নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুশীলের নাম শুনলে ঘেন্যা হয়!!

যখন পেয়েছি পথের দেখা তখন আবার দিকভ্রান্ত হয়ে হারিয়েছি পথ.........

পথহারা নাবিক

পেয়েছি পথের দেখা !! শেষ জানিনা তার!!

পথহারা নাবিক › বিস্তারিত পোস্টঃ

দেখছেন নাকি NEW YORK TIMES বলে লাকি নাকি বি এন পির সমর্থক!! (ছাগুদের প্রবেশ নিষেধ)

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৮





দেখছেন নাকি নিউ ইয়র্ক টাইমস কি রে কি বানাইতে পারে। লাকি বলে বি এন পির আন্দোলনরত কর্মী। যদি কইতো দৌলতিয়ার বাসিন্দা তাও মানা যাইতো কিন্তু বি এন পির কর্মী এইটা কেমনে মানা যায়। আমার যতটুকু মনে হচ্ছে বাংলাদেশ থেকে অধিক পরিমানে গাজা আমেরিকায় পাচার হইতেছে! আসেন আমরা লাকির এই অসম্মানের প্রতিবাদে টয়লেটে গিয়া ১ মিনিট উলঙ্গ হইয়া থাকি!!



লিঙ্কঃ Click This Link

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কোথায় লিখেছে এটা?

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৪

পথহারা নাবিক বলেছেন: লিঙ্কে গুতা দেন!! পোষ্ট দেওয়ার পর মনে মনে আপনারেই খুজতেছিলাম!!

২| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
লিঙ্ক দেখেছি। কোথাও এরকম কিছু পেলাম না।

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০০

পথহারা নাবিক বলেছেন: চোখ থাকলে দেখতেন!! নিচের দিকে দেখেন!! নাইলে স্ক্রীন সট দেখেন!!

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫০

সাইলেন্স বলেছেন: স্বর্ণ এই লিংকে দেখেন-Click This Link

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৩

পথহারা নাবিক বলেছেন: আপনি তো পুরাই বাংলায় দিছেন ধন্যবাদ!!

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫২

সাইলেন্স বলেছেন: Sorry স্বর্ণা নট স্বর্ণ, টাইপিং মিসটেক।

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০২

পথহারা নাবিক বলেছেন: রেস্পেক্ট!!

৫| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনার মুখের ভাষা এত খারাপ কেন? বাসার মানুষের সাথেও কি এভাবে কথা বলেন?

আর ছাগুদের আসতে নিষেধ করেছেন কেন? ওইদিন না ছাগুদের কাঁঠাল পাতা খাওয়ার অধিকার নিয়ে কান্নাকাটি করলেন!!!

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৬

পথহারা নাবিক বলেছেন: আফা মাইন্ড খাইয়েন না!! অশিক্ষিত মানুষ জাহাজে কামলা খাটি তার উপর আপনারে দেখলে গা জ্বলে!! সুশীলদের সহ্য করতে পারি না!! আফা আমিতো জংলী, আমারে কি একটু ভালো ব্যাবহার কি শেখানো যায়!!

৬| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৩

ইউরো-বাংলা বলেছেন: কবে জানি বইলা ফেলে ইমরান এইডস বাংলাদেশের সরকার প্রধান :)

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৮

পথহারা নাবিক বলেছেন: =p~ =p~ =p~ ভালো কইছেন!!


কইলাম ছাগু ছাগীদের প্রবেশ নিষেধ তারপর ও ছাগুরা বিরক্ত করে।

৭| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সুশীল তো আপনি। এক পোষ্টে ছাগাধিকার নিয়ে কান্নাকাটি করবেন, আরেক পোষ্টে ছাগুদের আসতে না করবেন। কিন্তু ছাগুরা আসলে আবার ভাল ব্যবহার :)

আমাকে দেখলে ছাগুদের গা জ্বলে সেটা আমার জানা আছে।

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৮

পথহারা নাবিক বলেছেন: আফা আমেরিকা থ্যাইকা দেশের সম্পর্কে মন্তব্য করা অনেক সহজ ঠিক যেই কাজটা করতো গাফফার চৌধূরী অফরে চুরা।

আপনের মত কিছু লোক আজকে দেশকে বিভক্ত করে ফেলেছে। হেফাজত ইসলাম শান্তি প্রতিষ্ঠার বদলে এক রকম জিহাদের ডাক দিয়েছে।
দেশ আমাদের আমরা যারা বাংলায় খাই বাংলাই হাগি। লাকি বলেন আর ইমরান বলেন সবাই জাইন্না গেছে ওদের উদ্দেশ্য কি!! বাঙ্গালিরে বোকা পাইয়া উসকাইয়া দিছেন। পারবেন এখন ১০টা লোক নিয়া সমাবেশ করতে।
বাংলাদেশের যদি ২০/২০ বিশ্বকাপ না হয় তখন দেখবেন বাঙ্গালীরা কি করতে পারে। মাইর একটাও পাছা থেকে নিচে পড়বে না!!

৮| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩২

মুহামমদ মিনহাজ বলেছেন: এইডা কুনু কতা !
যেই মাইয়া তার সবকিছু লিগের লাইগ্যা সেট কইরা রাখে, তারে কয় বিএনপি-র লোক !!!

লাকি কি এখনও আত্মহত্যা করে নাই B-)) B-)) B-)) ?

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৪

পথহারা নাবিক বলেছেন: যেই মাইয়া তার সবকিছু লিগের লাইগ্যা সেট কইরা রাখে, তারে কয় বিএনপি-র লোক !!!

=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৯| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: লাকির লাকি চান্স!!!!

মানহানী মামলা ঠুইকা ভাল আম্রিকান উকিল ধরতে পারলে মিলিয়ন ডলার পাওয়ার সুযোগ!!!!


কেউ খবরটা পৌছাইয়া দেন।

তবে এতবড় মিসটেক তারা করল কেমনে??? তাগোরেও কি প্রথম আলোর সুশীল ভাইরাসে ধরছে ;)

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪১

পথহারা নাবিক বলেছেন: অল রেডি এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণার মাধ্যমে খোঁজ খবর শুরু হয়ে গেছে!! :P

১০| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৮

মোঃ আনারুল ইসলাম বলেছেন: এটা অন্যায় লাকিকে নিয়ে চুদুরবুদুর চলত না

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪২

পথহারা নাবিক বলেছেন: :P :P হেইডাই!!

১১| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪২

পাঠক১৯৭১ বলেছেন: ইন্টারেস্টিং

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৯

পথহারা নাবিক বলেছেন: হুম তরল দাদু!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.