![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেয়েছি পথের দেখা !! শেষ জানিনা তার!!
তুমরা কি ভোট দিতে চাও কিন্তু এখনো ভোট দেওয়ার বয়স হয় নাই। তাসের জন্য গণতন্ত্রের মানস কন্যা, ডিজিটাল বাংলাদেশের জনক হাসিনা এই সুযোগ নিয়ে এসেছে। যাও গিয়ে ভোট দাও আর প্রশিক্ষিত হও, তুমরাইতো দেশের ভবিষ্যৎ।
আগে জেনে নাও কোথায় এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছেঃ
ঢাকার নবাব পুর সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটার না থাকলেও কম বয়সী কিশোর ( বয়স ১৮ এর নীচে ) দের কে লাইনে দাড় করিয়ে রাখা হয় । তারা ভোট কেন্দ্রের ভিতরেও ঢুকছেনা আবার ওখান থেকে সরেও যাচ্ছে না । --- সৌজন্যে প্রথম আলু
জয় বাংলা
পিচ্চি সামলা!!
০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৯
পথহারা নাবিক বলেছেন: হুম
২| ০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: ঐতিহাসিক ঝাকুনি তত্ত্বের পর এবার শৈত প্রবাহ তত্ত্ব!!!!! ভোটার বিহীন ভোট নিয়েও নির্লজ্জ মিথ্যাচার! !
আল্লাহ বাঁচাইছে- জাতির জনকরে এই দিন নিজ চক্ষে দেখা লাগে নাই!!!!!!!
০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৯
পথহারা নাবিক বলেছেন: হুম
৩| ০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০২
রহস্যময় ফয়সাল বলেছেন: কি আর কমু ? আমিও অপ্রাপ্তবয়স্ক আমি কি ভোট দিতে পারমু ?
০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৫
পথহারা নাবিক বলেছেন: অবশ্যই!! এইবার তো তুমাদের সময়!!!
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৮
সাইলেন্স বলেছেন: এ শুধু BALএর দ্বারাই সম্ভব।