নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুশীলের নাম শুনলে ঘেন্যা হয়!!

যখন পেয়েছি পথের দেখা তখন আবার দিকভ্রান্ত হয়ে হারিয়েছি পথ.........

পথহারা নাবিক

পেয়েছি পথের দেখা !! শেষ জানিনা তার!!

পথহারা নাবিক › বিস্তারিত পোস্টঃ

জয়ের সঙ্গে মৌসুমী!

০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ২:৪৮









প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে আজ হঠাৎই দেখা হয়ে গেল বাংলা চলচ্চিত্রের প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমীর। জন্মদিন উপলক্ষে চ্যানেল আইয়ের তারকাকথন অনুষ্ঠান থেকে বের হওয়ার সময় চ্যানেল আইয়ের বারান্দাতেই মৌসুমীর দেখা হয়েছে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে।মৌসুমীর জন্মদিনের বিষয়টি জানতে পেরে তাত্ক্ষণিকভাবে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান জয়।



এ প্রসঙ্গে মৌসুমী জানিয়েছেন, ‘চ্যানেল আইতে এসেছিলাম জন্মদিন উপলক্ষে তারকাকথন অনুষ্ঠানে অংশ নিতে। এরপর অনুষ্ঠান শেষে বের হয়ে যাওয়ার পথে তাঁর (সজীব ওয়াজেদ জয়) সঙ্গে আমার দেখা হয়। তিনি আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।’ এদিকে জন্মদিনের আয়োজন প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘এবার খুব বেশি আনন্দ করা হচ্ছে না। আবহাওয়া পরিবর্তনের কারণে বেশ কয়েক দিন ধরে শরীরটাও ভালো যাচ্ছে না। জন্মদিনে সবার দোয়া চাই। শুধু আমার জন্য নয়, স্বামী ওমর সানি এবং আমার দুই সন্তানের জন্যও সবাই দোয়া করবেন। সবার মন রাখতে একেবারেই ঘরোয়াভাবে জন্মদিন পালনের আয়োজন করব।’



এদিকে অভিনয় প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘অভিনয় হচ্ছে আমার প্রধান ভালো লাগা ও ভালোবাসা। জীবনের শেষ দিন পর্যন্ত ক্যামেরার সামনে দাঁড়াতে চাই। মানসম্মত চিত্রনাট্যে কাজ করতে চাই। আমি কোনোদিন চিত্রনাট্যের সঙ্গে আপস করিনি, সামনেও করব না।’



উল্লেখ্য, আজ ৩ নভেম্বর বাংলা চলচ্চিত্রের প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমীর জন্মদিন। একেবারেই ঘরোয়া পরিবেশে জন্মদিনের অনুষ্ঠানটি পালন করেন তিনি। ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় মৌসুমীর। এ পর্যন্ত দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের স্বীকৃতির পাশাপাশি মৌসুমী সম্প্রতি জাতিসংঘের শুভেচ্ছা-দূত নির্বাচিত হয়েছেন। সূত্র: প্রথম আলো

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৩:২৮

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: এদের সাথেই ত দেখা হয়। খেটে খাওয়া মানুষের কপালে কি দেবতাদের সাক্ষাত মিলে !

০৪ ঠা নভেম্বর, ২০১৩ ভোর ৫:৫৩

পথহারা নাবিক বলেছেন: হুম!!

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৩:৪২

আমি মেহমান বলেছেন: কাজ হবেনা জয়ের - মৌসুমী বাংলাদেশের মুসলিম পরিবারের মেয়ে!

০৪ ঠা নভেম্বর, ২০১৩ ভোর ৫:৫৪

পথহারা নাবিক বলেছেন: বুঝলাম না!!

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ ভোর ৫:০৫

দুরন্ত সাহসী বলেছেন: আমি মেহমান বি পজেটিভ থিংক পজেটিভ।

জয় কি চ্যনেল আইএ মৌসুমিকে খুজতে গিয়েছিলো? আপনিতো ব্লগে আল্লাহ নবি নিয়ে কথা বলেন তাইনা? ইসলামে কারো চরিত্র নিয়ে গিবত করা হারাম সেটাকি জানেন?


রুচি বদলান।মেহমান হয়ে যা করছেন জমিদার হলে যে ব্লগে কি করতেন আল্লায় জানে।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ ভোর ৫:৫৪

পথহারা নাবিক বলেছেন: এইবার বুঝছি !!

৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ৮:৩৬

কলাবাগান১ বলেছেন: @আমি মেহমান

এখন জয়কে 'খারাপ' দেখানোর জন্য, আপনারা মৌসুমির নাচ-গান-অভিনয়কেও হালাল মুসলিম মেয়ের কাজ বলে চালিয়ে দিবেন

০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৬

পথহারা নাবিক বলেছেন: স্বার্থের জন্য মানুষ ভালোকে খারাপ বলতে দ্বিধা করে না!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.