নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুশীলের নাম শুনলে ঘেন্যা হয়!!

যখন পেয়েছি পথের দেখা তখন আবার দিকভ্রান্ত হয়ে হারিয়েছি পথ.........

পথহারা নাবিক

পেয়েছি পথের দেখা !! শেষ জানিনা তার!!

পথহারা নাবিক › বিস্তারিত পোস্টঃ

গণজাগরণ মঞ্চ এখন যদি খেলা না হয় তাইলে আমাদের মতো সাধারন পারলিকের মাইর থেকে তোরা বাচতে পারবি না!!

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৬

বিশ্বকাপটা সম্ভবত বাংলাদেশে আর হচ্ছে না !!!



পাকিস্তানের দূতাবাসে হামলার উপক্রম করায় নিরাপত্তার অজুহাতে তারা বাংলাদেশে খেলতে আসবে না বলে সাফ জানিয়ে দিয়েছে|



জাতি হিসেবে পাকিরা যে আসলেই আমাদের ক্ষতি করার কোন চেষ্টা বাকী রাখবে না, এটা সবাই জানে| কিন্তু এতে লাভ হবে কার? লাভ হবে ভারতের| বিশ্বকাপ এখন তাদের দেশেই হবে| ভারতীরা এটা সাজানো প্লান করে রেখেছিল কি না সেটাই চিন্তার| বুদ্ধিশুদ্ধি থাকলে এমন নামীদামী একটা টুর্নামেন্টের আগে আমরা এরকম অবিবেচকের কাজ করতাম না| ভবিষ্যতে আর কোন আন্তর্জাতিক টুর্নামেন্ট বা লীগ হয়তো এখানে আদৌ হবে কি না সন্দেহ| পাকি যাযাবরদের মতই হয়ে গেল ক্রিকেটাঙ্গন|



সুত্র ফেবু!!

মন্তব্য ৭৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৩

দূষ্ট বালক বলেছেন: কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি, মহান মুক্তিযুদ্ধের কথিত এই চেতনা ব্যবসায়ীরা শেষ মেষ আমাদের তাহলে কি উপহার দিল? দেশে এক স্পষ্ট বিভক্তি, কিছু লাশ আর ক্রিক্রেটাঙ্গনকে আরো ২০ বৎসর পিছিয়ে দিল। দেশের সকল ক্রিকেট প্রেমিকে এখনই এ সকল চেতনা ব্যবসায়ীদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৮

পথহারা নাবিক বলেছেন: আমরা ভারত-পাকিস্তান , লীগ দল বুঝি না বুঝি শুধু দেশের উন্নতি। জনগণ খেপলে কারো মাপ নাই!

২| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৪

শাহ আজিজ বলেছেন: এইবার আমরা কাকে দোষ দেবো ?

মাইরা পিঠের ছাল তুলতে হবে এই কম্যুনিস্ট ব্যাকড ক্রিমিনাল গুলোর।

এদের সাথে জামাতিদের কোন পার্থক্য নেই ।

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১২

পথহারা নাবিক বলেছেন: জনগণ সকল শক্তির উৎস!!

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৫

খেয়া ঘাট বলেছেন: বুদ্ধিশুদ্ধি থাকলে এমন নামীদামী একটা টুর্নামেন্টের আগে আমরা এরকম অবিবেচকের কাজ করতাম না|
+++++++++++++++

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৩

পথহারা নাবিক বলেছেন: আমার কষ্টে বুকটা ফাইটা যাইতেছে!!

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০০

খান মোহাম্মদ বলেছেন: কি ধরনের কথা বললেন এটা? হাসি পাচ্ছে, সত্যিই চমৎকার জোকস পারেন আপনি!!!!!

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৪

পথহারা নাবিক বলেছেন: বাড়ি কি কই তুমার!! বয়স কতো!!

৫| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০১

সংবিধান বলেছেন: @দখিনা বাতাস ...দেশ অনেক বড়। এই দেশে পাকিদের আসতে দেওযা উচিতনা। এদের ভারত পাঠিয়ে খেলানো উচিত...শালার পাকি বাইন্চোদ...যা ভারত যা.... আমার দেশ এর স্বার্থ আগে .. যা ভারত যা...

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৭

পথহারা নাবিক বলেছেন: দেশ বলতে দখিনা বাতাস ইন্ডিয়ারে বলছে!

৬| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৩

বোকা মিয়া বলেছেন: ইন্ডিয়ার বেজন্মা দালালরা তো এটাই চায়।এগুলো সবই ইন্ডিয়ার দাদাদের সাজানো নাটক।চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছু করার নেই।

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৯

পথহারা নাবিক বলেছেন: এইটা কি বললেন!! যা করার আমাদের করতে হবে!!

৭| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১০

বিতর্কিত মুফরাদ বলেছেন: ভাদাদের নাটক

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৯

পথহারা নাবিক বলেছেন: :(

৮| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১২

বাংলার এয়ানা বলেছেন: দাদারাও কিন্ত আমাদের টেষ্ট স্ট্যাটাসকে বিদ্রুপ করতে ছাড়েনি এবং এখন পর্যন্ত আমাদের মাঠে খেলতে আসেনি, আমাদের ক্রিকেট এর ক্ষতি সবচেয়ে বেশি ঐ দাদারাই বেশী করেছেন

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২০

পথহারা নাবিক বলেছেন: কিছু একটা করতে হবে!!

৯| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৬

বাংলার এয়ানা বলেছেন: ্ব

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২১

পথহারা নাবিক বলেছেন: :| :|

১০| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২০

পাঠক১৯৭১ বলেছেন: মন্চ তো ভাড়াটিয়া, ওদের বাদ দিলাম।

জাতি কি আপনার সন্ত্রাসী ভাইয়াদের অভাব অনুভব করছে।

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৩

পথহারা নাবিক বলেছেন: আমি সাধারন জনগন!! আপনি কি বলতে চাচ্ছেন সহজ ভাষায় বলুন!!

১১| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৬

আকাশদেখি বলেছেন: যারা পাকির পছন্দ করিস তারা পাকি চলে যা..
যারা ভারতরে পছন্দ করিস তারা ভারত যা....

দয়া করে বাংলাদেশীদের ভালো ভাবে থাকতে দে...

তোরা আর কুত্তার মত ঘেউ ঘেউ করে বাংলাদেশের শান্তি নষ্ট করিস না।

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৪

পথহারা নাবিক বলেছেন: :( :(

১২| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৯

HHH বলেছেন: শাহবাগীরা যে ভারতের এজেন্ট , এর মধ্য দিয়ে তা প্রমানিত হল।

খেলা না হলে বাংলাদেশে পরবর্তী আরো আন্তর্জাতিক টুর্নামেন্ট বাতিল হতে পারে।

যে সুযোগটা পেয়ে যাবে ভারত। গাধার বাচ্চারা নিশ্চই খুশি কারণ এরা বাংলাদেশের চেয়ে ভারতকে বেশি চাটে

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৭

পথহারা নাবিক বলেছেন:

১৩| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৬

সৈয়দ মোহাম্মদ আলী কিবর বলেছেন: HHH বলেছেন: শাহবাগীরা যে ভারতের এজেন্ট , এর মধ্য দিয়ে তা প্রমানিত হল।

খেলা না হলে বাংলাদেশে পরবর্তী আরো আন্তর্জাতিক টুর্নামেন্ট বাতিল হতে পারে।

যে সুযোগটা পেয়ে যাবে ভারত। গাধার বাচ্চারা নিশ্চই খুশি কারণ এরা বাংলাদেশের চেয়ে ভারতকে বেশি চাটে

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৭

পথহারা নাবিক বলেছেন:

১৪| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৪

HHH বলেছেন: ভারতীয়দের অতি উতসাহ নিয়ে এই ছবিটা কিছুক্ষন আগে দেখলাম। কেন উনাদের এতো সমর্থন তা এখন পরিষ্কার

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৭

পথহারা নাবিক বলেছেন: স্বার্থ ছাড়া ভারতীয়রা হাগেও না!!

১৫| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩২

আল ইফরান বলেছেন: এই বাল-চত্বরের চুতিয়াগুলা কোনো অংশেই জামাতি কুত্তাদের চাইতে কম না।
লাত্থায়া দেশ থাইকা বাইর করা উচিত জানোয়ারগুলারে

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৩

পথহারা নাবিক বলেছেন: খারাপ কন নাই!!

১৬| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪০

অথর্ব বোহেমিয়ান বলেছেন: আমি নিজেও এই আশংকা করেছিলাম। তবে আশা করি বিশ্বকাপ বাংলাদেশের মাটিতেই হবে।

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৩

পথহারা নাবিক বলেছেন: কইলজাটা ফাইটা যাইতেছে!!

১৭| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৮

েফরারী এই মনটা আমার বলেছেন: হুম। বাল-চত্বর :( :( :( RAW এর প্রজেক্ট।

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩১

পথহারা নাবিক বলেছেন: আমাদের সচেতন হতে হবে!! একতা বদ্ধভাবে কাজ করতে হবে!! তাইলে অই সব র এর খানা থাকবো না!!

১৮| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৪

ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
পাকিরা আসবেনা, এই বাহানা মেনে পাকি পাঁঠাদের প্রশ্রাব পান করতে হবে নাকি।
নির্লজ্জ পাকি লিঙ্গ চোষক কোথাকার!

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৫

পথহারা নাবিক বলেছেন: ভারতীয় বীর্য দারা যাদের জন্ম তাদের মুখেই এইসব কথা মানায়। পাকি কুত্তারা না আসলে দেশের যে কি ক্ষতি হবে তা তুই বুঝবি না!! খেলা আর রাজনীতি এক না। কিন্তু তোদের মতো কিছু লোকের জন্য আজ পাকিরা খেলাকে রাজনীতিতে নিয়ে যেতে পারছে!!

১৯| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:১১

ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
বারত বারত কইরা লাভ হবে না।

ইমরানরা কিছুই করেনি।
পাকি দুতাবাসের অনেক দূরে স্লোগান দিছে মাত্র! একটা ঢিলও ছুড়েনি।
মিসাইল দিয়ে দুতাবাস উড়াইয়া দিবে, এমন কথাও বলেনি।

পাকিরা আগেই খেপে আছে টুর ক্যানসেল করায়।
এর পর যুক্ত হয়েছে কশাইরে ফাঁসি।

এখন পাকি পাঁঠাদের পায়ে ধরে মাফ চাইলেও লাভ নেই।
লোটা কামালের পাছা মারার জন্য আমরা সবাই মিলে পাকি টুরের প্রবল বিরোধীতা করেছিলাম।

২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৪৯

পথহারা নাবিক বলেছেন: হুম

২০| ২২ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:০৩

নিয়েল হিমু বলেছেন: অবিবেচকের কাজ !! ঠিক কোনটাকে মিন করতেছেন একটু কৈবেন ?

২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫০

পথহারা নাবিক বলেছেন: এখন কি করা উচিত নিজেও ঠিক বুঝতেছি না!!

২১| ২২ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৪১

কলাবাগান১ বলেছেন: বাসে আগুন, রগ কাটা, ৯০০০ গাছ কাটা, ১০০ ও বেশী মানুষ খুন পুলিশের হাত পা ভাংগা, ক্রিকেট টিমে ককটেল মারা সবই ভারত করছে,

তাহলে জামাতি রাজাকারদের অবরোধ ভারতই করে দিচ্ছে!!!!!!!!!

ভারতের বিচার চাই

২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫২

পথহারা নাবিক বলেছেন: আমি কিন্তু এক পক্ষ থেকে কথা বলছি না!! এরাও সমান ভাবে দোষী!!

২২| ২২ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৫১

রাফা বলেছেন: ল্যান্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড।
পাকিরা আসবেনা তো কি হইছে?আমরা কি পাকিদের জন্য ক্রিকেট খেলি।
জারজদের জন্য যে ওয়েস্ট ইন্ডিজ চলে গেছে সেটা চোখে পড়ে নাই?
বাংলাদেশে যে পাকি বির্যের কিছু কুলঙ্গার আছে এদেরকে ঝাটায়া বিদায় করাই এখন প্রথম এবং প্রধান কাজ।

২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫৩

পথহারা নাবিক বলেছেন: পাকি এবং ভারতীয় দুই বীর্যের কলাঙ্গাররাই দায়ী!!

২৩| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১৮

দূষ্ট বালক বলেছেন: শাহাবগের এই জারজ চেতনা ব্যবসায়ীরা আমাদের ক্রিকেটাঙ্গনকে আরো ২০ বৎসর পিছিয়ে দিল। এই জারজ গুলানরে যেখানেই পাওয়া যাবে সেখানেই রাম ধোলাই

২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৩

পথহারা নাবিক বলেছেন: অবশ্যই উলঙ্গ করে!!

২৪| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৪

আব্দুল্লাহ আল-মাহমুদ বলেছেন: ক্যারে ভাই, একটা শাহফাকি কুত্বার বাপ-মাও ভদ্র ভাষা শিখায়নি?
সবগুলা দেখি গালাগালিতে ডক্টরেট নেওয়া।

২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৯

পথহারা নাবিক বলেছেন: সহমত!! এরা জন্মগত ভাবে বাপ মার কাছ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত!!

২৫| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৭

হাসান কালবৈশাখী বলেছেন:
ল্যান্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড।
যে জারজদের জন্য যে ওয়েস্ট ইন্ডিজ চলে গেছে সেটা চোখে পড়ে নাই?

২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫১

পথহারা নাবিক বলেছেন: সবাই জারজ!! আল,বিন,জামার, যৌন জাগরন মঞ্চ সব। কেউ দেশের উন্নতি চায় না। সবাই আছে নিজের স্বার্থ নিয়ে!!

২৬| ২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৪

রাখালছেলে বলেছেন: ইট মারলে পাটকেল খেতে হবে ।এটাই দুনিয়ার নিয়ম । এমনিতেই পাকিস্তান তাদের খেলোয়াড়দের পাঠাতো না । যেমন বিপিএল এ পাঠায় নাই । তখন তো গনজাগরন মঞ্চ হয় নাই । এখন বলছে অন্য কথা । দেশটাকে ভালবাসেন পাকিস্তান কে নয় ।


পাকিরা এমন কোন হীনকাজ নেই যে করে নাই। আপনার পোষ্ট আপত্তিজনক । কিন্তু কোন রিপোর্ট করলাম না এইবারের মত । মুখ আমাদের খারাপ । কিন্তু ব্যবহার করতে চাই না । দেশটাই বড় । দেশটা সবার। দেশটাকে ভাগ করবেন না দয়া করে ।

২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৫

পথহারা নাবিক বলেছেন: গালাগালি ছাড়া আর কি পারেন আপ্নেরা। অই মুখ বেচেইতো আপ্নারা চলেন!! দেশটারে ভাগ করছেন আপ্নারা আর বলছেন সাধারন জনগণের কথা!! পাকি কুত্তারা যে খারাপ এইটা সবাই জানে কিন্তু ওরা যে সুযোগ পেলো তাতো আপনাদের জন্যই পাইছে!!

২৭| ২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭

উপপাদ্য বলেছেন: আশাকরি পাকিস্তান খলতে আসবে। শেষমেশ একটা দফারফা হবে।

কৃকেটে বাংলাদেশকে টেস্ট ও ওয়ানডে স্ট্যাটাস পেতে পাকিরা সবসময় সহযোগীতার হাত বাড়িয়েছিলো। তাই আমি মনে করি এটা একটা সাধারন হুমকি। আল্টিমেটলি ওরা খেলবে।

তবে গজা মঞ্চ একটু বেশী বাড়াবাড়ি করছে। হেন করেঙ্গা তেন করেঙ্গা এগুলো শুধূ ফাঁকা বুলি। ৩ স্তর পুলিশ বেস্টনী, হলমার্ক আর ডেস্টিনির বিরিয়ানী, মিনারেল ওয়াটার থাকলে অনেক কিছুই করা যায় কিন্তু সাহসী হওয়া যায়না।

কাল যদি ইন্ডিয়ালীগ ক্ষমতা ছেড়ে দেয় গজা মঞ্চের কোন ভাড়তলীগশাবক কে শাহবাগ কেন সুধাসধনেও পাবেন না। বাংলাদেশের ইতিহাসে এপর্যন্ত সবচেয়ে বিষধর কাপুরুষের দল হচ্ছে ইমরান গংরা।

কিন্তু শুরুতে আমরা সাধারন লাখো মানুষ তাদের কে গ্রহন করেছিলাম ভেবেছিলাম তারা দেশের অতীত কলংক মুছতে চাচ্ছে আর ভবিষ্যৎ কে গড়তে চাচ্ছে। কিন্তু পরবর্তীতে তারা একটি বিশেষ দল ও মতের পোষা কুকুরের মতো আচরন করায় আজ দেশব্যাপী ২য় বংগবন্ধু ইমরান সাহেব ও তার কাছের নেতারা ঘৃনিত।

২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৭

পথহারা নাবিক বলেছেন: এরা খুব ভালো ভাবে মুখ বেচতে পারে তাই এখনো টিকে আছে!! মুখ মানে চাপার জোর ছাড়া আর কিছুই নেই!!

২৮| ২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫০

জনাব মাহাবুব বলেছেন: সব কিছু নিয়ে বাড়াবাড়ি ঠিক নয়। পাকিস্তান এর ব্যাপার নিয়ে শাহবাগীরা যা করলো, তা অত্যন্ত লজ্জাকর এবং বাড়াবাড়ি।

দেশে হানাহানি, বিভক্তির জন্য জামায়াত যেমন দায়ী তেমনি দায়ী শাহবাগীরাও।

২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৭

পথহারা নাবিক বলেছেন: সহমত!!

২৯| ২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৫

ক্যাচালবাজ বলেছেন: না আসা এক কথা আর এসে চলে যাওয়াটা আরো বেশী ক্ষতিকর, ওয়েস্ট ইন্ডিজের চলে যাওয়াটা অনেক বেশী আলোচিত হয়েছে।

আর আপনার ভাষাটা কি বরাবরই এরকম নাকি............।

২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৯

পথহারা নাবিক বলেছেন: আল্লাহ আমাদের বাচাইছে যে অন্তত জাতীয় দল ফেরত যায় নাই!! তাইলে মান সম্মান সব শেষ হয়ে যেতো!!

৩০| ২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৭

অেসন বলেছেন: ওয়েষ্ট ইন্ডিজ চলে যাওয়ার জন্য কে দায়ী ছিল? খেলার জন্য দেশের অপমান নীরবে সহ্য করতে হবে ? এধরনের দেশপ্রেমিকের সংগা কোথায়
পেলেন ?

২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০০

পথহারা নাবিক বলেছেন: কুত্তা যখন আপ্নারে দেখলে ঘেঊ ঘেউ করে তখন মনে হয় আপনিও কুত্তাকে ঘেউ ঘেউ করে রিপ্লাই দেন!!

৩১| ২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৯

পথহারা সৈকত বলেছেন: দূষ্ট বালক বলেছেন: শাহাবগের এই জারজ চেতনা ব্যবসায়ীরা আমাদের ক্রিকেটাঙ্গনকে আরো ২০ বৎসর পিছিয়ে দিল। এই জারজ গুলানরে যেখানেই পাওয়া যাবে সেখানেই রাম ধোলাই

২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০১

পথহারা নাবিক বলেছেন: সহমত!!

৩২| ২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩০

অরিয়ন বলেছেন: কাল যদি ইন্ডিয়ালীগ ক্ষমতা ছেড়ে দেয় গজা মঞ্চের কোন ভাড়তলীগশাবক জারজকে কে শাহবাগ কেন সুধাসধনেও পাবেন না।

২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০১

পথহারা নাবিক বলেছেন: চাপার জোর আছে দেখেই ওরা এখনো টিকে আছে!!

৩৩| ২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩২

েফরারী এই মনটা আমার বলেছেন: হুম। বাল-চত্বর RAW এর প্রজেক্ট। :( :( :(

২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০২

পথহারা নাবিক বলেছেন: :( :(

৩৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:২৩

কামরুল ইসলাম রুবেল বলেছেন: যা হয় তা হোক, বাল লীগও সমর্থন করিনা, খেলাও দরকার নাই

শুধু কসাইদের ফাঁসি, তার পর যা হয় হবে



[ঐ বালের ফাকিস্তানীদের জন্য আইসিসির এধরণের সিদ্ধান্ত নেয়ার মত সময় এখন আর হাতে নেই, এম্নিতেই আইসিসি ফাকিদের উপর বিরক্ত।

মেজাজ খারাফ লাগতাছে, ইচ্ছা করতাচে চিটাগাংয়ের প্রশাসনরে জুতা দিয়া পিডাইতে, একটা বিদেশী দল হোটেলে অথচ বিষয়গুলো সিরিয়াসিল নেয়নি]

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩১

পথহারা নাবিক বলেছেন: বাচ্চা পুলাপাইন !! আবেগ দিয়া কাম করে!!

৩৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: পাকিস্তানীরা আমাদের সব সময়ই ক্ষতি চেয়েছে, ভবিষ্যতেও সব রকম চেষ্টা করবে, এতে অবাক হওয়ার কিছু নেই।

তবে সব রাজাকারগুলোর ফাঁসি চাই।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩২

পথহারা নাবিক বলেছেন: ফাঁসি আর খেলা এক জিনিস না!!

৩৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৪৪

কামরুল ইসলাম রুবেল বলেছেন: নাহ গো সোনা, বুঝবার পারনাই, কারে কি কইতাছো,

২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৫

পথহারা নাবিক বলেছেন: তুমি বাচ্চা, তুমি শিশু!!

৩৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৫

উদাসী স্বপ্ন বলেছেন: লেখাটা যদি ক্রিকেটের সাপেক্ষে লেখা হয় তাহলে প্রতিটা কথাই সত্য কিন্তু রাজনৈতিক বিচারে লেখা হয় তাহলে লেখাটার কোনো মূল্য নেই কারন

১) টানা অবরোধের কারনে দেশের গার্মেন্টস শিল্প স হ নানা শিল্প বিপর্যয়ের মুখে সাথে কয়েক লক্ষ লোক বেকার। এর সবচেয়ে বড় সুবিধা নিচ্ছে কারন তারা কাজগুলোতে ভাগ বসাচ্ছে। চায়না নিবে না কারন তাদের আরও বড়। তারা এসব চুটকে ফুটকে বাজারের ধার ধারে না।

২) ৯০ এর পর মুক্তবাজার অর্থনীতির কথা চিন্তা করে সাইফুর রহমান সীমান্ট খুলে দিয়েছিলেন। সীমান্ত খুলে দেয়ার ফলে একটা ব্যাপার ঘটে সেটা হলো ভারতীয় পন্যের বাজারের প্রথম এড গুলো বিটিভিতে দেখতে পাই যদিও মডেল গুলা বাংলাদেশের। আর বানিজ্য ঘাটতি মুহুর্মুহ বাড়তে থাকে এই জন্য যে বিএনপির ভারত বিরোধী মনোভাবের কারনে নিজেদের পররাস্ট্রনীতির একগুয়ে আচরনের কারনে ভারত সর্বপ্রতম ১৯৯২ থেকে এন্টি ডাম্পিং করা শুরু করে। ফলে বিএনপির আমলে বানিজ্য ঘাটতি সুবিশাল থাকে।

তার মানে ভারত আমাদের দেশে রপ্তানী করে ঠিকই টাকা কামায় আর আমরা ভারতের কাছে আঙ্গুল চুষি।

আরও অনেক কারন আছে যে রাজনৈতিক কারনে এখানে অশিক্ষিত বিএনপি মনাদের চিৎকার আসলে ক্ষমতার লোভের কারনেই।


এখন পোস্টের লেখক হয়তো বলতে পারেন আপনার পোস্ট অবশ্যই রাজনৈতিক বিচারে কোনো পোস্ট নয়, নিতান্ত ক্রিকেটকে ভালোবেসে। তখন একটাই প্রশ্ন, কাদের মোল্লাকে সমর্থন দিয়ে পাকিষ্হান অপরাধ করেছে তার জন্য আমরা প্রতিবাদ করেছি এটা পুরোপুরি রাজনৈতিক। সেখানে পাকিরা ক্রিকেট টিম পাঠাবে না খেলতে সে হিসেবে তো বলা যায় খেলার সাথে মোক্ষম সময়ে রাজনীতিটা তারাই মিশালো, তাই নয়কি?



হ্যাপী ব্লগিং !

২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪২

পথহারা নাবিক বলেছেন: হ্যাপী ব্লগিং !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.