নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুশীলের নাম শুনলে ঘেন্যা হয়!!

যখন পেয়েছি পথের দেখা তখন আবার দিকভ্রান্ত হয়ে হারিয়েছি পথ.........

পথহারা নাবিক

পেয়েছি পথের দেখা !! শেষ জানিনা তার!!

পথহারা নাবিক › বিস্তারিত পোস্টঃ

এবার এক ভক্তের হাতেই যৌন নিপীড়নের শিকার দীপিকা পাড়ুকোন !

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০৬







ভয়ঙ্কর এক অভিজ্ঞতার শিকার হলেন দিপীকা পাড়ুকোন। আর এই অভিজ্ঞতা জন্য দায়ী তার এক ভক্ত।





সম্প্রতি একটি ম্যাগাজিনের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন বলিউডের অন্যতম আকর্ষণীয় এই অভিনেত্রী। অনুষ্ঠানস্থলে উপস্থিত হওয়ার পরপরই সেখানে তার অনেক ভক্ত ভিড় জমায়। এদের মধ্যে একজন ভক্ত ইচ্ছা করে দিপীকার গায়ে হাত দেয়।





অসংখ্য নারী ভক্তের পাশাপাশি দিপীকার যে অনেক পুরুষ ভক্তও আছে এটা কারো অজানা নয়। দিপীকা যেখানেই যান সেখানে তার ভক্তরাও তাকে অনুসরণ করেন। কিন্তু এবার এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে- তা হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি ২৭ বছর বয়সী এই অভিনেত্রী।



খবরে প্রকাশ, হঠাৎ করেই অনুষ্ঠানস্থলে এমন ভিড় হয়- যে তা সামাল দেয়া নিরাপত্তারক্ষীদের জন্য কষ্টকর হয়ে পড়ে। দিপীকা তখন গাড়িতে ওঠার চেষ্টা করছেন। কিন্তু উপস্থিত ভক্তদের কারণে হিমশিম খাচ্ছিলেন তিনি। দিপীকাকে রক্ষা করতে গিয়ে তার দেহরক্ষীরাও নাজেহাল হচ্ছিলেন।



এমন অবস্থায় ওই লোকটি দিপীকার গায়ে হাত দেয়ার চেষ্টা করে। শেষ পর্যন্ত অনেক লোক ভিড় ঠেলে দিপীকার কাঁধ ছুতে সমর্থও হয় লোকটি। সূত্র: ইউনিটেজ।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২২

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হা হা, ভাই এক লোক ভক্ত হয়েছেইতো এদের শরীর দেখে, তো সেই শরীর ছুতে চাইবে না তো কি?? ;) ;) :P :P

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩২

পথহারা নাবিক বলেছেন: হাঁচা কথা!!

২| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩১

বিশ্বাস করি 1971-এ বলেছেন: With respect to all women, ভক্তরা সারা বছর ধরে দিপিকাকে দেখেছে, কল্পনা করেছে, কামনা করেছে। দিপিকার কাজকর্ম তাকে এই কাজে সাহা্য্য করেছে। গতকাল যখন এই ভক্ত তাকে সীমানার মধ্যে পেয়েছে সে চেষ্টা করেছে তার কল্পনাকে বাস্তবায়ন করার জন্য হোক না যত খারাপ। এক্ষেত্রে দিপিকার আরো সর্তক হওয়া উচিত ছিল।

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৩

পথহারা নাবিক বলেছেন: এটাও হাচা কথা!!

৩| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৬

কালীদাস বলেছেন: নেক্কারজনক ঘটনা!
দীপিকার পাসি চাঈ!!

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১৩

পথহারা নাবিক বলেছেন: :|| :|| :||

৪| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২৮

ইন্ড্রাস্ট্রিয়াল জয় বলেছেন: মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হা হা, ভাই এক লোক ভক্ত হয়েছেইতো এদের শরীর দেখে, তো সেই শরীর ছুতে চাইবে না তো কি?? ;) ;) :P :P

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৯

পথহারা নাবিক বলেছেন: হেডাই!!

৫| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৯

এম আর ইকবাল বলেছেন:
কি মানসিকতা সবার ।

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫০

পথহারা নাবিক বলেছেন: :| :|

৬| ০৯ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:৫৩

দরোজা বলেছেন: দিপিকার পাসি ছাই..

০৯ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৪

পথহারা নাবিক বলেছেন: আপনেও!!

৭| ০৯ ই নভেম্বর, ২০১৩ ভোর ৫:০৩

নষ্ট ছেলে বলেছেন: নায়করা এত হাতাহাতি গড়াগড়ি করে আর ভক্তরা একটু ছুইলেই দোষ X(
ভক্ত হিসাবে কি আমাগো কুনু অধিকান নাই ;)

হরতাল... হরতাল...

০৯ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৫

পথহারা নাবিক বলেছেন: আর হরতালের নাম নিয়েন না!! তিতা হইয়া গেছে!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.