নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুশীলের নাম শুনলে ঘেন্যা হয়!!

যখন পেয়েছি পথের দেখা তখন আবার দিকভ্রান্ত হয়ে হারিয়েছি পথ.........

পথহারা নাবিক

পেয়েছি পথের দেখা !! শেষ জানিনা তার!!

পথহারা নাবিক › বিস্তারিত পোস্টঃ

=p~ =p~ আবার পীরের দরগায় এরশাদ!! =p~ =p~ =p~

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:০৯







জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে অবিচ্ছেদ্য যে বিষয়টি জড়িয়ে আছে তা হলো পীরদের দোয়া নেয়ার ঘটনা। অতীতে অনেকবারই এই নেতাকে দেখা গেছে পীরদের দরগায়। বলা হয়ে থাকে, তিনি বড় সমস্যায় পড়লে পীরের শরণাপন্ন হন সমাধানের আশায়। বুধবার আবার একজন পীরের দরগায় দেখা গেল এরশাদকে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এরশাদ দোয়া নিতে গেলেন সায়েদাবাদী পীরের দরগায়। তার সানিধ্যে প্রায় এক ঘণ্টা থাকেন তিনি। পীরের কাছে নিজের বর্তমান অবস্থার কথা তুলে ধরে দোয়াও চান।

পরিবর্তনকে বিষয়টি নিশ্চিত করেছেন এরশাদের রাজনৈতিক সচিব সুনীল শুভরায়। তবে কী কারণে গিয়েছিলেন সে ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেননি।

জানা গেছে, বুধবার সকালে এরশাদ নিজের রাজনৈতিক কার্যালয়ে যাওয়ার আগে ছুটে যান সায়েদাবাদী পীর সাইদুর রহমানের কাছে। একমাস সিএমইচে থাকার পর বুধবারই প্রথম বের হন রাজনৈতিক কাজে। কিন্তু তার আগে তিনি যান পীরের দোয়া নেয়ার জন্য। পীরের দোয়া নিয়েই শুরু করেন বর্তমান পরিস্থিতিতে তার দাপ্তরিক কার্যক্রম।

সূত্র জানায়, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাসা থেকে বের হন এরশাদ। এরপর তিনি চলে যান সায়েদাবাদী পীর সাইদুর রহমানের কাছে। এ সময় তার সাথে দলীয় কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।

সেখান থেকে বের হয়েই তিনি যান জাতীয় পার্টির কাকরাইলের কার্যালয়ে। সেখান থেকে যান বনানী কার্যালয়ে। বনানীর কার্যালয়ে দাপ্তরিক কিছু কাজ সারেন।

এর আগেও বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতে এরশাদকে পীর ও বুর্জগব্যক্তিদের আস্তানায় যেতে দেখা গেছে। দেশের ক্ষমতা দখলের পরপরই ১৯৮২ সালে মুরিদ হয়েছিলেন আটরশি পীরের। সে সময় হেলিকপ্টারে চরে বেশ কয়েকবার আটরশি গিয়ে ছিলেন তিনি। বিষয়টি আলোচনায়ও উঠে আসে। এরপর অনান্য পীরের দরগায়ও দেখা গেছে তাকে। সর্বশেষ বুধবার দেখা গেলো সায়েদাবাদী পীরের কাছে। তবে এবার অনেকটা চুপিসারেই গেলেন দরগায়।







সুত্রঃ পরিবর্তন.কম



মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:১৩

পাঠক১৯৭১ বলেছেন: পীর হয়তো খাঁটি ভায়াগ্রা চেয়েছিল এরশাদের কাছে!

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:১৯

পথহারা নাবিক বলেছেন: কেনো পীরের তার মুরিদের তৈল মালিশে আর কাজ হয় না!! B-) B-)

২| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:৩১

হাসণাত বলেছেন: এরসাদ কি বিয়া করব চাচার পাও্যার আছে

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:৩৩

পথহারা নাবিক বলেছেন: B:-) B:-)

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:০১

উদাস কিশোর বলেছেন: পরিবর্তন মন্ত্রি হোসাইন মুহাম্মাদ এরশাদও তাহলে পীরের মুরিদ !

১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৫

পথহারা নাবিক বলেছেন: এইটা কি নতুন কথা নাকি!!

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:০৪

ভিটামিন সি বলেছেন: দয়াল বাবা কলা খাবা, ঘরে বইসা খাও
কলা খাইতে কেন তুমি পীরের কাছে যাও বাবাগো,
কলা খাইতে কেন তুমি পীরের কাছে যাও।।

১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৬

পথহারা নাবিক বলেছেন: অন্যের কলার দিকে কেনো মিট মিটাইয়া চাও!!

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৩২

সাদা মনের মানুষ বলেছেন: এরশাদ বিনোদন আর বিনোদন ;)

১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৯

পথহারা নাবিক বলেছেন: নির্মল রস!!! :P

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪২

নিজাম বলেছেন: এর আগে তিনি আটরশি পীরের মুরিদ ছিলেন। এবার তাহলে রাজনীতির মতো পীরও পরিবর্তন হয়ে গেল!!

১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৫

পথহারা নাবিক বলেছেন: :P :P :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.