নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুশীলের নাম শুনলে ঘেন্যা হয়!!

যখন পেয়েছি পথের দেখা তখন আবার দিকভ্রান্ত হয়ে হারিয়েছি পথ.........

পথহারা নাবিক

পেয়েছি পথের দেখা !! শেষ জানিনা তার!!

পথহারা নাবিক › বিস্তারিত পোস্টঃ

চেতনার সেকাল একাল!

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫২







১৯৬৬ সালে তৎকালীন পাকিস্তানের স্বৈরশাসক ফিল্ড মার্শাল আইয়ুব খানের বন্দনা করে 'প্রেসিডেন্ট' নামে একটি শিশুদের ব্রেইনওয়াশ মূলক সিনেমা তৈরী হয়েছিলো। এমন এক সময় সিনেমাটা তৈরী করা হয়েছিলো, যখন ছাত্ররা আইয়ুব বিরোধী আন্দোলনের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের দাবীকে প্রতিষ্ঠা করতে শুরু করছিলেন। যৌক্তিক কারণেই সেই সিনেমার প্রযোজক, পরিচালক ও ভিলেন হিসেবে অভিনয় করা ফজলুল হক সাহেব দালাল হিসেবে চিন্হিত হন এবং বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে তার সিনেমা। অবশ্য বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও আইয়ুব খানের কল্যানে ঠিকই জাতীয় পুরষ্কার পেয়েছিলো সিনেমাটি।



সেই সিনেমায় নায়ক হিসেবে অভিনয় করেছিলেন প্রযোজক, পরিচালকের দশ বছর বয়সী সন্তান যিনি এখন বাংলাদেশের মিডিয়া মোঘল এবং বিশিষ্ট চেতনা পৃষ্ঠপোষক। বলুন ঘন ঘন রঙ বদলানো এই চেতনাজীবীর নাম কী?



কার্টেছিঃ

Akm Wahiduzzaman

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৪

ঢাকাবাসী বলেছেন: আইউব খানের মত সাহসী দেশটাকে কিন্চিৎ ভালবাসে এমন শাসক এই মাটিতে আর আসেনি।

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৬

পথহারা নাবিক বলেছেন: B:-) B:-)

২| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৫

রাফছানজানি বলেছেন: কিডা সেই আবুল হোসেন?

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৬

পথহারা নাবিক বলেছেন: ভাবতেও পারবেন না আপ্নে !! :P :P

৩| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৯

মেনন আহমেদ বলেছেন: কেডা ভাই??????????????????

কন না ক্যন?????

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৭

পথহারা নাবিক বলেছেন: একটু সুত্র দেই!!

চ্যানেল আই

৪| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৪

ভাইটামিন বদি বলেছেন: ..ঝাথি ঝানথে ছায়!!!

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৮

পথহারা নাবিক বলেছেন: জাতিতো ৫ তারিখে সব জানবো!!

৫| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩১

রাজীব বলেছেন: ঢাকাবাসী বলেছেন: আইউব খানের মত সাহসী দেশটাকে কিন্চিৎ ভালবাসে এমন শাসক এই মাটিতে আর আসেনি। !!!!!!!!!!!!!!!!!!

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৬

পথহারা নাবিক বলেছেন: কানের পাশ দিয়া গেছে!! :P

৬| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪২

shahinur70 বলেছেন: সম্ভবতঃ ফরিদুর রেজা সাগর।

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৩

পথহারা নাবিক বলেছেন: আপনে পাস!! ১০০/১০০
:P

৭| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৯

শাহ আজিজ বলেছেন: স্বৈরশাসক ফিল্ড মার্শাল আইয়ুব খান।।
আর এখনকার গুলো কি ভাই ?
আইউব তো এরশাদের মতো আছিলনা ।
তার অর্থনৈতিক উন্নতি দেখতে korea আর তাইওয়ান থেকে ডেলিগেশন আসত । ইতিহাস পড়ুন তবে তা গোপালি বাটপারদের লেখা নয় ।।

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১১:০২

পথহারা নাবিক বলেছেন: ধন্যবাদ!!

৮| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৯

মেনন আহমেদ বলেছেন: গোপালী বাটপারদের একটা দোষ আছে ওরা শুধু দুষ্টামি করে
আর সেই সব দুষ্টামির দোষ চাপায় বিরোধীদলের কাধে,তখন সেগুলো হয়ে যায় শয়তানী,চাদাবাজি,বোমাবাজি,শ্লীতাহানী,সন্ত্রাসী কর্মকান্ড।


সোনার ছেলেরা কেন যে এতো দুষ্টামি করে :P :P :P :P

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪১

পথহারা নাবিক বলেছেন: :P:P:P:P:P:P

৯| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৩

শান্ত কুটির বলেছেন: @শাহ আজিজ! তার সেই অর্থনৈতিক উন্নতি যে বাংগালীর রক্ত চোষা টাকায় শুধুমাত্র পশ্চিমে সীমাবদ্ধ ছিল সেটা তো বললেন না? ইতিহাস অর্ধেক পড়লে হবে?

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ২:৫৮

পথহারা নাবিক বলেছেন: সহমত!!

১০| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৫

মহিদুল বেস্ট বলেছেন: @শাহ আজিজ ভাল বলেছেন

@akm স্যারের লেখা বলে কথা

০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৪

পথহারা নাবিক বলেছেন: হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.