নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুশীলের নাম শুনলে ঘেন্যা হয়!!

যখন পেয়েছি পথের দেখা তখন আবার দিকভ্রান্ত হয়ে হারিয়েছি পথ.........

পথহারা নাবিক

পেয়েছি পথের দেখা !! শেষ জানিনা তার!!

পথহারা নাবিক › বিস্তারিত পোস্টঃ

ছাগু কেল্লা আবার মিথ্যাচার করতে গিয়ে ধরা খাইলো!! X(( X(( X(( X(( X((

১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

আপনারা হয়তো দেখে থাকবেন যে কালুরঘাট সাইবার কেন্দ্র এবং সময়ের সাক্ষী নামের দুটি ফেইসবুক পেইজে অব্যহতভাবে ভুয়া ডকুমেন্ট, ডিভিও এবং ছবি প্রকাশ করে যাচ্ছে বিএনপি-জামায়াত। রাস্তার সন্ত্রাস এখন সাইবার জগতে। এরই অংশ হিসেবে গতকাল একটি প্রচারণা চালায় তারা যে ভারতীয় সেনাবাহিনী এবং বিএসএফকে নাকি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইনশৃংঙ্খলা রক্ষার্থে ডেকে পাঠানো হয়েছে। আমি খুবই খুশি হতাম এই ঘটনা সত্য হলে। এর কারণ, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। তার দরকারে যদি ভারত আন্তর্জাতিক কোন শান্তিরক্ষী সংস্থা ছাড়াই সেনা এবং তাদের বর্ডার গার্ডকে বাংলাদেশে পাঠায় এর মানে তারা আমাদের অনুগত। বাস্তবে এমনটা ঘটে নাই, ভারত কখনও বাংলাদেশের অধীনে আসে নাই যে এখানে তারা সেনা পাঠাতে যাবে।



এটা আসলে বিএনপি জামাতের সেই জ্বলুনি যেটা একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার সময় থেকে শুরু। আসুন কথা না বড়িয়ে দেখি সেই জালিয়াতির নমুনা:







যদিও গ্রেস্কেলে ব সাদা-কালো কপি খেয়াল করার বিষয় হলো:



১। দুটি ডকুমেন্টের দুটি ভিন্ন জায়গায় সরকারের লোগো ব্যবহার করা হয়েছে, বিষয়টাকে সরকারি ডকুমেন্ট বানানোর চেষ্টা থেকে। বাংলাদেশ সরকারের সিল দেখে বুঝা যায় এটা মাল্টি কালারের এবং এমন সিল বাস্তবে দেয়া সম্ভব নয়। এটা ফটোশপে দেয়া। মানচিত্রের মাপে ইংক প্যাড এবং বাকি লেখার জন্য আলাদা আলাদা প্যাড লাগবে যেটা আদোতে সম্ভব নয়।



২। যদি মন্ত্রণালয় থেকে ডিজিটালি লোগো লাগানো হতো তবে লোগোর পজিশন একই রকমের থাকতো, এটা ডানে বামে ঘুড়িয়ে দেয়া হতো না। সিল দেয়া হয়েছে বুঝাতেই ফটোশপের মাধ্যমে সিলের পজিশন ঘুড়িয়ে দেয়া হয়েছে।



৩। দুই ডকুমেন্টে সাইন দুটা সম্পূর্ণ ভিন্নভাবে দেয়া। স্পষ্ট বুঝা যায় যে এটি জাল।



৪। যশোর জিওসি বলে বাংলাদেশ সেনাবাহিনীতে কোন পদই নেই।





এইসব ডকুমেন্টস যা বিএনপি জামায়াতের পক্ষ থেকে ছড়ানো হচ্ছে তা যে মিথ্যা তার দৃশ্যমান প্রমাণ দেখলেন। এখন এর পদ্ধতিগত এবং কারিগরি কিছু ত্রুটি নিয়ে বলছি:







১. পররাষ্ট্র মন্ত্রলালয়ের দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ে ভারতের সাথে কাজ করে কেবল মাত্র দক্ষিন এশিয়া অনুবিভাগ। অথচ এখানে উল্লেখ করা হয়েছে ইস্ট এশিয়া এন্ড প্যাসেফিক অনুবিভাগের নাম, যা সর্বৈব মিথ্যা।



২. যে কোন প্রতিরক্ষা / ‍নিরাপত্তা ইস্যুতে - কোন ডিফেন্স এ্যাটাচের সাথে যোগাযোগের নির্ধারিত ধারা হল এএফডি / নিরাপত্তা সংস্থা থেকে সংশ্লিষ্ট কর্মকর্তা, যা এই বার্তার অসাড়তা প্রমাণ করে।



৩. এমন কোন বিষয় থাকলেও তা হত অতি গোপনীয়, আর তা কখনোই ফ্যাক্স আকারে পাঠানো হত না। অতি গোপনীয় বার্তা প্রেরণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ প্রেরণ পদ্ধতি আছে যাকে সাইফার কোডিং বলে।



৪. সাইফার কোডিং বার্তা কখনো মূল পত্রের সাথে যায় না। বার্তা অন্য কোন বার্তার সংলগ্নি হিসেবে থাকে, যা ডিসাইফার করতে হয়। এখানে বার্তা অনেকটা উন্মুক্ত আর গোপনীয় বা গুরুত্বপূর্ণ বার্তার পাতার উপরে ডানে তা ট্যাগ করা থাকে। ঠিক সেখানে দেখানো হয়েছে পাতার নম্বর, যা কোন ফরমেটেই গ্রহণযোগ্য নয়।







সময়ের মিথ্যা সাক্ষী দিচ্ছেন খালেদা গং, খালেদা জিয়া এবং তারেক রহমানের পেইজ থেকে এসব ভুয়া তথ্য সংশিষ্ট পোস্ট স্পন্সর করা হয় তা আপনারা দেখেছেন এর আগে। হাজার হাজার ডলার খরচ করে মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যমূলক খবর প্রচার করা হয়। ভোটের আগে বলেছিলাম যে কিছু হলুদ সাংবাদিক এবং বিএনপি জামায়াতের লোকেরা মিলে ৪০ টি ভুয়া ভোট কেন্দ্র সাজিয়ে এবং জাল ব্যালট ছাপিয়ে তাতে সীল দিয়ে প্রচার করবে ভোট জাল হচ্ছে। সেখানে বিশ্বস্ততা আনতে হয়তো ভুয়া পুলিশ অফিসার সাজিয়ে এনে সাক্ষ্য দেয়া হবে। বলা হবে, নির্বাচনে জালিয়াতি হয়েছে। ঠিক তাই তাই এখন দেখা যাচ্ছে বাঁশেরকেল্লা, কালুরঘাট সাইবারকেন্দ্র বা সময়ের সাক্ষী নামের পেইজগুলোতে। এদের প্রতিটা কথা, প্রতিটা কাজ মিথ্যা। তাই, ভবিষ্যতে আরও যেসব প্রপাগান্ডা বা এই ধরনের ফেইক ডকুমেন্ট তারা দিবে বা দিতে পারে সেসবের কোন গ্রহযোগ্যতাই নেই। হয়তো পরেরবার তারা আরও বেশি সতর্ক হয়ে জাল ডকুমেন্ট বানাবে কিন্তু তারপরও সত্যের জয় অনিবার্য। সত্যের পক্ষে থাকুন। বিএনপি-জামায়াত এবং তাদের দোসরদের বর্জন করুন।





ধন্যবাদ ইফতেখার ভাইকে!

মন্তব্য ২৮ টি রেটিং +০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৪

হাসান কালবৈশাখী বলেছেন:
এটিও পড়ুন
Click This Link

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৫

পথহারা নাবিক বলেছেন: হুম

২| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩০

শামীম মুসতফা বলেছেন: আমাদের দেশে রাজনীতি করতে শিক্ষাগত
যোগ্যতা লাগেনা তাই হয়ত রাজনীতি এত
কলুষিত! আর অষ্টম শ্রেণি পাশ
কইরা যদি প্রধানমন্ত্রী হওয়া যায়
তাইলে শিক্ষাগত যোগ্যতা দরকারটা কি .............

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৫

পথহারা নাবিক বলেছেন: মন্ত্রী নিজের নাম লিখতে পারে না সেইটা বললেন না!!

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৩

শাহরিয়ার খান রোজেন বলেছেন: হুজুগে বাঙ্গালী।

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৩

পথহারা নাবিক বলেছেন: হুম

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৫

Eisenheim বলেছেন: ছাগুকেল্লার দেয়া একটা সত্যি খবর দিতে পারেন? :-<

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৮

পথহারা নাবিক বলেছেন: নারে ভাই!! :| :|

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৪

লেখোয়াড় বলেছেন:
তবুও ছাগুদের লজ্জা হয় না।

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৮

পথহারা নাবিক বলেছেন: মানীর মান জুতা দিয়া বাইরাইলেও কমে না!! উনাদের মান সম্মান অনেক বেশী!!

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৮

কলাবাগান১ বলেছেন: আরে ভাই আপনিই তো এই গুজব কে 'খবর' আকারে (লিন্ক দিয়ে) সামুতে পোস্ট করেছিলেন...........

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৩

পথহারা নাবিক বলেছেন: খবর নারে ভাই!! সবাইরে জিজ্ঞাসা করছিলাম ঘটনা কতোটুকু সত্য!! আর আপনে এইটারে খবর বানাইয়া ফেললেন!!

৭| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৪

এবি মিনহাজ বলেছেন: একী কাণ্ড,!!!"

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩১

পথহারা নাবিক বলেছেন: হুম

৮| ১৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫০

আমার কোন প্রশ্ন নাই বলেছেন: জব্বর খেল শুরু হইছে আবার!!!!

১৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৯

পথহারা নাবিক বলেছেন: হ্মম !!

৯| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৭

ফাহীম দেওয়ান বলেছেন: আমি ছাগুদের প্রত্যক্ষ্য অংশ গ্রহন দেখতে চাই এই পোষ্টে। দেখি কোন ছাগুর ব্যাটা অথবা বিজাত (১৮+) সমর্থক যুক্তি খন্ডন করতে আসে কিনা।


শালার লজ্জা বইলা একটা কথা আছে, ছাগুদেরতো নাই, কিন্তু ছাগীয়তাবাদিরাও এখন সেই পথেই হাটছে।

১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৯

পথহারা নাবিক বলেছেন: হুম!! ধন্যবাদ!!

১০| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০০

HHH বলেছেন: ভাইসব, গত ২ দিনে আপনাদের বালের একজন সাবেক ও একজন বর্তমান মন্ত্রী জনতার পায়ের জুতা খেয়েছেন।

সেই জুতাগুলা কিন্তু ফোটোশপের বানানো ছিল না। একদম পায়ের সত্যিকার চপ্পল ছিল।

আপনাদের অনুভূতি কি?

--- চুন্নিসাহা

১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:২৫

পথহারা নাবিক বলেছেন: ছিঃ ছিঃ ভাই!! আপনি আমাকে এন্ট্রি ছাগু কেল্লা বলতে পারেন কিন্তু বাল বলবেন না!! অত নিচে এখনো নামি নাই!!

১১| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৯

ফাহীম দেওয়ান বলেছেন: জনাব HHH (Hideous Hell Hoax )- আপনি আপনার প্রশ্নটি করার আগে দয়া করে পোষ্টে যে আপনাদের প্যান্ট খুলে প্রমান করা হলো যে আপনি ও আপনার জ্ঞাতি জনেরা গুপ্ত কেশ না কেটে গিট দিয়ে রাখেন সেটা নিয়া আগে কিছু বলুন।

সব জায়গায় তেনা প্যাচাইতে আইলে নিজেই প্যাচাইবা।

১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:২৬

পথহারা নাবিক বলেছেন: :-B :-B

১২| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০৯

HHH বলেছেন: আমাদের? হাহাহা, আপনাদের কুত্তামির বিরুদ্ধে কিছু লিখলেই তো সবাই জামাত-রাজাকার, জংগী ইত্যাদি হয়ে যায়, তাই না? এ আর নতুন কি। এইসব ট্যাগ আমাকে যতখুশি দেন। আমার কোন সমস্যা নাই।

জুতা খাইয়া কেমন লাগলো সেটা বলেন।
বাংলাদেশের মানুষ এখন আপনাদের ঘৃণা করে, দেখলে নাক সিটকায়, আপনাদের দেখলে বিড়বিড় করে আপনাদের মা-বাপ তুলে গালি দেয়।

এইসব কি বুঝেন? রাস্তায় বের হন। মানুষের সাথে কথা বলেন। বুঝতে পারবেন।

১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:২৬

পথহারা নাবিক বলেছেন: :-0 :-0

১৩| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৩১

HHH বলেছেন: @ফাহীম দেওয়ান

আপনি কি চান আপনার পরিবারের মেয়েলোকেরা নিজ পতিদের ত্যাগ করে পরপুরুষের কাছে চলে যাক?
যদি তা না চান তাহলে আমার প্যান্ট খুলবেন না, প্লীজ। এতে আপনারই ক্ষতি। :-P :-P

১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৯

পথহারা নাবিক বলেছেন: একটু বেশী বলে ফেললেন না!! X(( X((

১৪| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৬

HHH বলেছেন: @ লেখক,

দুঃখিত, কিন্তু উনি শুরু করেছেন। উত্তর না দিলে পৌরষত্ত্বে একটা আঘাত লাগবে। =p~ =p~

১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:২২

পথহারা নাবিক বলেছেন: হইছে!! এই জামাত শিবির বাল ছাল নিয়া দেশটারে আর বিভক্ত কইরেন না!! X(( X(( X((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.