বলেছেন: এইটা আর বাকি থাকবো কেন ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.