নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুশীলের নাম শুনলে ঘেন্যা হয়!!

যখন পেয়েছি পথের দেখা তখন আবার দিকভ্রান্ত হয়ে হারিয়েছি পথ.........

পথহারা নাবিক

পেয়েছি পথের দেখা !! শেষ জানিনা তার!!

পথহারা নাবিক › বিস্তারিত পোস্টঃ

ফেনসিডিলের কাচাঁমাল প্রসাব !!

২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:২৬







ঈশ্বরদীতে বিদেশী ব্যান্ডের মদ তৈরির পর এবার তৈরি হচ্ছে নকল ফেন্সিডিল। সূত্রে জানা যায়, স্থানীয় মাদক ব্যবসায়ীরা ভারত থেকে কেমিক্যাল আমদানী করে তৈরি করছে হাজার হাজার বোতল ফেন্সিডিল।



নকল ফেন্সিডিল তৈরির ক্যামিকালের সাথে মানুষের প্রস্রাব ব্যবহার করছে। প্রস্রাবে তৈরীকৃত ফেন্সিডিল আসল ফেন্সিডিলের চেয়ে নেশা দীর্ঘস্থায়ী হয়। দামের দিক দিয়েও এই ফেনসিডিলের দাম প্রায় একশ টাকা কম।



সংশ্লীষ্টদের সাথে কথা বের জানা গেছে, প্রস্রাব দিয়ে তৈরীকৃত এই ফেন্সিডিল ঢাকাসহ উত্তরাঞ্চলের বিভিন্ন মাদক স্পটে অভিনব কৌশলে পৌঁছে যাচ্ছে।



সূত্রটি আরও জানায়, ঢাকাসহ উত্তরাঞ্চলে এই ফেন্সিডিলের চাহিদাও বেশী। গত শুক্রবার সন্ধ্যা ৬টায় ঈশ্বরদী ভাদুর বটতলা এলাকায় ভেজাল ফেন্সিডিল বেঁচাকেনা নিয়ে মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘাতের ঘটনা ঘটে।

সুত্র

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:৫১

বেঈমান আমি. বলেছেন: ফেন্সিডিলে নেশা হয় তোরে কে কইছে?থাপড়া দিয়া গালের দাত ফেলো দেবো আবুল কোথাকার।না জাইনা পোস্ট দিলে।

২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৩

পথহারা নাবিক বলেছেন: তোর মনে হয় বিচি নাই!! যাদের বিচি নাই মানে খোঁজা করা তাদের ফেন্সিডিলের নেশায় ধরে না!!

২| ২৪ শে নভেম্বর, ২০১৩ ভোর ৪:২৩

নতুন বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

পোস্ট + কমেন্ট দুটাই চরম হইছে..

২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৪

পথহারা নাবিক বলেছেন: গাধা না বুইঝা হাসে!!

৩| ২৪ শে নভেম্বর, ২০১৩ ভোর ৪:৫৬

নানাভাই বলেছেন: বেঈমান আমি@ ঠিকই কইছো।ফেন্সিডিলে যদি নেশাই হইতো, তাইলেতো ফেন্সিডিল নিজেই ফেন্সিডিলে নেশা করতো!

২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৪

পথহারা নাবিক বলেছেন: তুই একটা ভালো মানের চামচ!!

৪| ২৪ শে নভেম্বর, ২০১৩ ভোর ৫:০৪

বেঈমান আমি. বলেছেন: নানাভাই @আবাল আমি নতুন ব্লগার আমারে কেন তোর পোস্টে ব্লক দিলি?আবার এই খানে এসে আমারে ইন্ডিকেট করে কমেন্ট করিস।তোরা বলদ গুলা ভালো হইলি না। X(

৫| ২৪ শে নভেম্বর, ২০১৩ ভোর ৫:১৫

নানাভাই বলেছেন: বেঈমান আমি. @ তোর মতো বলদরে ব্লক না দিয়া উপায় আছে???

৬| ২৪ শে নভেম্বর, ২০১৩ ভোর ৫:৩১

জহুরুল০০৭ বলেছেন: ভাই, ফেন্সিডিল বানাতে এত মুত্র পাচ্ছে কোথায়? মুত্র সাপ্লাইয়ের জন্য এজেন্ট দালাল বা পাইকার রেখেছে নাকি? মনে করুন দেশের প্রতিটি পাবলিক টয়লেটে মুত্রের যে ড্রেন পাইপ আছে সেখানে কলসী ফিট করে দেওয়া যেতে পারে মুত্র সংগ্রহ করার জন্য। তারপর সেখান থেকে মুত্র আড়তে নিয়ে পাইকারী দরে ক্রয় করে ট্যাঙ্ক লরী যোগে ফেন্সিডিলের কারখানায় সরবরাহ করা যেতে পারে। মুত্র সংরক্ষণের জন্য সামান্য ফরমালিন মেশানো যেতে পারে। আবার ফরমালিন মেশানোর দায়ে সরকার তাদেরকে জরিমানা করবে যাতে সরকারের কিছু রাজস্ব আয় হবে। দেশের বেকার তরুণ তরুণীদের জন্য এটি হতে পারে বৈধ রোজগারেইধএক নতুন দিগন্ত। তবে ভেজাল মুত্র বেচাকেনা প্রতিরোধ করার জন্য একটি ভেজাল প্রতিরোধ কমিটি গঠন করতে হবে দেশ ও জাতির স্বার্থে।

২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৬

পথহারা নাবিক বলেছেন: ভালা বুধি!! পছন্দ হইছে!!

৭| ২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৭

সেমিবস বলেছেন: খাইচেরে মমিন,

বোতলে প্রস্রাব ধরা শুরু কইরা দিমু নাকি !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৭

পথহারা নাবিক বলেছেন: স্টক করা শুরু করেন কওয়া তো যায় না!!

৮| ২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৪

এম আর ইকবাল বলেছেন:
যখন পেয়েছি পথের দেখা তখন আবার দিকভ্রান্ত হয়ে হারিয়েছি পথ.........

জীবন থেকে নেওয়া বাস্তব উদাহরণ ।

২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৮

পথহারা নাবিক বলেছেন: আমার জীবনের বাস্তবতা এটাই। ধন্যবাদ!!

৯| ২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৭

আদরসারািদন বলেছেন: খাইছেরে! মুত্র বিসর্জন কোথায় দিমু....? বোতলে, না টয়লেটে। =p~

২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৮

পথহারা নাবিক বলেছেন: বাসায় বড় ড্রাম নাই??

১০| ২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৩

ভুল্কিস বলেছেন: আমিও দিবার চাই, লিটার কত কন- ঘন্টায় ২০/২৫ লি. কুনো ব্যাপার্স না B-)

২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪০

পথহারা নাবিক বলেছেন: ঈশ্বরদীতে যোগাযোগ করেন!!

১১| ২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৬

শাহরিয়ার খান রোজেন বলেছেন: বেইমান আমি ঠিকই বলেছেন। ফেনসিডিলে নেশা হয় না, এ্যালকোহল দেয়ার পরই ফেনসিডিলে নেশা হয়।

২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪১

পথহারা নাবিক বলেছেন: আসলে এটা অদের ধারণা, এই থেকেই মনে হয় মিশায়!!

১২| ২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৯

বেকার সব ০০৭ বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪১

পথহারা নাবিক বলেছেন: :P :P :P :P

১৩| ২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৫

সবখানে সবাই আছে বলেছেন: চরম পোস্ট। যারা ফেন্সি খায় তারা ফেন্সি না কিনে নিজের ওইটার সাথে পাইপ লাগায় মুখে বসে টানলেই তো পারে।

২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪২

পথহারা নাবিক বলেছেন: হুম ভালা বুদ্ধি!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.