![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেয়েছি পথের দেখা !! শেষ জানিনা তার!!
আজকে আমার ফেবুতে একটা জরিপ চালাইলাম। বিষয় আমার ফেবুতে কয়জন সানি লিওনের ভক্ত মানে তার পেজে কয়জন লাইক দিছে। দেখেতো আঁতকে উঠার অবস্থা (১৮+১)১৯ জন এর মধ্যে আবার ৪ জন মেয়ে। যাই হোক ছেলেরা কেনো দিলো এইটা আমি ছেলে হিসাবে জানি কিন্তু মেয়েরা!! যাই হোক প্রথম মেয়ে জিজ্ঞাসা করলাম কেনো তুমি এই কাজ করলা?
উত্তরঃ আল্লাগো দোস্ত তুমি কেমনে জানলা!! আমি কইলাম দেখা যায়। ও কইলো আহারে ফেবুতে প্রাইভেছি বলে কিছু নাই।
২য় জনের উত্তরঃ ভালো লাগে তাই ,লাইক দিছি। আমি জিগাইলাম কেনো তুমার ভাল লাগে!! সে বললো । যার অরথ আমি বুঝি নাই!!
৩য় জনের উত্তরঃ সে তো পুরাই অস্বীকার না আমি এই সব করি না। তুই এইসব কি বলিস। পরে বললাম ফেবুতে দেখা যায় তখন বললো তাহলে মনে হয় ভুলে পড়ে গেছে! আমি জিজ্ঞাস করলাম দুনিয়াতে এতো পেজ থাকতে কেনো সানি লিওনের পেজে ভুলে লাইক পড়লো। সে তো কান্না কাটি শুরু করে বলে তুই এতো খারাপ আমাকে বিশ্বাস করিস না! আমি বললাম কষ্ট হইলেও বিশ্বাস করছি!!
৪ জনরে এখনো খুজে পাই নাই পাইলে জিগামু কেন দিছে ,উনি আবার বিবাহিত!!
১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৪
পথহারা নাবিক বলেছেন: সিরিয়ালে আসেন!! আপনার নাম্বার ৬৯!!
২| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪১
~*~নির্ঘুম~*~ বলেছেন: ৩য় জনের উত্তরঃ না আমি এই সব করি না কি করেনা জিগাস করছিলেন
আমিও এরকম কিছু লাইকার পাইছি আমার ফেবুতে ,তয় অবাক হই নাই
১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৩
পথহারা নাবিক বলেছেন: ঘটনা হইলো সবাই করে কিন্তু সত্য কইতে ভয় পায় পিছে মান সম্মান যায়!!
৩| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:২১
হাতীর ডিম বলেছেন: :p
১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৪
পথহারা নাবিক বলেছেন:
৪| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:২২
মেনন আহমেদ বলেছেন: আপনি হয়তো জানেন না যে সানি লিওনের ভক্ত তালিকায় ছেলে এবং মেয়ে একই পর্যায়ে আছে,
যা অন্য কোন সেলিব্রেটির ক্ষেত্রে দেখা যায়না।
আর হ্যা সিনেমায় যেমন নায়িকা হিসাবে ক্যাটরিনা বা কারিনা কে ভালোলাগতে পারে ঠিক তেমনি নগ্নতায় সানি লিওনকে ভালো লাগতেই পারে এটাতে দোষের কিছু দেখিনা।
আমাদের সমাজের ৭০ভাগ মানুষ কোনোনা কোনো ভাবে নগ্ন ছবি দেখতে অভ্যস্ত,তা কেউ স্বীকার করুক আর না করুক।
যে মানুষ সানি লিওনকে ছি ছি করে সেও গোপনে সানির নগ্নতা উপভোগ করে।
আর আমরা সবসময় নিজেদের নগ্ন দিক গুলো এভাবেই ঢেকে রাখতে পছন্দ করি।
১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৫
পথহারা নাবিক বলেছেন: ভালু বলছেন!!
৫| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৭
একজন ঘূণপোকা বলেছেন:
১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:০৩
পথহারা নাবিক বলেছেন:
৬| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৪১
মোঃ আনারুল ইসলাম বলেছেন: এটা কি কও মিয়া বাই, আমি ত এই বিষয়ে কিছুই জানি না কেননা আমি ত মাসুম
১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৮
পথহারা নাবিক বলেছেন: আহারে!!
৭| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:২০
তাসজিদ বলেছেন: এই শইতান কে নিয়ে এত মাতামাতি কেন?
১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৮
পথহারা নাবিক বলেছেন: হেতে এখন ভালো হইতে চাইতেছে!!
৮| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১০
মামুন রশিদ বলেছেন: পজিটিভ বা নেগেটিভ যে ভাবেই হোক না কেন, সে তো সেলেব্রেটি! এজন্যেই হয়ত অনেকে তাকে পছন্দ করে ।
১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৩
পথহারা নাবিক বলেছেন: তবে এই ধরণের সেলিব্রেটি আমাদের দেশে গ্রহণ যোগ্য নয়!!
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৯
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
মেয়েটা ত দেখতে সুন্দরী