![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেয়েছি পথের দেখা !! শেষ জানিনা তার!!
বাংলাদেশ থেকে সিঙ্গাপুরের একটি কলেজে বৈধ উপায়ে টাকা পাঠাতে চাই। বাংলাদেশ ব্যাংকে ঝামেলা করতেছে কেউ সহজ কোনো বৈধ উপায় জানলে আমাকে দয়া করে বিস্তারিত বলবেন!!
১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৬
পথহারা নাবিক বলেছেন: আমাকে ব্যাংক ড্রাফ্ট করতে হবে সমস্যাটা ওখানেই!!
২| ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৯
ভোরের সূর্য বলেছেন: ১)স্টুডেন্ট ফাইল খুলে ব্যাংকের মাধ্যমে ডলার পাঠাতে পারেন।
২)আপনার পরিচিত কারো ইন্টারন্যাশনাল ক্রেডিটকার্ড(ডুয়াল কারেন্সি নয়) থাকলে তার মাধ্যমেও ডলার পাঠাতে পারেন।সাধারনত যারা এক্সপোর্ট ইমপোর্ট এর ব্যবসা করে বা গার্মেন্টস এর ব্যবসা করে তাদের ফরেন কারেন্সি একাউন্ট এবং ইন্টারন্যাশনাল ক্রেডিটকার্ড থাকে।
৩)বিদেশে মানে ইউরোপ বা আমেরিকায় আপনার কোন আত্মীয় থাকলে সে তার কার্ড দিয়ে পেমেন্ট করে দিল।আপনি তাকে বাংলাদেশে বাংলা টাকা দিলেন।
৪)অথবা আপনার পরিচিত কোন ট্রাভেল এজেন্সি যারা টিকিট বিক্রি করে তাদের পরিচিত কেউ না কেউ মাঝে মধ্যেই সিঙ্গাপুরে যায় তার কাছে ডলার কিনে দিয়ে দিন সে সিঙ্গাপুরে আপনার যিনি পড়াশুনে করছেন তার হাতে দিয়ে দিবে।
অথবা
বিভিন্ন এয়ারলাইন্সের যেসব ফ্লাইট সিঙ্গাপুরে যায় তাদের যে কোন একটির ডিপারচার টাইমে উপস্থিত থাকুন।অনেক যাত্রী যায়।কোন ভদ্রগোছের ফ্যামিলি যাচ্ছে এরকম কাউকে অনুরোধ করুন আপনার ডলার সিঙ্গাপুরে আপনার সেই কলেজে/লোকের হাতে পৌছায় দিতে।
১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৪
পথহারা নাবিক বলেছেন: আমার দরকার ব্যাংক ড্রাফ্ট!! সমস্যাটা অই খানে!!
৩| ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৪
ভোরের সূর্য বলেছেন: সমাধানতো দিলাম ভাই আপনাকে।
১নং না হলে ৪নং এর শেষের সলিউশন আপনার জন্য।
বিভিন্ন এয়ারলাইন্সের যেসব ফ্লাইট সিঙ্গাপুরে যায় তাদের যে কোন একটির ডিপারচার টাইমে উপস্থিত থাকুন।অনেক যাত্রী যায়। কোন ভদ্রগোছের ফ্যামিলি যাচ্ছে এরকম কাউকে অনুরোধ করুন।তাকে আপনার সমস্যা বুঝিয়ে বলুন।রাজি হলে তাকে সমপরিমাণ ডলার দিন।উনি ওখানে যেয়ে ব্যাংকড্রাফট করে জমা দিয়ে দিবেন।
আর যাদের ফরেন কারেন্সি একাউন্ট আছে তাদের একাউন্ট ডলার একাউন্ট।এরকম কেউ ড্রাফট করে দিতে পারবে কিনা।ব্যাংকের সাথে যোগাযোগ করুন।তারাই আপনাকে উপায় বলে দিবে।
১৩ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৫
পথহারা নাবিক বলেছেন: ধন্যবাদ!!
৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩১
নাহিদ তামিম বলেছেন: যেকোন ব্যাংকে গেলে স্টুডেন্ট ফাইল ওপেন করে ব্যাংক ড্রাফট করেন। এটাই সবাই করে।
১৩ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৫
পথহারা নাবিক বলেছেন: ভাই এতো সহজ না!!
৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৩
নিয়ানডার্থাল বলেছেন: তারেক জিয়াকে খবর দেন ।
চোখের পলকে ব্যবস্থা করবো।
১৩ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৬
পথহারা নাবিক বলেছেন: আমিতো বলছি বৈধ উপায়ের কথা!!
৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৪
নিয়ানডার্থাল বলেছেন: তাইলে নেভার মাইন্ড , মজা করলাম।
এখন আমি হলে ক্রেডিট কার্ড দিয়া করতাম।
যাই হোক, আজ থেকে নয় বছর আগে সুইডেন যাওয়ার জন্য আমি সোনালী ব্যাংক ফরেন এক্স্চেঞ্জ দিলকুশা শাখায় স্টুডেন্ট ফাইল খুলেছিলাম।
আর এখনতো আরো ইজি,
এইচএসবিসি, ষ্ট্যানচার্ড, অনেক ব্যাংকই করে।
খোঁজ নেন।
তবে আরেকটা কথা, সব্গুলো ব্যাংকে সিংগাপুরের ব্যপারে সতর্কতা জারী করা আছে।
১৩ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৬
পথহারা নাবিক বলেছেন: ঝামেলা করতেছে!!
©somewhere in net ltd.
১|
১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২১
রাজীব বলেছেন: ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারেন