নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুশীলের নাম শুনলে ঘেন্যা হয়!!

যখন পেয়েছি পথের দেখা তখন আবার দিকভ্রান্ত হয়ে হারিয়েছি পথ.........

পথহারা নাবিক

পেয়েছি পথের দেখা !! শেষ জানিনা তার!!

পথহারা নাবিক › বিস্তারিত পোস্টঃ

বিকৃত মানসিকতার আ.লীগ নেতার কাণ্ড ! হাত কেটে ভালোবাসার প্রমাণ !

২২ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:১৪







বিকৃত মানসিকতার আওয়ামীলীগের এক মনোনয়ন প্রত্যাশী নিজের হাত কেটে রক্তপাত ঘটিয়ে তার নির্বাচনী এলাকার মানুষের প্রতি ভালবাসা প্রকাশের প্রমান দেখাতে চেয়েছেন।



আওয়ামীলীগের এ নেতার নাম মেজর (অব:) আ ন ম মোস্তফা বনি । অভিনব এ ঘটনাটি ঘটান বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে যশোর বিমান বন্দর এলাকায় ।





এর আগে ওই এলাকায় আয়োজিত পথসভায় সমর্থকদের উদ্দেশে মোস্তফা বনি বলেন, ‘মণিরামপুরবাসীর জন্য আমি সব কিছু করতে পারি, প্রয়োজনে রক্ত দিতেও প্রস্তুত।’ এ কথা বলতেই তিনি উপস্হিত সবার সামনে নতুন ব্লেড দিয়ে নিজের বাম হাতে পোচ দেন।



এসময় রক্তপাত হলে তাকে নিয়ে নেতাকর্মীদের মধ্যে টানাটানি শুরু হয়। পরে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। হাতের কাটা স্থানে ৮/৯টি সেলাই দেয়া হয়েছে।



তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ এবং যশোর-৫ আসনে আওয়ামী লীগের সমর্থন পেতে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন।



মোস্তফা বনির সমর্থক খন্দকার বিপ্লব হাসান জানান, বৃহস্পতিবার দুপুরে তিনি বিমানযোগে যশোরে আসেন। এর আগে তার কর্মীসমর্থকরা সেখানে জড়ো হয়।



মোটরসাইকেল বহরে আসা সমর্থক খোরদেশ আলম জানান, ‘উনি (মেজর অব. বনি) নিজেই হাত কেটে রক্ত দেখাতে গিয়ে বেশি কেটে ফেলেছেন।’



তবে এ ব্যাপারে মোস্তফা বনির সঙ্গে যোগাযোগ করা হলে তার ভাই বিষয়টি অস্বীকার করে উল্টো বলেন, পথসভায় বক্তব্য দেয়ার সময় বনি হাত নাড়ছিলেন। এ সময় দুইটি মোটরসাইকেলে চারজন অজ্ঞাত দুর্বৃত্ত ছুরি বা ধারালো কিছু দিয়ে পোচ দিয়ে চলে গেছে।’



তবে নাম প্রকাশ অনিচ্ছুক তার এক সমর্থক বলেন, এলাকায় আলোচনায় আসার জন্যই হয়তোবা তিনি এমনটি করেছিলেন, তবে অতিরিক্ত কেটে যাবার ফলে এখন তিনি নিজেই বোকা বনে গিয়ে বিষয়টি অস্বীকার করছেন।



সুত্র

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:১৬

রানার ব্লগ বলেছেন: উন্মাদ এবং ফটকাবাজ

২২ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৭

পথহারা নাবিক বলেছেন: একটু বেশী করে ফেলেছে!!

২| ২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৩৭

অবুঝ পাঠক বলেছেন: sob hamba jodi emon kore nijerai pongu hoito desh ta pongutter hat theke beche jeto

২২ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৮

পথহারা নাবিক বলেছেন: হুম

৩| ২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:২৭

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
আওয়ামী নৃশংসতার আরেক চিত্রঃ




সোনার ছেলেরা এখন বুঝে উঠতে পারছে না যে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে।



কিন্তু নিচের চিত্রে কী বোঝা যায়? গতকালের সশস্ত্র বাহিনী দিবসের একটি সর্ট। নেতার বুঝে গেছে তাদের দিন শেষ হয়ে এসেছে। তাই তাদের এমন কাঁচুমাচুঁ ভঙ্গি। মির্জা ফখরুলকে কীভাবে ঘিরে ধরেছে!




আর চরম আঘাতঃ যখন ড্যান মজিনা বলে।

নিচের চিত্রঃ




সর্বশেষ কথা - আওয়ামী লীগের দিন আর বেশী দিন নেই। শেষ হয়ে এলো বলে ।

B-)

২২ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪০

পথহারা নাবিক বলেছেন: ১। নং ছবিটার সম্পর্কে আমি খুব ভালো করে জানি!! ওটা সম্পর্কে আপনি ভুল তথ্য দিয়েছেন!!

বালের দিন শেষ তাহোলে কার দিন শুরু!!

৪| ২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৫

প্যারিস বলেছেন: হেতের রক্তের গ্রুপ টা জানা দরকার :( :( :( :(

২২ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪১

পথহারা নাবিক বলেছেন: বাল করে যেহেতু তাহলে ব্লু ব্লাড!!

৫| ২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৩

টয়ম্যান বলেছেন: হেতের রক্তের গ্রুপ টা জানা দরকার
=p~ =p~

২২ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪১

পথহারা নাবিক বলেছেন: বাল করে যেহেতু তাহলে ব্লু ব্লাড!!

৬| ২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৭

পথহারা সৈকত বলেছেন: প্যারিস বলেছেন: হেতের রক্তের গ্রুপ টা জানা দরকার :( :( :( :(

২২ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪১

পথহারা নাবিক বলেছেন: বাল করে যেহেতু তাহলে ব্লু ব্লাড!!

৭| ২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩২

এম আর ইকবাল বলেছেন:
রাজনীতিবীদদের মধ্যে সৌজ্যনতা বোধ থাকলেও সমর্থক ও কর্মীদের নেই ।

২২ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪২

পথহারা নাবিক বলেছেন: উনি কিন্তু সমর্থক নয় বা কর্মী না!!


৮| ২২ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৭

আদম_ বলেছেন: প্যারিস বলেছেন: হেতের রক্তের গ্রুপ টা জানা দরকার :( :( :(

২২ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪২

পথহারা নাবিক বলেছেন: বাল করে যেহেতু তাহলে ব্লু ব্লাড!!

৯| ২২ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
আমার কাছে প্রশ্ন ছিলোঃ



বালের দিন শেষ তাহলে কার দিন শুরু!!


================================


জবাবঃ

ছোট শয়তানের (ভারত) আশীর্বাদপুষ্ট শেখ হাসিনার সরকার এর কাছ থেকে বড় শয়তান (ইঙ্গ-মার্কিন-ইসরেল) এর আশীর্বাদপুষ্ট বি.এন.পি-জামাত দিন শুরু হবে।

ছোট শয়তান যেমন বাল সরকারের কাছ থেকে মুফতে অনেক একতরফা সুবিধে আদায় করে ছেড়েছে, বড় শয়তান বি.এন.পি -জামাত থেকে কলিজা সহ কেড়ে নেবে।

নতুন বিশ্ব ব্যবস্থার জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও উপরিকাঠামো সেট আপ করিয়ে নেবে। এ জন্য ইউ.এন এজেন্ড ২১ দেখুন। (বিভিন্ন পোষ্টে আমার করা আগের মন্তব্যগুলো দেখুন)

তাহলে আমরা কেন বি.এন.পি-কে সমর্থন করবো?

মিলিয়ন ডলার কোয়েশ্চন!

বি.এন.পি-কে সমর্থন করবো এজন্য যে রাজনীতিতে একটি শক্তিশালী বিরোধী দলের অস্তিত্ব থাকা প্রয়োজন। পালা করে ক্ষমতায় আসলে শক্তিশালী বিরোধীদলের অস্তিত্ব থাকে। কিন্তু পরপর ২ বার আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিরোধী দল নিশ্চিহ্ন হয়ে যাবে। এটি আওয়ামী লীগের জন্মগত স্বভাব।
আর বিভিন্ন রাষ্ট্রিয় প্রতিষ্ঠান ও অন্যান্য গুরুত্বপুর্ণ উপাদান ধ্বংস করে দেবে। যেমনঃ বিচার বিভাগ, প্রশাসন, সংবিধান, মিডিয়া, সাংবিধানিক প্রতিষ্ঠান, এবং অর্থনীতি। ইতিমধ্যে রাষ্ট্রিয় ব্যাংকগুলো সব খালি করে দিয়েছে। ওগুলো ঠিক হতে কয়েকশ' বছর লেগে যাবে। ইদানিং শোন যাচ্ছে শেখ হাসিনার পুত্র জয়ের ৮৬২ মিলিয়ন ডলারের সম্পদের খোঁজ পেয়েছে এফ.বি.আই। থলে থেকে কালো বিড়ালের পর কালো বাঘ বেরুবে মনে হচ্ছে যদি আওয়ামী সরকার আমেরিকার কথা না-শুনে ভারতের কথা শুনে।

তাই বাংলাদেশের জন্য শক্তিশালী বিরোধী দলের অস্তিত্বের জন্য একবার আওয়ামী লীগ ও একবার বি.এন.পি আসাই নিরাপদ।

ইসলামকে ক্ষমতায় আসতে দেয়া হবে না। কোন জায়গায় যদি কোনভাবে রাষ্ট্রিয়ভাবে ইসলাম ক্ষমতায় আসেও ধরে নিতে হবে তা' ইঞ্জিনিয়ারিং করা। ন্যাচারাল নয়।

ইমাম মাহদী আ. এর আবির্ভাবের আগে ইসলাম বিশ্ব ক্ষমতায় আসতে পারবে না/ দেয়া হবে না। ইট ইজ এ্যা লং ষ্টোরি।

আগামী দিনের ভবিষ্যত হচ্ছে নতুন বিশ্ব ব্যবস্থা (New World Order)। তবে তার আগে ৩য় বিশ্ব যুদ্ধ। যেটি শুরু হয়ে গেছে। এবং তা' বিশ্ব কারেন্সি নিয়ে। অনেকেই জানে না। যেকোন মূহুর্তে শুরু হবে ব্যাপক ধ্বংসাত্মক মহাযুদ্ধ। এর ধ্বংসস্তুপ থেকেই নতুন বিশ্ব ব্যবস্থা হবে। এটা নিশ্চিত। হাদীছ দ্বারা সমর্থিত। ডু ইওর ঔন রিসার্স।

ধন্যবাদ।

২২ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:১২

পথহারা নাবিক বলেছেন: হুম বুঝলাম!!

১০| ২২ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

বিশ্বাস করি 1971-এ বলেছেন: Oni to bhul korsen onar to nicher angul katar kotha dhilo... Bal er proti bhalo basha shorup

২২ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:১৬

পথহারা নাবিক বলেছেন: B-) B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.