![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেয়েছি পথের দেখা !! শেষ জানিনা তার!!
অসাধারণ !! স্যালুট এ জে!!
আজ গিয়েছিলাম অনন্ত জলিলের সাথে দেখা করতে, তার গার্মেন্টস
ফ্যাক্টরিতে। হেমায়েতপুরে AJI ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনে যেতেই একটু ঘাবড়ে গেলাম। কয়েকশো লোক মাথায় হেলমেট পরে দাঁড়িয়ে আছে হাতে লাঠি-সোটা নিয়ে। কিছুক্ষন ইতস্তত করে ভিতরে গেলাম। কিন্তু ভিতরের অবস্থা স্বাভাবিক। আজ সাভার- আশুলিয়া অঞ্চলের সব গার্মেন্টস নিরাপত্তা জনিত কারনে বন্ধ থাকলেও এই ফ্যাক্টরিতে কাজ চলছে পুরোদমে। বাহিরের লোক এসে যাতে কারখানায় ভাংচুর করতে না পারে সেজন্য গেটের বাইরে দাড়িয়ে আছে কিছু শ্রমিক (ভাড়া করা গুন্ডা নয়)। দেখা হলো অনন্ত জলিলের সাথে। তিনি আমাদের সাথে প্রায় দেড়ঘন্টা বিভিন্ন বিষয়ে আলাপ করলেন। আলাপের বিষয়বস্তু রানা প্লাজার
ক্ষতিগ্রস্থ শ্রমিক এবং তাদের পুর্নবাসন। কিছু সহযোগীতার অশ্বাস
পাওয়া গেলো তার কাছ থেকে। জানতে পারলাম অনন্ত জলিলের
গার্মেন্টসে গর্ভবতী মহিলারা কাজ না করেও প্রতিদিন ৩ ঘন্টা ওভার টাইম পান। এছাড়াও মাসে ২ হাজার টাকা বিশেষ ভাতা। ৪ মাসের
মাতৃত্বকালীন ছুটির ২ মাসের বেতন দেয়া হয় অগ্রীম। আর ঢাকায়
থাকলে হাসপাতালের খরচ বহন করে কোম্পানী। আরো জানলাম গত কয়েকদিনে ১৬৮ জন শ্রমিক মাতৃত্বকালীন ছুটিতে গিয়েছে। তার ফ্যাক্টরীতে হেলপারদের প্রতিদিনের নাস্তার জন্য বরাদ্দ ২৫
টাকা। পাশেই ২৯ বিঘা জমিতে তৈরী হচ্ছে বৃদ্ধাশ্রম। অনন্ত জলিল লোকটা সাধা-সিধা মনের ভাব প্রকাশ করেন খুব সহজেই। দীর্ঘ
সময়ে একবারও ইংরেজী বলেন নাই। আলু- পটলের দামও জানেন তিনি।
সিনেমা তিনি যাই বানান না কেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু লোকটারে আমার খুবই পছন্দ হইছে।
ফেবু পেজ থেকে!!
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:০৪
পথহারা নাবিক বলেছেন: হুম!!
২| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:১১
বৈকুন্ঠ বলেছেন: যদি এইসব কথা সত্য হয় তাইলে ইংরাজি সে যেমনি বলুক, এই পোলারে দেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। দুই হারামজাদি আর তাদের ভাড়াটে গুন্ডা বদমাইশের জ্বালায় জান অতিষ্ঠ হয়া গেসে
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:১২
পথহারা নাবিক বলেছেন: ইংরেজি দিয়া মানুষকে মূল্যায়ন করা উচিত না!!
৩| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৩১
রাফা বলেছেন: অনন্ত জলিলের সমালোচনা যারা করেন তারা নিজেরা কতটুকু যোগ্য মানুষ তা ভেবে দেখা উচিৎ প্রথম।
আমরা আর কিছু না পারলেও নিন্দা করতে পারঙ্গম।
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৩৫
পথহারা নাবিক বলেছেন: আগে আমিও করতাম কিন্তু এখন অনুতপ্ত!!
৪| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৪৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনন্তের সাথে আমারও দেখা করতে মন চায়।
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৪৭
পথহারা নাবিক বলেছেন: অটোগ্রাফ নিতে মন চায়!!
৫| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৫৮
গাজী সুবন বলেছেন: ইংরেজি দিয়া মানুষকে মূল্যায়ন করা উচিত না!! একমত
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ২:০০
পথহারা নাবিক বলেছেন: একমত!!
৬| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ২:০০
মাসুম আহমদ ১৪ বলেছেন: মানুষ হিসাবে লোকটা ভালো
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ২:০২
পথহারা নাবিক বলেছেন: এখনতো তাই মনে হচ্ছে!!
৭| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ২:০২
হাতীর ডিম বলেছেন: মানুষটা প্রতি দিন দিন শ্রদ্ধা বাড়তেই আছে। আর আমাদের সংকির্নতার জন্য খারাপ লাগতেছে।
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ২:০৩
পথহারা নাবিক বলেছেন: আসলে ভালো আমরা চিনি একটু দেরিতে!!
৮| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ২:০২
মাহবু১৫৪ বলেছেন:
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ২:০৬
পথহারা নাবিক বলেছেন:
৯| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ২:১৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
আমারও দেখা করতে মন চায়।
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ২:২২
পথহারা নাবিক বলেছেন: চলে যান হেমায়েতপুর!!
১০| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৪৯
খেয়া ঘাট বলেছেন: মানুষ অনন্ত জলিলকে শ্রদ্ধা।
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৫৬
পথহারা নাবিক বলেছেন:
১১| ১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৩০
ভিটামিন সি বলেছেন: তাইলে অসম্ভভকে সম্ভব করাই অনন্তের কাজ!!!! আমার বড় ভাইগ্নার নাম ও অনন্ত। চিন্তা করতাছি নাম বদলাইয়া সাথে জলিল লাগাইয়া দিমু নি।
মজা করলাম। তিনি দেশের উন্নয়নে অবদান রাখছেন, তাই উনাকে শ্রদ্ধা।
১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪০
পথহারা নাবিক বলেছেন: ভালো লাগলো!!
১২| ১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:০২
সেফানুয়েল বলেছেন: সে যে উদ্যোগ গুলো নিয়েছে এক কথায় সেগুলো অসাধারণ। সে উদাহরণ সৃষ্টি করেছে। তার সিনেমা যেমনই হোক কিন্তু সেগুলোর দর্শক আছেও প্রচুর। ধিক তাদের যারা অনন্তর নামে উল্ট-পাল্টা কথা বলে। দোওয়া করি সে যেন আরও সামনে এগিয়ে যায়।
১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪০
পথহারা নাবিক বলেছেন: হুম!!
১৩| ১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:০৪
সেফানুয়েল বলেছেন: আর তার নামের সর্টকাট A JO না লিখে মনে হয় AJ দিলে ভালো হয়। একটা জোশ আছে।
১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪১
পথহারা নাবিক বলেছেন: A J তো!!
১৪| ১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫১
কাফের বলেছেন:
তারে তার সিনেমা আর বিভিন্ন টক শোতে দেইখা গাধা মনে করতাম
আপনার পোষ্ট পইড়া এখন মনে হইতাছে গাধা আসলেই একটা ভালো প্রানি
ব্যাক্তি জলিলরে লাইক
১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৫
পথহারা নাবিক বলেছেন: গাধা আসলে আমরা!! যারা তার নামে কুৎসা রটাই!!
১৫| ১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: আমারো
১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৬
পথহারা নাবিক বলেছেন: হেমায়েতপুর দৌড় দেন!!
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৪
মনে নাই বলেছেন: বাহ দারুনতো।
আমার বিশ্বাস শ্রমিকদেরকে তাদের ন্যায্য পাওনা দিলে তারা আরো ভালো করে কাজে উতসাহী হবে, প্রতিষ্ঠানের উন্নতি হবেই।