![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেয়েছি পথের দেখা !! শেষ জানিনা তার!!
মহাজোট সরকারের সবচেয়ে বয়সী মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রণালয়ে কাজের চাপও অন্যগুলোর চেয়ে বেশি। তবুও অফিসে খাট পেতে বিছানার ব্যবস্থা করেননি তিনি। নিজের দপ্তরে ছিল না কোনো কাঁথা-বালিশও। মুহিতের দপ্তরে এমন ব্যবস্থা না থাকলেও তুলনামূলক কম বয়সী অনেক মন্ত্রীর রুমেই আলমারির আড়ালে ছিল শুয়ে আরাম করার মতো নরম বিছানা। নতুন সরকারের মন্ত্রীদের কেউ কেউ মন্ত্রণালয়ে গিয়ে সেসব বিছানা দেখে হতাশ হয়েছেন, ক্ষুব্ধও হয়েছেন কেউ কেউ। মন্ত্রণালয়ে এসে শুয়ে বিশ্রাম করার মতো সময় মন্ত্রীরা কোথায় পেলেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন নতুন মন্ত্রীদের কেউ কেউ।
ঠিক কতজন মন্ত্রীর দপ্তরে এমন বিছানা ছিল, তা জানা সম্ভব হয়নি। তবে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মন্ত্রী মান্নান খান, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ও বাণিজ্যমন্ত্রীর দপ্তরে এমন বিছানা ছিল বলে নিশ্চিত হওয়া গেছে। তবে বাণিজ্যমন্ত্রীর দপ্তরের বিছানাটি ফারুক খানের সময়ই ছিল, নাকি জি এম কাদেরের সময় আনা হয়েছে-তা অবশ্য জানা যায়নি। নির্বাচনকালীন সরকার গঠনের পর শিল্পমন্ত্রণালয় ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তর থেকে সেসব বিছানা বাইরে বের করে দেওয়া হয়েছে। আর তোফায়েল আহমেদ বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর সেখান থেকে বিছানাগুলো বাইরে সরানোর নির্দেশ পেয়েছেন মন্ত্রীর দপ্তরের কর্মকর্তারা।
বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, 'তোফায়েল আহমেদ আগের মেয়াদে নিজের রুমটিকে খুবই আকর্ষণীয়ভাবে সাজিয়েছিলেন। এবার দপ্তরে ঢুকেই এলোমেলো অবস্থা দেখে কিছুটা হতাশ হয়েছেন। মন্ত্রীর রুমটি অনেক বড় হলেও রুমের মাঝখানে সেলফ বসিয়ে পুরো রুমটিকে দুই ভাগ করা হয়েছে। পেছনের ভাগে একটি বিছানাও রয়েছে, যাতে আগের মন্ত্রীরা শুয়ে বিশ্রাম নিয়েছেন। তোফায়েল আহমেদ বিছানা সরানোর পাশাপাশি রুমের পার্টিশন সরানোরও নির্দেশ দিয়েছেন। মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা দপ্তর গোছানোর কাজ শুরু করেছি।'
বালের কন্ঠ
১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৭
পথহারা নাবিক বলেছেন: ভালো কথা কইছেনতো!! জাতি জানতে চায়!!
২| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২২
মোমের মানুষ বলেছেন: তিনারা কি বিছানায় একা ঘুমাতেন? কাদের সাথে ঘুমাতেন জাতি জানতে চায়
১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৯
পথহারা নাবিক বলেছেন: ২/৩ জন নিয়াও ঘুমাতে পারে!!
৩| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৮
এ,রহিম বলেছেন: মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা দপ্তর গোছানোর কাজ শুরু করেছি।'
বালের কন্ঠ ..............
অদিব বলেছেন: বিছানা ছিল ভালো কথা... সেখানে আবার বিছানা-সঙ্গীনি ছিল না তো??? B:-) B:-) B:-
১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৪
পথহারা নাবিক বলেছেন:
৪| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৪
জনাব মাহাবুব বলেছেন: এ,রহিম বলেছেন: মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা দপ্তর গোছানোর কাজ শুরু করেছি।'
বালের কন্ঠ ..............
অদিব বলেছেন: বিছানা ছিল ভালো কথা... সেখানে আবার বিছানা-সঙ্গীনি ছিল না তো??? B:-) B:-) B:-
১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৫
পথহারা নাবিক বলেছেন: হুম
৫| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৭
নষ্ট ছেলে বলেছেন: বিছানা সিঙ্গেল নাকি ডাবল?
১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৩
পথহারা নাবিক বলেছেন: ভালো একটা প্রস্ন করছেন!!
৬| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৯
নীল ভোমরা বলেছেন: ???!!!!
১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৪
পথহারা নাবিক বলেছেন: !!!???
৭| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৭
রাজ হাসান বলেছেন: িছানার সঙ্গী না দেয়াতে চাকরী হল না বেচারা এক নেতার।
১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৩
পথহারা নাবিক বলেছেন: কন কি!!
৮| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:১৯
খেয়া ঘাট বলেছেন: অদিব বলেছেন: বিছানা ছিল ভালো কথা... সেখানে আবার বিছানা-সঙ্গীনি ছিল না তো???
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৪৫
পথহারা নাবিক বলেছেন:
৯| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:২২
দিবা স্বপ্ন বলেছেন: জাতি জানতে চায়, বিছানা শক্ত নাকি নরম ছিল??
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৪৬
পথহারা নাবিক বলেছেন: এইটাতো বেশী কঠিন প্রস্ন করে ফেললেন!!
১০| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫২
নক্শী কাঁথার মাঠ বলেছেন: এটা অবশ্য ঠিক সমস্যা বলা যায়না। শুনেছি নাসাতেও কর্মকর্তাদের বিশ্রামের জন্য বিছানা থাকে, গুরুত্বপূর্ন অভিযানের সময় ওদের বাসায় যাওয়ারও সময় থাকেনা, ওখানেই ঘুমিয়ে নেন সুযোগ বুঝে। আমাদের মন্ত্রিরা অবশ্য ইজি কাজে বিজি থাকেন, তারপরও যদি কেউ বেশি ব্যাস্ততার জন্য এই ব্যবস্থা করে থাকেন তাহলে সমস্যার কিছু দেখিনা।
১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৬
পথহারা নাবিক বলেছেন: হুম
১১| ১৯ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৬:২৪
ঢাকাবাসী বলেছেন: কত অসভ্য আর অকর্মন্য আমাদের মন্ত্রী আমলা আর নেতারা!
১৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৩
পথহারা নাবিক বলেছেন: এতোদিন পরে জানলেন!!
১২| ১৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০২
এবি মিনহাজ বলেছেন: এইডা আফনে কি হুনাইলেন ভাই??
১৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৬
পথহারা নাবিক বলেছেন:
১৩| ১৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৬
Eisenheim বলেছেন: বিছানা থাকতেই পারে, সমস্যা কি? মন্ত্রী হইসে বইলা এই ভরদুপুরে তাদের কি কিঞ্চিত ঘুম পাইতে পারে না? (হাই তুলিবার ইমো) :-<
১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৭
পথহারা নাবিক বলেছেন: কারে নিয়া ঘুমাইলো এইটা সমস্যা!!
১৪| ১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২১
একজন ঘূণপোকা বলেছেন: বালের কন্ঠ
১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০২
পথহারা নাবিক বলেছেন:
১৫| ২৫ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৪৬
ভিটামিন সি বলেছেন: খাট কি বাঁশের না চিটাগাং সেগুনের???
২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫১
পথহারা নাবিক বলেছেন: লোহার!!
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২০
অদিব বলেছেন: বিছানা ছিল ভালো কথা... সেখানে আবার বিছানা-সঙ্গীনি ছিল না তো???