নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুশীলের নাম শুনলে ঘেন্যা হয়!!

যখন পেয়েছি পথের দেখা তখন আবার দিকভ্রান্ত হয়ে হারিয়েছি পথ.........

পথহারা নাবিক

পেয়েছি পথের দেখা !! শেষ জানিনা তার!!

পথহারা নাবিক › বিস্তারিত পোস্টঃ

বাঁশের(ছাগু) কেল্লার এই পোষ্টের ব্যাপারে কারো কোনো ধারণা আছে!!এইটা যদি সত্য হইয়া থাকে তবে খুব খারাপ!!!

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:২৪

সাঁকা চৌধুরীর রায় ফাসের মতো কাহিনী:



❑ বাংলাদেশ দূতাবাসের ফ্যাক্স বার্তা ফাঁসঃ সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে অংশ নিয়েছিল ভারতের সশস্ত্র বাহিনী!

-------------------------------------------------------------------------------------

ইন্টারনেটে একটি ফাইল শেয়ারিং সাইটে পাওয়া গেছে বাংলাদেশ সরকার কর্তৃক ভারত সরকারের কাছে পাঠানো সাতক্ষিরায় সন্ত্রাস দমনে ফোর্স পাঠানোর অনুরোধ জানিয়ে পাঠানো অফিসিয়াল ফ্যাক্স বার্তা। তবে কে বা কারা এই গোপন ডকুমেন্টগুলো আপলোড করেছে সে ব্যপারে গোপনীয়তা রক্ষা করা হয়েছে।

২ পেইজের ফ্যাক্স বার্তাটি ভারতের হাইকমিশনে পাঠানো হয়। প্রথম ছবি দুইটি মূল ফ্যাক্স বার্তার। ৩য় ছবিটি ফ্যাক্স বার্তা ফরওয়ার্ড কপির স্ক্রিণশট। ৬ নভেম্বর ঢাকা থেকে দিল্লীতে পাঠানো ঐ মূল ফ্যাক্স বার্তার সাবজেক্ট হলোঃ



❑ Militery Aid From India and Deployment at Satkhira

(সাতক্ষীরায় ভারত হতে সামরিক সাহায্য গ্রহন এবং প্রয়োগ)



ব্রেগেডিয়ার জেনারাল নূর মোঃ নূর ইসলামের, পিএসসি জি(প্রতিরক্ষা উপদেষ্টা, বাংলাদেশ হাই কমিশন দিল্লি) পত্র মোতাবেক তারিখ ৪/১১/২০১৩ দয়া করে মিনিস্ট্রি অফ ফরেইন এফ্যায়ার্স(MOFA) এর মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয় (PMO) প্রদত্ত সংযুক্ত তথ্যাবলী খুজে নিন (৪নং পয়েন্টে)।



[**৪ নং পয়েন্টে যে সমস্ত এলাকায় সামরিক অভিযান হবে সেগুলো বলা হয়েছেঃ (১ম ছবিতে দেখুন)]

১।. শ্যামনগর উপজেলা

২।. দেবহাটা উপজেলা

৩।.আশাশুলী উপজেলা

৪।.কলারোয়া উপজেলা

৫।.সাতক্ষীরা সদর উপজেলা

আপনার কাজ হলো এই ব্যপারটি গুরুত্ব সহকারে নেওয়া । যথাযথ কর্তৃপক্ষের পর্যালোচনা শেষে আমাদের কাছে জবাব পাথানো ১৫/১১/২০১৩ এর আগেই।

বিনীত

তৌফিক ইসলাম শতীল

সিনিয়র এসিস্টেন্ট সেক্রেটারী(ই এ এন্ড পি)

মিনিস্ট্রি অফ ফরেইন এফ্যায়ার্স ঢাকা

ফোনঃ ০১৭৫৮-৭২৬৪৬৩

********** END ***********



❑ ২য় পেইজটিতে দেখা যায় দুইজন সচিব এই ফ্যাক্স বার্তার মেসেজ ফরোয়ার্ড করেছেনঃ



প্রিয় জনাব,

দয়া করে পত্রটি নিবেন যেটি ৪/১১/২০১৩ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আদেশে লিখা হয়েছে। যদিও এটি লেখা হয়েছে ফ্যাক্স মেসেজ হিসেবে জনাব সুজিত ঘোষ এর বরাবর(কাউন্সিলর অফ পলিটিক্যাল এন্ড ইনফরমেশন, ঢাকা্র ভারতীয় দূতাবাস), কিন্তু এটি দিল্লিতে পৌছাবে।এটি হলো প্রধানমন্ত্রীর কার্যালয়/ মেজর জেনারেল(অবঃ)তারেক আহমেদ সিদ্দিকীর পক্ষ থেকে প্রদত্ত আদেশ।

নিবেদকঃ

তৌফিক ইসলাম শতীল

সিনিয়র এসিস্টেন্ট সেক্রেটারী(ই এ এন্ড পি)

মিনিস্ট্রি অফ ফরেইন এফ্যায়ার্স ঢাকা

সেগুন বাগিচা ঢাকা ১০০০

বাংলাদেশ।

ফোনঃ ০১৭৫৮-৭২৬৪৬৩

ইমেইলঃ [email protected]

------------------------

মোঃ হাসান আব্দুল্লাহ তৌহিদ

সহকারী সেক্রেটারী

ইস্ট এশিয়া এন্ড প্যাসিফিক উইং

মিনিস্ট্রি অফ ফরেইন এফ্যায়ার্স ঢাকা

সেগুন বাগিচা ঢাকা ১০০০

বাংলাদেশ

ফোনঃ ০১৭৫৫-৫৯১৬৯৫

ইমেইলঃ [email protected]



কি হচ্ছে আমাদের দেশকে নিয়ে... আও্যামিরা কি সত্যে বিক্রি করে দিলো আমার প্রিয় স্বাধীন দেশটিকে ??















Indian Army requested to suppress Bangladesh violence



Three documents deposited anonymously on the internet several days ago and only now receiving attention indicate that the Awami League government had sought Indian Army intervention to quell violence in Satkhira district in late 2013. The authenticity and veracity of the documents require verification and no claim is made about the authenticity or the accuracy of their contents. The person who originally obtained and published the documents presumably did so in the public and national interest.



News Source:



https://www.dropbox.com/s/s42e4sw8xl0bvf7/mofa 1.jpg

https://www.dropbox.com/s/z12ek6q6ri8hdki/mofa 2.jpg

https://www.dropbox.com/s/ux8875u14f75d8f/mofa 3.jpg

মন্তব্য ৭৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৩৮

কলাবাগান১ বলেছেন: জামাতি রাজাকার যখন চাদে সাঈদীকে দেখতে পারে, এমন forged ডকুমেন্ট তৈরীতেও তারা স্বিদ্ধহস্ত......

আসল ডকুমেন্ট হলে, এতদিনে নিউইয়র্ক টাইমস পত্রিকাতে উঠত....। এটা এখন বাশের কেল্লা, সংগ্রাম, আমার দেশ, আমাদের সময় নামক টয়লেট পত্রিকায়তে ই শুধু প্রকাশ হবে...

এর আগে যে বাংদেশ সেনাবাহিনীতে যে ভারতীয় সৈন্য ঢুকে পড়েছে যে গুজব ছড়ানো হল, তার কি কোন ফলোআপ নাই........।

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৪২

পথহারা নাবিক বলেছেন: হুম আসলে সেটাই!! বাংলালী আর যাই হোক এই ইস্যুতে ভারতকে ছাড় দিবে না!!

২| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৪১

লাতি বলেছেন: বেজি সমর্তদের বালের কেল্লা, কাজ নায় আর কি করা, বসে বসে বেজির বাল গণনা করা।

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৪৪

পথহারা নাবিক বলেছেন: কে কি এইটাতো জিগাই নাই!! সত্য নাকি মিথ্যা এইটা জিগাইছি!! ছাগু কেল্লা কি এইটা সবাই জানে!! তারপরও প্রমান সহ দিছে তাই আর কি!!

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:১৯

অন্ধকার ছায়াপথ বলেছেন: ভাই...বাংলাদেশে কি আর্মড ফোর্সেস কম হয়ে গেছে নাকি যে দেশের আভ্যন্তরিন কিছু যৌথ অপারেশনে বাহির থেকে লোক আনতে হবে....??? এসব ভুয়া নিউজে বিশ্বাস করে লাভ নাই।সত্য-মিথ্যা সবাই বোঝে।

কলাবাগান১ বলেছেন: জামাতি রাজাকার যখন চাদে সাঈদীকে দেখতে পারে, এমন forged ডকুমেন্ট তৈরীতেও তারা স্বিদ্ধহস্ত......

সহমত....

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:২৫

পথহারা নাবিক বলেছেন: আমিও সেই চিন্তাই করছিলাম কিন্তু হটাত করে দেখায় ঠিক বুঝে উঠতে পারছিলাম না!!

৪| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:২৯

হাতীর ডিম বলেছেন: আপনি দেখি এখনো সাঈদী চাদ যুগে পরে আছেন। বাশেরকেল্লা নিতে চিন্তা করে এমন মানুষ এখনো আছে নাকি???

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:৪৯

পথহারা নাবিক বলেছেন: থাক আর লজ্জা দিয়েন না!! ঘুম থেকে উঠেই পোষ্ট দেখছিতো তাই বুঝতে পারি নাই!!

৫| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:৫০

জাহাঙ্গীর জান বলেছেন: বাংলাদেশ আরর্মী আন্তর্জাতিক শান্তি, রক্ষণাবেক্ষণে নিয়োজিত । আর বাংলাদেশ যাবে ভারত থেকে আরর্মী আনতে,মিথ্যার ও একটা ক্লাস আছে ।

১৫ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:১০

পথহারা নাবিক বলেছেন: :P

৬| ১৫ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:১৫

নিয়েল হিমু বলেছেন: বালের কেল্লায় তো ছাইদিরে প্রমান সহ চাঁদে দেখাইছিল তো ?

১৫ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:৩১

পথহারা নাবিক বলেছেন: কন কি!!

৭| ১৫ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:২৪

ভাড়াটিয়ার একমাত্র পুত্র বলেছেন: হা হা হা

১৫ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:৩১

পথহারা নাবিক বলেছেন: :P

৮| ১৫ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৫:৪৪

সাঈফ শেরিফ বলেছেন: এখাত্তরের মুক্তিযুদ্ধে যদি ভারত সাহায্য করতে পারে, তাহলে আজকের এই মুক্তিযুদ্ধের চেতনার শত্রুদের দমনে কেন ভারতের সাহায্য নেয়া যাবেনা?

১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৫

পথহারা নাবিক বলেছেন: B:-) B:-)

৯| ১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:২১

রাফা বলেছেন: হায়......হায়....দেশতো বিক্রি হয়ে গেছে! মসজিদে উলুধ্বনির আওয়াজ পাওয়া যাইতেছে।
খালেদা কি তাহোলে ভারতের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য এত জ্বালাও পোড়াও করতেসে?
ও এখন বুঝতে পারছি জামাতকে নিয়ে বিএনপি জেহাদে লিপ্ত আছে।

শাবাস বাঙ্গালী।

১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৬

পথহারা নাবিক বলেছেন: হুম

১০| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩১

নীল ভোমরা বলেছেন: টোটালী কনফিউজিং!

১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৭

পথহারা নাবিক বলেছেন: হুম

১১| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২০

স্বপ্নজয় বলেছেন: সকল কথিত চেতনাধারী টিভি আর পত্রিকা যত কিছুই বলুক না কেন মানুষ কিন্তু শেষ পর্যন্ত বাশেরকেল্লাকেই বিশ্বাস করে,আমি এমন অনেককেই দেখেছি শুধু বাশেরকেল্লা পড়ার জন্য ফেবুতে একাউন্ট খুলতে।দেশের মিডিয়ার বিশ্বাসযোগ্যতা কতটুকু নিচে নামলে মানুষ ফেসবুকের একটি পেইজকে বিশ্বাস করতে পারে ?

১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৫

পথহারা নাবিক বলেছেন: ৫০% সহমত!

১২| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৫

মিতক্ষরা বলেছেন: "এখাত্তরের মুক্তিযুদ্ধে যদি ভারত সাহায্য করতে পারে, তাহলে আজকের এই মুক্তিযুদ্ধের চেতনার শত্রুদের দমনে কেন ভারতের সাহায্য নেয়া যাবেনা? "


ভারতের সাহায্য নিতে হলে সেটা হতে হবে স্বচ্ছ। মুক্তিযুদ্ধের সময়ও তা সম্পূর্ন স্বচ্ছ ছিল। কিন্তু এখন সেরকম নয়, বরং অস্বচ্ছ। বোঝাই যাচ্ছে আওয়ামী সরকারের নৈতিক অস্থান এতটাই দুর্বল যে জনগনের পরিবর্তে ভিন দেশের উপরেই তাদের নির্ভরশীল হতে হচ্ছে। আর আওয়ামী কূল এতটাই অন্ধ আর দলকানা যে এই সহজ বিষয়টিও বুঝতে অপারগ।

১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৭

পথহারা নাবিক বলেছেন: হুম

১৩| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: এটা নিয়ে সামরিক বাহিনীর বিবৃতি দেয়াই উচিত বলে মনে করি।

আর তথ্য প্রমাণের জমানায় অভিযোগ উঠলে বরং তদন্ত হওয়া দরকার।
আইটি বিশেষজ্ঞ (পাওয়ার পয়েন্টে নয় ;) ) দিয়ে সরকারের অভ্যন্তরিন তদন্ত হওয়া দরকার যাতে গ্রহনযোগ্যতা এবং নিরপেক্ষতার জণ্য পর্যবেক্ষক হিসেবে দল নিরপেক্ষ ব্যক্তি অন্থূর্ভক্ত থাকবে।

এবং তারপর মিথ্যা হলে আপলোড কারী সনাক্ত করা কি খুবই কঠিন!!!

সবশেষে আপনার পোষ্টে হাম্বা অতিথিদের অতি জ্বলনে কেন জানি সন্দেহ হয়- যা রটে কিছূ বটে!!!!!!!!!

নইলে সদলবলে আগমন কিন্তু সহসা দেখিনা ;)

দেশটা ভাল থাকুক। নিরাপদে থাকুক।

মিথ্য প্রতারনা আর বেঈমানীর হাত থেকে মুক্তি পাক।

১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৯

পথহারা নাবিক বলেছেন: এতো সহজ হইলে বহুত আগেই ছাগু কেল্লার অ্যাডমিনকে গ্রেফতার করা হইতো!!

১৪| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৬

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: আমি জানতাম তু কুটি কুটি ভারতীয় র এর এজেন্ট শিবিরের পুলাপানকে গুলি করতে বাংলাদেশে ছড়িয়ে গেছে।

এত্ত কম। হতাশ হইলাম :|

১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৯

পথহারা নাবিক বলেছেন: :P

১৫| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩০

চলতি নিয়ম বলেছেন: প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: আমি জানতাম তু কুটি কুটি ভারতীয় র এর এজেন্ট শিবিরের পুলাপানকে গুলি করতে বাংলাদেশে ছড়িয়ে গেছে।

এত্ত কম। হতাশ হইলাম ;)

১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৫

পথহারা নাবিক বলেছেন: হুম

১৬| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:১৫

নিয়েল হিমু বলেছেন: মশকরা কৈরেননা । চিকনে তো বাশের কেল্লার পোষ্ট শেয়ার দিলেন ?? কাহিনী কি ? ঐ কেল্লার পোষ্ট বিশ্বাস করা তো রক্তের দোষ প্রমান করা কাহিনী কি ?

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৩৮

পথহারা নাবিক বলেছেন: দুর মিয়া কি কন না কন!! আর পাইলেন না ছাগু কেল্লার সাথে আমারে মিলাইলেন!! X(( X((

১৭| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:০১

শামস৭১ বলেছেন: শুনুন, বাশের কেল্লায় যাবেন বিনোদন নিবেন এবং বাশের কেল্লা থেকে চলে আসার সময় সেই কথা গুলোও সেখানে রেখে আসবেন । এটাই হল বুদ্ধিমানের কাজ ।
বাশের কেল্লার রেফারেন্স দিয়ে ব্লগে পোষ্ট দেওয়া মানে উন্নত মানের গাধামী করা । বিষয়টা বুঝা গেছে ?

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:১১

পথহারা নাবিক বলেছেন: হুম /:) /:)

১৮| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:৪৯

সৌম্য বলেছেন: বলদ গাছে ধরে

১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৭

পথহারা নাবিক বলেছেন: কারে কইলেন পরিস্কার করেন!! আমারে নাকি বাঁশের কেল্লারে!! আমারে কইলে লাথি দিয়া বিচি গালাইয়া দিমু!!

১৯| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:৪৯

সৌম্য বলেছেন: বলদ গাছে ধরে

১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৮

পথহারা নাবিক বলেছেন: হতচ্ছাড়া!!! চাপকে যৌনাঙ্গের চামড়া উঠিয়ে ফেলবো!! কথা বলা শিখে আসিস !!

২০| ১৬ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:২৭

দি সুফি বলেছেন: এই জিনিস মিথ্যা হইলেও, আম্লীগ তলে তলে আমাদের দেশকে ভারতীয়দের কাছে তুলে দিবে, এইটা শিওর থাকেন। বহুদিন ধইরাই আমাদের পোশাক খাত ওদের নজরে আছে!

১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৮

পথহারা নাবিক বলেছেন: হুম

২১| ১৬ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৫:৩৭

বি পজেটিভ বলেছেন: ঐ তো লেজ দেখা যায়!

১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩০

পথহারা নাবিক বলেছেন: আমার সামনে তোর পিছনে!!

২২| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৫২

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: আমাদের বাড়ীর সাইফুল আমাদের জন্য মারাত্বক বিনোদন

সাধারণত আমাদেরকে কেউ বোকা বানাতে গেলে আমরা বলিযে 'তুই ভাবছিস আমি বোধাই ' কিন্তু সাইফুল কথায় খুব ভুল করে ,তাকে কেউ মদন বানাতে গেলে সে তাড়াহুড়ো করে বলে বসে যে 'তুই ভাবছিস আমি খুব চালাক তাইনা? "

আপনিও মনে করছেন আমরা খুব চালাক তাইনা? চামে প্রচারটা হয়ে গেলো

জেকসন হেইটসে আর ব্রুকলীন চার্চ এভিনিউতে কিছু গ্রোচারী দোকান আছে যেখানে ফ্রী বা কম মুল্যে কিছু পত্রিকা বিক্রি করে যেমন ঠিকানা বাঙলাী ইত্যাদি নামের পত্রিকা সেগুলো পড়ে আমরা খুব হাসি যেমন আমার ভাগিনা প্রায় মন খারাপ করে তখন আমি তার সামনে পত্রিকাটা দিলেই হো হো করে হেসে উঠে


আজকে একটা গ্রোসারীতে গিয়ে শুনলাম এক বিনএপির নেতার মুখে সরকার নাকি বাংলাদেশের পুরোনো বিমান গুলো কম মুল্যেভারতকে দিয়েছে ভারত নাকি সেগুলো বাই রোডে লোকাল সারভিস দিবে তখন আমি ওনাকে বললাম ভারত আমাদের বাথরুমের ট্যাংকি গুলো নিচ দিয়ে লাইন টেনে ওদের দেশে নিয়ে যাচ্ছে তিনি আমাকে আসক করলেন সেটা দিয়ে কি করবে বললাম কেন গ্যাস উৎপাদন করবে তখন তিনি তা বিশ্বাস করে হাসিনাকে একটা গালি দিলেন এই হলো রাজনীতি সমালোচক বিএনপি সমর্থক আর হাসিনা এই দলের নেতাদের সাথে রাজনীতি করে হাসিনা হইলো সব চেয়ে গাধা

১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩২

পথহারা নাবিক বলেছেন: ৭মাস হছে ব্লগে আইছছ, আইসাই তাফালিং করা শুরু করছস!!

২৩| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:০১

সবখানে সবাই আছে বলেছেন: সেনাবাহিনীতে যশোর জিওসি বলে কোন পদ নাই। যশোর আর খুলনা অঞ্চলের জিওসিকে বলা হয় জিওসি- ৫৫ পদাতিক বাহিনী বা ৫৫ ইনফ্যানট্রি ডিভিশন। বিদ্রোহী ভৃগু সাহেবকে এই ব্যাপারে মন্তব্য করার আওভান জানাচ্ছি। বিএনপি জামাতের পা চাটা কুত্তা গুলো পারলে আমার মন্তব্য কাঊন্টার করুক।

১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৩

পথহারা নাবিক বলেছেন: আমরাতো জানি না!! জানার জন্যই ব্লগে দেওয়া!!

২৪| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৩

হাসান কালবৈশাখী বলেছেন:
দুমাস ব্যাপি বিম্পি-জামাতের বিরামহীন সব আন্দলোন নাসকতা ব্যার্থ হয়ে যাবার পর .. অতঃপর আবার সেই পুরনো অস্ত্র ফিরিয়ে আনা - 'বারত যুযু'

১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৪

পথহারা নাবিক বলেছেন: বারত যুযু'!!!!!!

২৫| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৬

মুনেম আহমেদ বলেছেন: ইনকিলাবে দেখুন Click This Link

১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৪

পথহারা নাবিক বলেছেন: মনে হয় না সত্য!!

২৬| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৬

বোধহীন স্বপ্ন বলেছেন: আমি বুঝি না যা সারা দুনীয়ায় কেউ জানে না বালের কেল্লা তা-ই কিভাবে যেন জেনে ফেলে, কট্‌ঠিন চিজ :P

১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৩

পথহারা নাবিক বলেছেন: রুপকথার দেশে সবই সম্ভব!!

২৭| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৭

ইসপাত কঠিন বলেছেন: Armoured, Artillery?????????? আর্মার্ড, আর্টিলারী পকেটে করে ঢুকানোর কোন জিনিস নয় যে কেউ দেখতে পাবে না।

১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৪

পথহারা নাবিক বলেছেন: হুম

২৮| ১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪১

মুনেম আহমেদ বলেছেন: যেহেতু মেইনষ্ট্রীম মিডিয়ায় এসেছে জিনিসটা এম্নি এম্নি ছেড়ে দেয়া যায় না। সুষ্ঠ তদন্ত হওয়া উচিৎ। বিভ্রান্তি দূর করার জন্যে হলেও। আর সত্য হলে এটা আমাদের সার্বভৌমত্বের উপর বড় আঘাত বলেই মনে করি।

১৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৬

পথহারা নাবিক বলেছেন: মনে হয় না সত্য!! তবে সত্য হলে এমনে এমনে ছেড়ে দেওয়া হবে না!!

২৯| ১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৯

রায়হান চৌঃ বলেছেন: ভাই....
বুঝতে পারছি কি হচ্ছে, এখন আর কাউকে ই বিশ্বাস করতে পারছি না এমন কি নিজেকে ও না... :(, দিনে দিনে আত্নবিশ্বাসের লেভেটা নিছে নেমে আসছে, ডকুমেন্ট গুলো যাহাতে সত্যি না হয়, আর হলে আরো একটি... কি যেন বলে "কুরুক্ষেএ" তৈরী হবে.... :(

১৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৬

পথহারা নাবিক বলেছেন: হুম

৩০| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৭

সৌম্য বলেছেন: ছয় বচ্ছর ধরে ব্লগিং করি। একটা কথা শিখছি যেটা ধ্রুব সত্য। ল্যাঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড।

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৭

পথহারা নাবিক বলেছেন: কথা বাত্রা শুনে মনে হয় ৬ দিন ব্লগিং করছেন!! সহ বল্গারদের সম্মান দিতে শিখুন!!

৩১| ১৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৮

নিয়েল হিমু বলেছেন: দেখুন শামস৭১ নামের একজন আপনাকে বলেছেন: শুনুন, বাশের কেল্লায় যাবেন বিনোদন নিবেন এবং বাশের কেল্লা থেকে চলে আসার সময় সেই কথা গুলোও সেখানে রেখে আসবেন । এটাই হল বুদ্ধিমানের কাজ ।
বাশের কেল্লার রেফারেন্স দিয়ে ব্লগে পোষ্ট দেওয়া মানে উন্নত মানের গাধামী করা ।

আর আপনি এর জবাবে দিয়েছেন ঃ হুম /:) /:)
আর শামস এর ঠিক নিচেই সৌম্য বললেন: বলদ গাছে ধরে তার জবাবে আপনি প্রথমবার বল্লেন আমারে কইলে লাথি দিয়া বিচি গালাইয়া দিমু!! টেকনিকেল কারনে একি কমেন্ট দুইবার পরায় আনি দ্বিতীয়টায় জবাব দিলেন হতচ্ছাড়া!!! চাপকে যৌনাঙ্গের চামড়া উঠিয়ে ফেলবো!! কথা বলা শিখে আসিস !! আবার এখন পর্যন্ত সৌম্যর শেষ কমেন্টে তিনি তার ছয় বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন যখন তখন আপনি বললেন কথা বাত্রা শুনে মনে হয় ৬ দিন ব্লগিং করছেন!! সহ বল্গারদের সম্মান দিতে শিখুন!! প্রথম থেকে তো আপনিই সহ বল্গারকে টাইম দিলেন না । আর লেন্জায় পাড়া দিতেই সন্মান অসন্মান নিয়া আসলেন ?
ঐ তোর লেন্জা দেখা যায় রে সামলায়া থ । ছাগ লেন্জা না বলদ লেন্জা দেখা যায় সামলা । বাশের কেল্লার একাধীক পোষ্ট তোমার শেয়ারে আছে দুইবছর ব্লগিং লাইফে । সামলায়া

১৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০০

পথহারা নাবিক বলেছেন: তুমার কথা বার্তায় বাল বাল গন্ধ আছে!! তুমার কথা বারতা শুনে মনে হচ্ছে তুমার নাক টিপ্লে দুদু বের হবে!! শিশুরা অনেক কথা বলে আমি তাদের স্নেহের চোখে দেখি!! সামুতে আমার আইডি প্রায় ৫ বছর যাবত!! আগের আইডি ব্লক এঁর কারনে নতুন আইডি খুলেছি!! ৫ বছরে তুমার মতো অনেক শিশুকে আমি বড় হতে শিখিয়েছি!! তুমি আমার এই আইডিতে ছাগু কেল্লার কয়টা পোষ্ট পেয়েছো একটু নাম সহ দিবে!!

৩২| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৫

নিয়েল হিমু বলেছেন: আগের নিক গুলান কেন বেন করা হৈছিল ?!!! ;)

১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৩

পথহারা নাবিক বলেছেন: গালা গালি করছি ছাগুদের!! :P

৩৩| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৪

নিয়েল হিমু বলেছেন: আরেকটা কথা পাঁচ বছর তোমার ব্লগিং বয়স হৈলে তো আমারে চিনার কথা গন্ধ পাওয়ার কথা না ;)

১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪১

পথহারা নাবিক বলেছেন: আমি কাউরে চিনিনা কিন্তু ছাগুরা আমাকে খুব ভালো মতো চিনে!

৩৪| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:১৫

নিয়েল হিমু বলেছেন: সোনো সোজা কথায় আসি চাপা পিটাইলে ছার পাবা না । আবলামি কমায়া করবা । বুঝলা

১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:২৭

পথহারা নাবিক বলেছেন: যা ছাগু ম্যা ম্যা করিশ না!! আচ্ছা আয় তোর পোষ্টে যাইয়া কথা কই!!

৩৫| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৪২

নিয়েল হিমু বলেছেন: আবাল চোৎ

১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৪

পথহারা নাবিক বলেছেন: যাও ছাগু গিয়ে কষ্ট করে পড়ে নাও!!

৩৬| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৬

মেকগাইভার বলেছেন: ঘটনা লজিক্যাল নয় তবে এই ঘটনার জন্য জার্নালিস্ট এরেস্ট করাটা হিটলারকেও হার মানায়। ইন্ডিয়ার নামে কিছু লিখলেই এরেস্ট বাহ !!!!!

এটা কি বাংলাদেশ নাকি বংগ প্রদেশ?

১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৭

পথহারা নাবিক বলেছেন: সাংবাদিক গ্রেফতারের তীব্র নিন্দা জানাই!! তবে কিছু ইস্যু আছে যা পুরো পুরি না জেনে সংবাদের প্রথম পাতায় দেওয়াটা অনুচিত!! এদের কারনেই কিন্তু বাবরী মসজিদের সময় বাংলাদেশে দাঙ্গা হয়েছিলো!! তাই এই সব নাজুক বিষয় দেওয়ার আগে অবশ্যই ওদের চিন্তা করার উচিৎ ছিলো!!

৩৭| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:০১

নিয়েল হিমু বলেছেন: ম্যাক গাইভার সাহেব কোনটা ইন্ডিয়ার বিরুদ্ধে লেখা আর কোন দেলেশর বিরুদ্ধে লেখা এখনো বোঝার বয়স হয় নাই আপনার । একটা দেশের সেনাবাহিনী হচ্ছে সম্পূর্ণ সতন্ত্র বাহিনী । আপনি সেনা বাহিনী নিয়ে মনগড়া কথা লেখবেন বলবেন তাতেই সেটা কেন ভারত বিরোধী হবে বলেন তো ?

১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:০৬

পথহারা নাবিক বলেছেন: ছাগুটা আমার পোষ্টে ম্যা ম্যা করে নষ্ট করে দিলোরে যায়গাটা!! ছাগু তোর না আজকে রংপুরে ম্যা ম্যা করার কথা!! কাঠাল পাতায় বুঝি পোসে নাই তাই না!!

৩৮| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:০২

নিয়েল হিমু বলেছেন: হ আমি যাই আর তুই বাশের কেল্লায় লাইক দে গিয়া খেইচা আর এইখানে আইনা শেয়ার দে । লগে স্লোগান দিছ তোর বাপগো মুক্তিচাছ । তাইলে হালাল হবে টেকাটুকা । নাইলে তো হারাম খাবিরে ।

১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:০৬

পথহারা নাবিক বলেছেন: টাকা!! =p~ =p~ =p~ যা ছাগু আগে খিচুড়ি খেয়ে আয়!!

৩৯| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:১৩

নিয়েল হিমু বলেছেন: আবালের বাচ্চা ছাগল জানি কোথাকার বাইন[]ৎ

১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:২১

পথহারা নাবিক বলেছেন: আহারে পোলাটা গালি দিতে দিতে হাপিয়ে উঠেছে!! যা ভাই একটু যৌন জাগরণ মঞ্চের খিচুড়ি খেয়ে আয়!! খেয়ে এসে কিনু আবার গালি দিতে হপে!! =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.