নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুশীলের নাম শুনলে ঘেন্যা হয়!!

যখন পেয়েছি পথের দেখা তখন আবার দিকভ্রান্ত হয়ে হারিয়েছি পথ.........

পথহারা নাবিক

পেয়েছি পথের দেখা !! শেষ জানিনা তার!!

পথহারা নাবিক › বিস্তারিত পোস্টঃ

প্রথম স্ত্রী অনন্যার যে চারটি শর্ত মানতে হবে আরেফিন রুমীকে!!

০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১২





নারী নির্যাতন ও যৌতুকের মামলায় অভিযুক্ত সংগীতশিল্পী আরফিন রুমিকে ৪টি শর্ত দিয়েছেন প্রথম স্ত্রী অনন্যা। এই শর্ত গুলো মানলে হয়তো রুমি বেরিয়া আসতে পারবেন আইনী জটিলতা থেকে, জেলেও যেতে হবে না আর।



গত ১২ অক্টোবর মোহাম্মদপুর কাদেরাবাদ হাউজিং সোসাইটি থেকে নারী নির্যাতনের অভিযোগে রুমিকে গ্রেপ্তার করে পুলিশ। সাথে আরও গ্রেপ্তার হন রুমির বড় ভাই এস এম ইয়াসিন রনি। আর থানায় এসে এসব অভিযোগ করেছিলেন রুমির প্রথম স্ত্রী লামিয়া ইসলাম অনন্যা।গ্রেপ্তারের পর রুমি জামিনে বেরিয়ে আসলেও ১১ নভেম্বর রুমির আদালতে হাজিরার দিন।



কিন্তু দেশীয় একটি সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, এরইমধ্যে অনন্যা রুমিকে বেশকিছু শর্ত দিয়েছেন। তবে শর্ত গুলোর মধ্যে রুমির দ্বিতীয় স্ত্রীর ব্যাপারে কোন কথা উল্লেখ করেননি অনন্যা।







এ বিষয়ে অনন্যা জানান, আমি মোট চারটি শর্ত দিয়েছি। এরমধ্যে রয়েছে (১) আমাকে কোনোদিন তালাক দেয়া যাবে না

(২) ছেলে আরিয়ানের ভবিষৎতের জন্য ব্যাংকে ২০ লাখ টাকার এফডিআর করতে হবে

(৩) ভরনপোষণের জন্য প্রতিমাসে ২০ হাজার টাকা এবং ছেলের জন্য আলাদা টাকা দিতে হবে

(৪) আমাকে পড়াশুনার পাশাপাশি গান করতে দিতে হবে।



ধারণা করা হচ্ছে, এই শর্তগুলো মেনে না নিলে আবারও জেলে যেতে পারেন রুমি। এখন দেখার পালা। আরফিন রুমি কি সব শর্ত মেনে নিবেন কিনা। নাকি আবারো নতুন কোন বিতর্কের জন্ম দিবেন তিনি।



সুত্র

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২০

বেকার সব ০০৭ বলেছেন: চার টা শর্ত দিছে তার মানে হল আরো চার টা বিয়ে করবে আরফিন রুমি

০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২৯

পথহারা নাবিক বলেছেন: হয়তোবা!!

২| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪০

সাহাদাত উদরাজী বলেছেন: এই চার সর্ত যদি দিয়ে থাকে তবে বুঝবো মেয়েটা আসলেই পাগল!

তবে শেষের শর্তে বুঝা যাচ্ছে, তিনিও গান গাইবেন!

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৪

পথহারা নাবিক বলেছেন: হুম !!

৩| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২৯

বিশ্বাস করি 1971-এ বলেছেন: এই মাদার**টা টিভিতে এসে আবার র্নিলজ্জের মত নিজের সাফাই গায়। একটা না বেশ অনেকগুলা চ্যানেলে দেখলাম। হারামীর বাচ্চাটা কি এমন কোন সিংগার? ব্যাটা তোর বিয়া নিয়া তুই এত নিলজ্জভাবে টিভিতে আইসা আবার নিজের বৌরে গালি দিতে থাকে। আবার আমাদের সাংবাদিকরা আর মিডিয়া মহাসমারোহে প

০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৬

পথহারা নাবিক বলেছেন: লজ্জা থাকলে তো ২য় বিয়া করতো না !!

৪| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪২

উম্মু আবদুল্লাহ বলেছেন: রুমির মত একটা লোকের জন্য অনন্যা কেন এত পাগল কে জানে! পিতৃত্বও যাকে দায়বদ্ধ করতে পারেনি!

কিন্তু অনন্যার দেয়া প্রথম শর্তটি ইসলাম সমর্থন করে না। বিবাহ বিচ্ছেদ এবং বিয়ে - দুটোই একজনের নিজস্ব বিষয়। নিজের সমস্ত ক্ষয়ক্ষতি মেনে নিয়ে যদি কেউ যদি বিবাহ বিচ্ছেদ চায়, তার বিচ্ছেদ কোনভাবেই আটকে রাখা যায় না। অনন্যার যেমন বিয়ে ভেংগে দেয়ার অধিকার রয়েছে, তেমনি রুমিরও রয়েছে।

০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১:২২

পথহারা নাবিক বলেছেন: হুম!!

৫| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৩১

তাহমিদুর রহমান বলেছেন: এই চার সর্ত যদি দিয়ে থাকে তবে বুঝবো মেয়েটা আসলেই পাগল!

তবে শেষের শর্তে বুঝা যাচ্ছে, তিনিও গান গাইবেন!
প্রাত্যহিক

০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৫৭

পথহারা নাবিক বলেছেন: সেটাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.