![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেয়েছি পথের দেখা !! শেষ জানিনা তার!!
বলিউডি অভিনেত্রী বিপাশা বসুকে আইটেম গার্ল হিসেবে দেখা যেতে পারে অনন্ত জলিলের মোস্ট ওয়েলকাম টু চলচ্চিত্রে। অনন্ত জলিলের ম্যানেজার এস এম আলী যাকের সজীব এ কথা জানান, আইটেম সংটিতে বিপাশার পাশাপাশি অনন্ত জলিল ও বর্ষার পারফর্ম করার সম্ভাবনা রয়েছে। সজীব বলেন, বিপাশা বসুর সঙ্গে কথা হয়েছিল চলতি বছরের শুরুর দিকে। কয়েকদিনের মধ্যে চারটি গান ও মারামারির দুটি দৃশ্যধারণ করতে থাইল্যান্ড যাচ্ছি আমরা। এখন বিপাশার সম্মতি পেলে তাকে নিয়ে আইটেম সংটির দৃশ্যধারণ করতে চাই সেখানেই। তিনি আরও বলেন, তার সম্মতি পাওয়ার ব্যাপারে আশাবাদী আমরা। মোস্ট ওয়েলকাম টু এর আইটেম গানটি তৈরি করেছেন ফুয়াদ আল মোক্তাদির।
নিঃস্বার্থ ভালোবাসার পর এটি এম এ জলিল অনন্ত পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র এটি। এর প্রায় ৬০ শতাংশ দৃশ্যধারণের কাজ শেষ বলে জানিয়েছেন ম্যানেজার সজীব। চলচ্চিত্রটিতে আরও অভিনয় করছেন, সোহেল রানা, চম্পা, দিতি, মিশা সওদাগর, ডন, কাবিলা প্রমুখ। সজীব আরও জানান, চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য আরেক বলিউডি অভিনেতা জ্যাকি স্রফের শিডিউল নেওয়ার চেষ্টা করেছিলেন তারা। কিন্তু বেশ কয়েকবারের চেষ্টায় পরিচালক ও শিল্পী পক্ষ নিজেদের মধ্যে শিডিউল মেলাতে ব্যর্থ হয়েছেন।
সুত্র বালের কণ্ঠ!!
১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২০
পথহারা নাবিক বলেছেন: পাঙ্খা!!
২| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২৪
জনাব মাহাবুব বলেছেন: অনন্ত জলিলের চেষ্টা সফল হোক।
সে বাংলাদেশের চলচ্চিত্রকে নতুন ধারায় নিয়ে যেতে চাচ্ছে। সবার উচিত তাকে সমর্থন এবং উৎসাহ দেওয়া।
তার সমালোচনা করা উচিত নয়, হাজার হোক সে আমাদের দেশের লোক, আমরা সবাই বাংলাদেশী।
১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০১
পথহারা নাবিক বলেছেন: সহমত!!
©somewhere in net ltd.
১|
১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৫
নীল ভোমরা বলেছেন: পুরাই ঝাকাসসস!.....লে পাবলিক..মজা ল!