![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেয়েছি পথের দেখা !! শেষ জানিনা তার!!
৫৩ হাজার ১০০ টাকা মাসিক বেতন, সম্পূর্ণ করমুক্ত, সুসজ্জিত অফিস কক্ষ, বিদেশ ভ্রমণ, ভ্রমণের জন্য বিশেষ ভাতা, ইন্স্যুরেন্স, নিয়মিত স্বাস্থ্যসেবা এসব কিছু চলবে সরকারি খরচে। তাকে ঘিরে থাকবেন ১১ জন ব্যক্তিগত কর্মকর্তা-কর্মচারী। দেশ-বিদেশে যোগাযোগের জন্য তার বাসা ও অফিসের টিএনটি ফোনের এবং হাতে রাখা মোবাইল ফোনের সব বিল দেবে সরকার। থাকবে সার্বক্ষণিক গাড়ি। চাইলে সুসজ্জিত সরকারি বাড়ি পাবেন। না চাইলে পাবেন ভাড়া আর রক্ষণাবেক্ষণ বাবদ ভাতা। খবর বাংলা নিউজ। প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে এসব সুযোগ-সুবিধা থাকবে হুসেইন মুহম্মদ এরশাদের। সাবেক এই রাষ্ট্রপতি ও সেনাপ্রধান এবার মন্ত্রীর পদমর্যাদায় পাবেন অন্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধাও।
গত ১২ জানুয়ারি প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে নিয়োগ পান হুসেইন মুহম্মদ এরশাদ। ওইদিন রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভূইঞা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। এরশাদ ১৯৮২ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন।
দশম জাতীয় সংসদ নির্বাচনের আগেই জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ মহাজোট থেকে বের হয়ে যান। তিনি তারপর একেক সময় একেক কথা বলে মিডিয়ার নজর কাড়েন। নির্বাচনের আগেই ঘটে নানান ঘটনা। একসময় জাতীয় পার্টির মনোনয়ন জমাদানকারীদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে আদেশ দিলেও তিনি নিজে সেটি করেননি।
গত ১২ ডিসেম্বর রাতে র্যাব-পুলিশের একটি দল এরশাদকে বাড়ি থেকে তুলে নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচে চিকিৎসার জন্য ভর্তি করে দেয়। যদিও এরশাদের পক্ষ থেকে দাবি কর?া হচ্ছিল, তিনি সুস্থ। তাকে চিকিৎসা নয়; আটক করা হয়েছে। আর পুরো বিষয়টিতে নীরব থাকে সরকার।
নির্বাচনের পরও শুরু হয় নতুন নাটক। তারই অংশ হিসেবে অন্য সংসদ সদস্যদের সঙ্গে শপথ না নিয়ে দুই দিন পর একা শপথ পাঠ করেন এরশাদ। এর মধ্যেই সেরে ফেলেন আলাপ-আলোচনা। তাতেই তার এই অর্জন। মন্ত্রীর মর্যাদায় বিশেষ দূত।
এর আগে এমন বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন ড. ফারুক সোবহান। প্রধান উপদেষ্টার বিশেষ দূত হিসেবে তার দায়িত্ব পালনের অংশ হিসেবে ২০০৭ সালের মে মাসে ওয়াশিংটন এবং নিউইয়র্ক সফরও করেন তিনি।
সূত্রমতে, হুসেইন মুহম্মদ এরশাদেরও রয়েছে বিদেশে যাওয়ার প্রগাঢ় ইচ্ছা।
জাতীয় পার্টি এবং সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, দশম জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদের নেতৃত্বাধীন গ্রুপটি এরশাদের পক্ষে থাকছে না। তারা এরশাদের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্যও বোধ করছেন না। এ অবস্থায় এরশাদ দেশের বাইরে চলে যেতে ইচ্ছা পোষণ করছেন। আর এরই প্রেক্ষিতে এরশাদকে বিশেষ দূত নিয়োগ দেয়া হয়।
তবে দেশে থাকুন কিংবা বিদেশে থাকুন প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে সুযোগ-সুবিধাগুলো পাবেন এরশাদ। এরইমধ্যে সরকারি সুযোগ-সুবিধার অংশ হিসেবে বারিধারার প্রেসিডেন্ট পার্কে পুলিশ প্রটোকল দেয়া হয়েছে।
এ বিষয়ে জানতে হুসেইন মুহাম্মদ এরশাদকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেন। কিন্তু যখন তাকে বিশেষ দূত করার প্রসঙ্গ তোলা হয় তখনই ফোন লাইনটি কেটে দেন। এরপর একাধিকবার তাকে ফোন করলেও তিনি আর ফোনটি রিসিভ করেননি।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, তাকে আসলে কোথাও পাঠানো হবে না। একটি পদ তাকে দেয়া হয়েছে সম্মান করে।
আরেকটি সূত্র বলছে, শিগগিরই মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরে পাঠানো হতে পারে হুসেইন মুহম্মদ এরশাদকে।
সূত্রঃ তাজাখবর.কম
১৮ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৩৫
পথহারা নাবিক বলেছেন:
২| ১৮ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৫:৪৫
১৮ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৩৬
পথহারা নাবিক বলেছেন: হুম
৩| ১৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:০৫
ফারিয়া বলেছেন: বাহ, বাংলাদেশি হেরমিস দেখি! ম্যাসেন্জার ম্যান!
১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৮
পথহারা নাবিক বলেছেন: হুম!! উন্নতির পথে বাংলাদেশ!!
৪| ১৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৩৫
পাঠক১৯৭১ বলেছেন: এরশাদকে এই বয়সে সরকারী বেতন দিয়ে কোন চাকুরী দেয়া অপরাধ; এভাবে মানুষের টাকা নস্ট করে ইডিয়ট এরশাদকে চাকরী দিয়ে শেখ হাসিনা অপরাধ করছে।
১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৯
পথহারা নাবিক বলেছেন: তরল দাদু কোটি কোটি টাকা চলে যাচ্ছে আর তুমি এই সামান্য কটা টাকার জন্য মরলা!!
৫| ১৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৯
ঢাকাবাসী বলেছেন: এরশাদের পায়ের নখের সমান যোগ্যতা নেই তারাও আজ হাসিনার পুরা মন্ত্রী! ঐ একই সুবিধা তারাও পান!
১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২০
পথহারা নাবিক বলেছেন: সহমত!!
৬| ১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৮
মোঃ আনারুল ইসলাম বলেছেন: এরশাদ এই পদ দিয়ে আরও কাছে মানে পাশে নিয়েছে কিছু অভাব পূরনের জন্য।
১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৯
পথহারা নাবিক বলেছেন: আপনি কিন্তু অশ্লীল ইঙ্গিত করছেন!!
৭| ১৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০০
অদিব বলেছেন: এরশাদ কাকুকে 'ডেটিং ভাতা' দেয়া হবে না???
১৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫১
পথহারা নাবিক বলেছেন: হইতেও পারে!!
৮| ১৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: সবাই বলে হাতি মরলেও লাখ ট্যাকা!!!
মগর এই এইরশাদ দেখি হাফ দামে বিকায় গেল জিন্দা মরা থাইকাই!!! আর মরলেওতো বুঝি কানাকড়িও দাম থাকপে নাইক্যা!!!!!
বান্দরের জেতা-মরা দাম নিয়া কোন কথা প্রচলিত আছে নি? কেউ জানলে শেয়ার কইরেন
১৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫
পথহারা নাবিক বলেছেন: চাচা না থাকলে কিন্তু আমরা নির্ভেজাল কৌতুক পেতাম না!!
৯| ১৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১১
তাসজিদ বলেছেন: জয়তু বিশ্ববেহায়া
১৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫
পথহারা নাবিক বলেছেন: জয়তু!!
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৫:২৯
হু-কেয়ারস বলেছেন: '' একটি পদ তাকে দেয়া হয়েছে সম্মান করে।একটি পদ তাকে দেয়া হয়েছে সম্মান করে।''

বড়ই সম্মানীত উনি !!!! আগে অর্ডার দিতেন এখন নিবেন