নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুশীলের নাম শুনলে ঘেন্যা হয়!!

যখন পেয়েছি পথের দেখা তখন আবার দিকভ্রান্ত হয়ে হারিয়েছি পথ.........

পথহারা নাবিক

পেয়েছি পথের দেখা !! শেষ জানিনা তার!!

পথহারা নাবিক › বিস্তারিত পোস্টঃ

কম্পিউটার গেমসই কেড়ে নিল ছেলেটির প্রাণ!!

০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৫







কম্পিউটার আসক্ত মানুষের সংখ্যা অনেক পাওয়া যাবে। কিন্তু তাই বলে দৈনিক ১৫ ঘন্টা কম্পিউটারে গেমস নিয়ে পড়ে আছে এমন লোক মনে হয় খুব একটা পাওয়া যাবে না। সম্প্রতি এমনই এক কম্পিউটার আসক্ত ছেলে খবরের শিরোনাম হয়েছে যে কিনা অতিরিক্ত কম্পিউটার আসক্তির কারণে হার্ট অ্যাটাকে মারা গেছে। আর ঘটনাটি ঘটোছে মালয়েশিয়ায় জর্জ টাউন শহরে।ছেলেটির নাম ওং ইয়ি হ। বয়স ২৩ বছর।ছেলেটির মা গণমাধ্যমকে জানান ওং সবসময় কম্পিউটার নিয়ে পড়ে থাকত। এতে করে তার পড়াশোনা ও স্বাভাবিক কাজকর্ম বিঘ্নিত হত। এর জন্য তিনি ওর ওপর রাগ করতেন। কিন্তু তাতেও কিছু কাজ হতনা। সে দৈনিক ১৫ ঘন্টা করে সাইবার ক্যাফেতে গিয়ে কম্পিউটার গেসস খেলত।

গত শনিবার রাত ১০টা থেকে পরদিন রোববার দুপুর একটা পর্যন্ত সে সাইবার ক্যাফেতে গেমস খেলে। এরপর বাসায় ফিরে চাচার রুমে গিয়ে আবার গেমস নিয়ে মেতে ওঠে।এর ঘণ্টাখানেক পর সে অসুস্থ্য হয়ে পড়লে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান পথেই হার্ট অ্যাটাকে ওং এর মৃত্যু হয়েছে।সূত্র: স্টার মালয়েশিয়া।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৭

পরিবেশ বন্ধু বলেছেন: হয়ত অতিরিক্ত ব্রেইনের চাপ

০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১৮

পথহারা নাবিক বলেছেন: হুম !!

২| ০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩০

ডরোথী সুমী বলেছেন: ভয়ঙ্কর অবস্থা! নতুন প্রজন্মকে অনেক সতর্ক হতে হবে।

০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১৯

পথহারা নাবিক বলেছেন: এরা গেমস ছাড়া কিছুই বুঝে নাহ!!

৩| ০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪০

খাটাস বলেছেন: :|| :|| :||

০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২৫

পথহারা নাবিক বলেছেন: :( :(

৪| ০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫০

জেনারেশন সুপারস্টার বলেছেন: যা করার জন্য দুনিয়াতে পয়দা হল তা করেই গেল তাইলে শেষ পর্যন্ত

০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২৫

পথহারা নাবিক বলেছেন: কোনটা

৫| ০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০২

সপন সআথই বলেছেন: je kono kichur e limit ache, seta cross korlei bipod onibarjo

০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২৬

পথহারা নাবিক বলেছেন: হুম

৬| ০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ৥পরিবেশ বন্ধু বলেছেন: হয়ত অতিরিক্ত ব্রেইনের চাপ ,,,,,,,,,,,,,সহমত

০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২৬

পথহারা নাবিক বলেছেন: হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.