![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেয়েছি পথের দেখা !! শেষ জানিনা তার!!
কিছু দিন আগে গাজীপুরে একটা কাজে গিয়েছিলাম। ২/৩ দিন থাকার প্রয়োজন ছিলো। আমি যেই বাসার সামনে ছিলাম তার সামনে একটা দোকানের নাম দেখলাম 1 to 999+. এর মানে এখানে ১ টাকা থেকে শুরু করে ৯৯৯ টাকার বেশী দামের জিনিস পত্র পাওয়া যায়।
অনেক পুরনো একটা সৃতি মনে পড়ে গেলো। তখন স্কুলে পড়ি। আমাদের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারকে জয়াসুরিয়া বলে ডাকতাম কারণ তার চেহারাটা অনেকটা ওই রকম ছিলো। অতিরিক্ত দুস্টমির কারনে তিনি আমাকে মোটেই দেখতে পারতেন না। টেস্ট পরীক্ষার আগে আগে তার বাসায় আমরা কয়জন গেলাম অংক সাজেশন আনতে। তো স্যার আমাদের সাজেশন দিতেছে এইভাবে। একটা অধ্যায় খুলে বলছেন ১ থেকে ৩ করবি আর ৪,৫,৬ আর ৭ থেকে সব করবি দেখবি সব কমন পড়ে গেছে। আমি বললাম স্যার ধন্যবাদ আর দেওয়া লাগবে না স্যার এবং সাথে সাথে ঘর থেকে বের হয়ে গেলাম এবং বন্ধুদের উদ্দেশে বললাম " শালা জয়াসুরিয়া বাদটা দিলি কি"।
১১ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫০
পথহারা নাবিক বলেছেন: হাহাহাহা!! স্যার কিন্তু মিথ্যা বলে নাই!!
২| ১১ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৩
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: বইয়ের কালো কালিতে লেখা সব কিছু পড়বা! ইনশাল্লাহ কমন পড়বই।
১১ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৬
পথহারা নাবিক বলেছেন: আপনিও তো মিছা কথা বলেন নাই!!
৩| ১১ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৬
এন ইউ এমিল বলেছেন: বাহ ইরফান আহমেদ বর্ষণ ভাইরে টা একদম পারফেক্ট সাজেসন
১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০২
পথহারা নাবিক বলেছেন: কনেস্টেবলের গুলি মিস কিন্তু উনার সাজেশন মিস নাই!!
৪| ১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৭
এন ইউ এমিল বলেছেন: আরেকটা কথা না বলেই পারছিনা,
গত মাসে আমার বৌ আমারে গলায় দড়ি দিয়া মিরপুর-১ এ ১ টু ৯৯+ এ লাইয়া গেল
২৮ টা আইটেম গুছাইয়া আমারে কয় এইবার টাকা দিয়া হাশি হাশি মুখ কাইরা চলো বাসায় যাই
১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৬
পথহারা নাবিক বলেছেন: এইসব যায়গায় দাম অনেক!! আমি পারতো পক্ষে এই সব যায়গায় যাই না!!
©somewhere in net ltd.
১|
১১ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৬
এন ইউ এমিল বলেছেন: আমার এক স্যার বলতেন "৪ নং টা ভেরি ভেরি ইমপরটেন আসতেও পারে নাও আসতে পারে"