![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেয়েছি পথের দেখা !! শেষ জানিনা তার!!
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে...
১.বাংলা মিডিয়াম:
এরা মনে করে যাবতীয় পড়াশুনা এরাই করে।ইংলিশ মিডিয়ামে পড়ে ধনীর দুলাল দুলালীরা ।এরা পড়াশুনার নামে স্কুল,কলেজে নাচ,গান,পার্টি,বেল্লাপনা করে কাটায় ।আর মাদ্রাসা হলো জঙ্গিদের আড্ডাখানা।
2.ইংলিশ মিডিয়াম :
এরা মনে করে দেশের সবচেয়ে আধুনিক,মডার্ন পড়াশুনা এবং জীবন যাপন এরাই করে ।বাংলা মিডিয়ামে যারা পড়ে এরা আসলে ক্ষ্যাত ।বেসিক ছাড়া মুখস্ত করা মফিজ ।আর মাদ্রাসায় যারা পড়ে এরা তো এতিম সন্তান ।রাস্তায় মাইকিং করে ওয়াজ মাহফিলের জন্য চান্দা তোলাই এদের কাজ।
৩.মাদ্রাসা:
এদের মতে বাংলা ও ইংলিশ মিডিয়ামে পড়ে যত সব নালায়েক,ইসলাম-শরিয়া বিরুদ্ধ মা বাপের সন্তানেরা ।এদের ঠিকানা সরাসরি জাহান্নাম ।এদের জন্যই ইসলাম আজ ভুলন্ঠিত এবং কিয়ামত অতি সন্নিকটে ।
বাংলা মিডিয়ামের শিক্ষার্থীদেরকে উচ্চ পর্যায়ে আবার দুই ভাগে ভাগ ভাগ করা হয়েছে:
১.সরকারী বিশ্ববিদ্যালয় :
এদের মতে এরাই দেশের সম্পদ ।দেশের মেধা ।ভবিষতের কর্ণধার ।বেসরকারী বিশ্ববিদ্যালয়ে পড়া পোলাপানের মাথায় কিছু আছে নাকি? ওদের কাজই তো ইয়াবা আর গাঞ্জা সেবন ।
২.বেসরকারী বিশ্ববিদ্যালয়:
এদের মতে পড়াশুনা এখন বেসরকারী বিশ্ববিদ্যালয়েই হচ্ছে ।সরকারীতে তো শুধু মারামারি,গোলাগুলি,রাজনীতি করেই দিন যায়।সেশনজটে পড়ে একেকটা আধ বুড়ো হয়ে ভার্সিটি শেষ করে ।আর স্মার্টনেস বলে যদি কিছু থাকে তা কেবল বেসরকারী বিশ্ববিদ্যালয়ের পোলাপানেরই আছে ।
ইংলিশ মিডিয়ামকে ও দুই ভাগে ভাগ করা হয়েছে:
১.ইন্ডিয়ান বই পড়া:
এদের বাংলাদেশে বসে পড়ানো হয় ইন্ডিয়ান বই ।এদের যদি জিজ্ঞেস করা হয়,তোমার দেশের একটি বিখ্যাত স্থাপত্যকর্মের নাম বল তো, এরা বলে,তাজমহল ।যদি জিজ্ঞেস করা হয়,তোমার দেশে জাতির পিতা কে ?এরা বলে মহাত্তা গান্ধী ।
২.ব্রিটিশ/আমেরিকান বই পড়া:
এদের পড়ানো হয় ব্রিটিশ /মার্কিন বই ।এদের যদি জিজ্ঞেস করা হয় তোমার দেশের একটি বিখ্যাত স্থাপত্য কর্মের নাম বল তো।এরা বলে,স্ট্যাচু অব লিবার্টি ।যদি জিজ্ঞেস করা হয় তোমার দেশের জাতীয় সঙ্গীত কি ?এরা গাওয়া শুরু করে,"গড সেভ দ্যা কুইন "।
মাদ্রাসা শিক্ষারও দুই ভাগ :
১.আলিয়া মাদ্রাসা :
এদের মতে আসল দ্বীনের শিক্ষা এরাই নেয় ।কওমী মাদ্রাসা হলো উগ্রবাদীদের স্থান ।এরা ইসলামের ভুল ব্যাক্ষা করে।
২.কওমী মাদ্রাসা:
এদের মতে জিহাদ বিকল্প কিছু নাই ।জিহাদী সব। আলিয়া মাদ্রাসা হলো সরকারের পোষা হুজুর ।এরা বিশ্বাঘাতক ।ইসলামের অগ্রগতির পক্ষে বাধা ।ঘরের শত্রু বিভীষণ ।
তো দেখা যাচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ভাগ উপভাগের শেষ নাই ।একটি দেশের সামগ্রিক উন্নতি,প্রগতি,অগ্রগতি নির্ভর করে তার শিক্ষা ব্যবস্থার ওপর । যে দেশের শিক্ষা ব্যবস্থার এত ভাগ এবং সবাই একজন আরেকজনের প্রতি তীব্র বিদ্বেষ ও ঘৃনা নিয়ে বড় হয়ে উঠে সেদেশের উন্নতি,অগ্রগতি,জাতীয় ঐক্যর ভবিষ্যত কি?
প্রশ্ন গুলো সহজ আর উত্তরও তো জানা ......
কার্টেসি
২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৫
পথহারা নাবিক বলেছেন:
২| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:১৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
++++++++++++++++++++++++++
২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৬
পথহারা নাবিক বলেছেন: ধন্যবাদ!!
৩| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৫
এম এস জুলহাস বলেছেন: .
জ্বি।
এরকম প্রধানতম ভাগগুলার মধ্যেও আরোও কিছু ভয়ঙ্কর ভাগ আছে, যা দেখে চক্ষু প্রতিনিয়তই চড়কগাছ !!!
সাইন্স-আর্টস-কমার্স !!!
২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৬
পথহারা নাবিক বলেছেন: হুম!!
৪| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩১
মশিকুর বলেছেন:
সার্কাস!!!
২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৬
পথহারা নাবিক বলেছেন: অনেকটা!!
৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৮
অপ্রচলিত বলেছেন: পোস্টটি কি কৌতুক হিসেবে দিয়েছেন নাকি এটি আসলেই আপনার ব্যক্তিগত মতামত, তা অনুধাবন করিতে আমি ব্যর্থ।
১৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
পথহারা নাবিক বলেছেন: আপনি আপনার মতামত দেন!!
৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
জনাব মাহাবুব বলেছেন: অসাধারণ একটি লেখা লিখেছেন।
আমি পড়ে মুগ্ধ। কত সুন্দরভাবে অল্প কথায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন আমাদের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা।
এই পোষ্টে প্লাস তো দিতেই হবে +++++++++++++++++++++++++
১৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
পথহারা নাবিক বলেছেন: ধন্যবাদ!!
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:১২
সুস্মিতা শ্যামা বলেছেন: Bhalo bisleshon