![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেয়েছি পথের দেখা !! শেষ জানিনা তার!!
ফর্মুলা ওয়ান রেস সাতবার বিজয়ী গাড়িচালক মাইকেল শুমাখারকে আজীবন কোমাচ্ছন অবস্থাতেই থাকতে হবে। তিনি আর কোনোদিন কথা বলতে পারবেন না, এমন কথাই জানিয়েছেন ডাক্তাররা। এই খবর প্রকাশ করেছে ইংল্যান্ডের এক সংবাদপত্র। বিস্তারিত জানিয়েছে জি নিউজ।
গত ২৯ ডিসেম্বর আল্পস পর্বতে স্কি করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন শুমাখার। সাম্প্রতিক খবরে বলা হয়েছে আর কোনোদিন সুস্থ হবেন না শুমাখার। কোমাচ্ছন অবস্থায় শুমাখার ১৯ দিনে পড়লেন।
গত পাঁচ দিন ধরে কিংবদন্তি এই ফর্মুলা ওয়ান ড্রাইভারের মেডিক্যাল বুলেটিনও প্রকাশ করা হচ্ছে না। যে হাসপাতালে শুমাখার ভর্তি আছেন, সেই ফ্রান্সের গ্রেনোবেল হাসপাতালে কর্মীরা বলছেন, আসলে ওনার শারীরিক অবস্থা নিয়ে আর কিছু বলার নেই। উনি আর কোনোদিন সুস্থ হবেন না।
এক নিউরোসার্জন বললেন, এভাবে কোমা আজীবন চালিয়ে যাওয়া যায়। এতে মানব মস্তিস্কের কোনও ক্ষতি হয় না।
এর কয়েক দিন আগেই ফ্রান্সের গ্রেনোবেল হাসপাতালে প্রায় নিঃশব্দেই ৪৫ বছরে পা দেন মাইকেল শুমাখার।
দুর্ঘটনার ১০ মিনিটের মধ্যে হেলিকপ্টারে করে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। এক ঘণ্টার মধ্যে প্যারিস থেকে একজন মস্তিষ্কবিষারদ ও শল্যচিকিৎসককে নিয়ে আসা হয়। তাতেও লাভ কিছু হয়নি। নতুন এ খবরের পর কার্যত ভেঙে পড়েছেন শুমাখারের ভক্তরা।
সুত্র
১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২১
পথহারা নাবিক বলেছেন: হুম
২| ১৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১১
ঢাকাবাসী বলেছেন: রেসিং জগতে এক কিংবদন্তী মাইকেল শুমাখার।
১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২১
পথহারা নাবিক বলেছেন: হুম
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৬:১৪
ইফতেখার ভূইয়া বলেছেন: "নতুন এ খবরের পর কার্যত ভেঙে পড়েছেন শুমাখারের ভক্তরা।"
তাই নাকি? জানতামনাতো?!