![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেয়েছি পথের দেখা !! শেষ জানিনা তার!!
স্বাস্থ্যই সকল সুখের মূল - এ কথাটি সর্বজনবিদিত। শরীর অসুস্থ থাকলে কোনো কিছুই ভালো লাগে না। আর অতিরিক্ত ওজন হলো নানা ধরনের অসুখ-বিসুখের জন্মদাতা। তাই ওজন নিয়েও মানুষের চিন্তার অন্ত নেই। কী করলে ওজন কমবে, কী খেলে ওজন নিয়ন্ত্রণে থাকবে - এসব নিয়ে গবেষণারও অন্ত নেই! ওজন নিয়ন্ত্রণে অন্যতম উপায় হলো পরিমিত আহার এবং নিয়মিত কায়িক শ্রম। কিন্তু এসব করা সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। জোরকার দৌড়ঝাঁপের জীবনের ঠিকমতো খাবার সময়টাও মেলে না। কিন্তু এই খাবার সময়টাতেই দি কিছু ব্যাপার মেনে চলেন, তাহলে খুব সহজেই ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব। জেনে নিন উপায়গুলো।
খাওয়ার আগে পানি পান :
পানি গ্রহণ তৃষ্ণা দূর করে, মেটাবোলিজম বাড়িয়ে খাবার হজমে সাহায্য করে, যে কোনো খাবারকে তৃপ্তিকর করে তোলে এবং সেই সাথে ক্ষুধা নিবারণ করে। তাই খাবার গ্রহণের ১০ মিনিট আগে এক গ্লাস পানি পান করুন। এতে ক্ষুধার পরিমাণ অনেকটাই কমে যাবে এবং কম খাবারেই পেট ভরে যাবে। আবার খাবার হজম হবে দ্রুত। ফলে বাড়তি ক্যালরি আপনার শরীরে প্রবেশ করতে পারবে না। খাবার খাওয়ার অন্তত আধা ঘণ্টা পর পানি পান করুন। এটা স্বাস্থ্যের জন্য উপকারী।
লেবু পানি পান করুন :
লেবুতে রয়েছে অ্যাসিটিক অ্যাসিড, যা চর্বি কাটাতে সাহায্য করে। তাই অতিভোজন করে ফেললে বা তেল-চর্বিওয়ালা খাবার খেলে, খাওয়ার পর একটি পুরো লেবুর রস এক গ্লাস উষ্ণ পানিতে মিশিয়ে খেয়ে ফেলুন। এটা প্রতিদিনও খেতে পারেন। যে বেলায় সবচেয়ে ভারী খাবার খাবেন সেই বেলাতেই লেবু পানি খান। ওজন নিয়ন্ত্রণে রাখতে এটা বেশ সহায়ক।
খাবার ধীরে খান :
বেশি খাবার মানেই অতিরিক্ত ওজন। কম খাবারে পেট ভরাতে পারলে ওজন বাড়ার সম্ভাবনাও কমে যায়। খাবার তাড়াহুড়া করে খাবেন না। আস্তে আস্তে চিবিয়ে ধীরেসুস্থে খাবার গ্রহণ করুন। ধীরে ধীরে খাবার গ্রহণ করলে ব্রেন স্টিমুলেট হয় ভালোভাবে। খাদ্যগ্রহণে তৃপ্তিভাব বজায় থাকে। ফলে অল্প খাদ্য গ্রহণেই পেট ভরে যায়।
খাবারে বেশি পরিমাণে শাকসবজি গ্রহণ করুন :
শাকসবজিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেল। তাই এ ধরনের খাবার দেহকে সুস্থ ও নীরোগ রাখতে বিশেষ ভূমিকা পালন করে। শাকসবজিতে ক্যালরি থাকে খুবই কম কিন্তু খাদ্যআঁশ থাকে প্রচুর পরিমাণে। তাই এসব খাবারে পেট ভরে যায় কোনোরকম ক্যালরি ছাড়াই। প্রতিবেলার খাবারে শাকসবজি রাখুন। তাহলে পেট ভরে খেয়েও ওজন থাকবে নিয়ন্ত্রণে।
গ্রিন টি পান করুন :
গ্রিন টি বর্তমানে ব্যাপক জনপ্রিয় এর ওজন কমানোর গুণের কারণে। প্রতিবেলা খাবার পর এক কাপ গ্রিন টি পান করুন। একদিনে সর্বোচ্চ পাঁচ কাপ গ্রিন টি পান করা যেতে পারে।
গ্রিন টি দেহের মেটাবলিজম বাড়িয়ে চর্বি বার্ন করে, ফলে ওজন কমে যায়। গ্রিন টি দিনে ৭০ ক্যালরি পর্যন্ত বার্ন করে যা ২০ মিনিট হাঁটার সমান! এছাড়া গ্রিন টি শরীরের খারাপ কোলেস্টেরল কমায় এবং ফ্যাট সেলগুলোতে গ্লুকোজ ঢোকা বন্ধ করে দেয়। ফলে মেদ বৃদ্ধি বাধাগ্রস্ত হয়। ওজন কমাতে তাই গ্রিন টি পান খুবই সহায়ক। প্রতিবেলা খাবার পর গ্রিন টি পান করলে সহজেই ওজন নিয়ন্ত্রণ করা যাবে।
সুত্র
২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৩
পথহারা নাবিক বলেছেন: ধন্যবাদ!
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪১
আছিফুর রহমান বলেছেন: good for me
২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৩
পথহারা নাবিক বলেছেন: good for me also!!
৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৭
ইমরাজ কবির মুন বলেছেন:
ভাই আমাকে দ্রুত ওজন বাড়ানোর পন্থা বাতলান ||
২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৫
পথহারা নাবিক বলেছেন: গরু মোটা তাজাকরন পদ্ধতি অনুসরণ করুন!!
৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২২
পেন্সিল চোর বলেছেন: দ্রুত ওজন বাড়ানোর সিস্টেম দেন নাবিক ভাই
২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৫
পথহারা নাবিক বলেছেন: গরু মোটা তাজাকরন পদ্ধতি অনুসরণ করুন!!
৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪২
মামুন রশিদ বলেছেন: ভারী খাবারের সাথে লেবু রসের পানি খাওয়ায় আইডিয়া চমৎকার ।
২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৬
পথহারা নাবিক বলেছেন:
৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১০
তান িজনুল বলেছেন: ভাই নতুন কিছু লিখুন
২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৭
পথহারা নাবিক বলেছেন: আইডিয়া দেন!!
৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৯
সুমন কর বলেছেন: বিদ্রোহী আর মুনের কথাগুলোই আমার কথা!!!
২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৮
পথহারা নাবিক বলেছেন: তাহলে ওদের যা বলছি তা আপনার জন্য!!!
৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৪
মহিশাশুর বলেছেন: ওজন বাড়ানোর উপায় কি?
২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:২১
পথহারা নাবিক বলেছেন: গরু মোটা তাজাকরন পদ্ধতি অনুসরণ করুন!!
৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৪
মহিশাশুর বলেছেন:
ওজন না কমাইয় এইকাম করলে চলবে না?
২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৯
পথহারা নাবিক বলেছেন: চলব কিন্তু .........
১০| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৪
সায়েম মুন বলেছেন: পানি খাওয়ার আইডিয়াটা খুব ভাল। আমি সাধারণত পাঁচ থেকে দশ মিনিট পরে খাই। আগেও প্রচুর পানি খাই। এছাড়া শাক সবজি প্রতিদিনই খাওয়া হয়। লেবু চা এবং গ্রিন টি দুটোই খাই।
আমার মনে হয় ওজন নিয়ন্ত্রণে রাখার সহজ উপায় হলো রাতে কম খাবার খাওয়া। এবং ঘুমানোর এক/দেড় ঘন্টা আগে খাওয়া। ভরা পেটে শুয়ে পড়লে অতিরিক্ত ক্যালরী ফ্যাট আকারে জমে।
২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৯
পথহারা নাবিক বলেছেন: আপনার ওজন কতো??
১১| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২০
সায়েম মুন বলেছেন: আর একটা বিষয় হলো প্রতিদিন গড়ে আধাঘন্টা দ্রুত হাঁটতে হবে।
আর যারা ওয়েট বাড়াতে চান। বেশী করে ভাত, ফাস্টফুড, চকলেট, আইসক্রিম খান। বেশী করে ঘুমান। রাতে এক বল খেয়ে সাথে সাথে ঘুমিয়ে পড়বেন। আর সারাদিন বসে বসে ব্লগিং করবেন। সেই সাথে বেশী চিনি দিয়ে দুধ চা খাবেন। এতে যদি আপনার ওজন না বাড়ে তাহলে বুঝা যাবে আপনার ভাগ্যে ওজন জিনিসটা নাই। বয়স কম হলে অপেক্ষা করুন। আফটার ৩০ অনেকের ওজন বাড়া শুরু করে। বিশাল প্রেসক্রিপশন দিলাম। এবার ফি টা দিয়ে দিন।
২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:২০
পথহারা নাবিক বলেছেন: হুম
১২| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৬
রাজীব নুর বলেছেন: কোনো কিছুতেই ওজন কমে না। শুধু বেড়েই চলেছে।
২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:২০
পথহারা নাবিক বলেছেন: আমার তো একই সমস্যা!
১৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:১৩
পেন্সিল চোর বলেছেন: কোন ওষুধে কাম হয় না...মেলা জিনিষ ট্রাই করছি
২৭ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২০
পথহারা নাবিক বলেছেন: আপনার ওজন কতো!!
১৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৩
আরজু পনি বলেছেন:
লেবুর পানি যত খাচ্ছি খাবারের রুচি ততই বেড়ে যাচ্ছে
পোস্টটা নিয়ে গেলাম সাথে করে ।।
২৭ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২০
পথহারা নাবিক বলেছেন: বলেন কি!!
১৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ওজন বাড়ামু ক্যামতে?
২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪২
পথহারা নাবিক বলেছেন: আমি কমাইতে চাই আর আপনি বাড়াইতে চান!!
১৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩০
মায়াবী ছায়া বলেছেন: ধন্যবাদ ।
২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩১
পথহারা নাবিক বলেছেন: আপনাকেও ধন্যবাদ!!
১৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:২৩
জাহাজ মিস্ত্রী বলেছেন: ভাই আমি তো শাক সবজি একেবারেই খাই না। খাবরের মেনু তে শাক সবজি থাকলে মেজাজ খারাফ হয়ে যায়। আমার জন্য কি ট্রিটমেন্ট ?
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৪
পথহারা নাবিক বলেছেন: মজা করেন!
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভালু ভালু



গিন্নিকে দেখাতেই কমেন্টু কর্লাম