![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেয়েছি পথের দেখা !! শেষ জানিনা তার!!
.............চলবে আজ সারা রাত!!!
২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:২৯
পথহারা নাবিক বলেছেন: আনারুল ভাই এটা কিন্তু হিন্দি উর্দু কোনটাই না!! কোন ভাষার বলেন দেখি!! পারলে ভালোবাসা দিমু!!
২| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৩০
HHH বলেছেন: ্জুনুন ব্যান্ডের একটা কভার আছে, আরো জটিল
২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৪
পথহারা নাবিক বলেছেন: আহারে জুনুনেরটা দিতে ভুইলা গেলাম!! এই লন দিয়া দিলাম!!
৩| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৩১
মোঃ আনারুল ইসলাম বলেছেন: পানজাবি
২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৮
পথহারা নাবিক বলেছেন: হইচে!!
৪| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:০৬
মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনে তো ভাই আসল দুইটা ভার্সনই মিস করছেন !
নুসরাত ফতেহ আলী খান আর আবিদা পারভিনের ভার্সন টা শুনেন, গানের আসল ফ্লেভারটা পাবেন
২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:১১
পথহারা নাবিক বলেছেন: নুসরাত ফাতেহ এবং আবিদা পারভিন দুই জনেরটাই আমি শুনেছি! কিন্তু উনাদেরটা ভালো লাগে না!!
৫| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৩:০১
মাসুম আহমদ ১৪ বলেছেন: অরিজিনালটা যদি ভালো না লাগে তাহলে কি আর করা
আপনি কি জানেন এই গানের অরিজিনাল সিংগার কে?
২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৩:৩৬
পথহারা নাবিক বলেছেন: ভাই এইটার অরজিনাল বলে কেউ নাই!! আপনি যাদের কথা বলতেছে তাঁরা কেউ অরজিনাল না!! এইটা পাঞ্জাবী ফ্লোক সঙ্গীত!! এইটার অগজিনাল খুজতে হলে আপনাকে ৪০০/৫০০ বছর আগে যাইয়া খুজতে হবে!! আচ্ছা আপনি বলেন এইটার অরজিনাল কে!!!
৬| ২১ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৪:৩৭
স্প্লিকনট অয়ন বলেছেন: আমার কাছে আমাদের রুনা লায়লা ম্যাডামের গানটাই ভালো লাগে বেশী। দেশি দেশি ফ্লেভার আসে।
২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৮
পথহারা নাবিক বলেছেন: হুম খারাপ না!!
৭| ২১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:০৫
আমি ভাল আছি বলেছেন: http://www.youtube.com/watch?v=HhhhnHwVmmI
২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪০
পথহারা নাবিক বলেছেন: মিকা সিং!! এইটা ভালো লাগে!!
৮| ২১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৯
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভাইজান, অরিজিনাল বলে কেউ নাই আপ্নারে কে কৈ্লো? না জেনে একটা তথ্য দিয়ে দিলে তো হয়না। লাল শাহবাজ কালন্দর হলেন এই গানের অরিজিনাল সিংগার! তাছাড়া এটা এইটা পাঞ্জাবী ফোক সঙ্গীত নয়, এটা হল সুফি সঙ্গীত। সুফি আর ফোকের মাঝে যে পার্থক্য আছে সেটা জানেন তো!
এখন আপনারে বলি আমি কেন "অরিজিনাল" শব্দটা বললাম ! আপনে যাদের গান আপনার পোস্টে দিছেন তাদের কেউই সুফি সিংগার না। আর আমি যে দুইজনের গানের কথা বলছি তারা দুজনই সুফি সঙ্গিতের দুই লিজেন্ডস। আর এই গানটা এই দুজন-ই সর্ব প্রথমে সাধারণদের কাছে জনপ্রিয় করে তুলেছেন। ১০০ বছর পরেও যখন এই গান গাওয়া হবে তখনও তাদের নাম নেয়া হবে। শুনেন ভাইজান কাককে যতই ময়ূরের পোশাক পরান না কেন তারা কাকই থাকে। একটা সুফি গান একজন সুফি গায়কের গলায় যতটা ভাল লাগবে, সাধারণ গায়কের গলায় ততটা ভাল লাগবেনা। এটাই স্বাভাবিক। আর এই বেসিকটা যদি না বুঝেন তাহলে কেমনে কি !!
আপনে যখন বললেন একটা সুফি গান একজন সুফি সিংগারের গলায় ( নুসরাত ফতেহ আলী খান আর আবিদা পারভিনের ভার্সনটা ) আপনার ভালো লাগেনা, তখনি বোঝলাম আপনার গান শুনার টেস্টটা কেমন! এনি হাঊ সবার টেস্ট সমান থাকেনা। বাট ফানি পার্ট ইজ আপনে এই সুফি গানটাই বারবার শুনতেছেন অন্যদের গলায় যারা আদৌ সুফি সিংগার না
কেউ কেউ হাবিবের গলায় আব্দুল করিমের গান শুনে শান্তি পায়, আর কেউ কেউ আব্দুল করিমের গলায় আব্দুল করিমের গান শুনে শান্তি পায়। আপনে হলেন প্রথম দলের মানুষ
ভালো থাকুন
২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৩
পথহারা নাবিক বলেছেন: তথ্যর জন্য ধন্যবাদ!! ছোট বেলা থেকেই রুনা লায়লার গলায় গানটি শুনে আসছি। আপনি যাদের কথা বলছে তাদেরকে আপনার দেওয়া তথ্য মতে অর্জিনাল বলা যায় না যদিও আপনি জোর করে তাদেরকে অরজিনাল বলছেন। হাবিবের গান আমার ভালো লাগে না তবে শাহ আমদুল করিমের গানের প্রান উজ্জীবিত মানে আমাদের মাঝে জনপ্রিয় করে তুলেছিলো হাবিব কায়ার মাধ্যেমে!! তার আগে কয়জন উনাকে চিনতেন!!
২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১১
পথহারা নাবিক বলেছেন: লাল শাহবাজ কালন্দর হলেন এই গানের অরিজিনাল সিংগার!
এইটা আপনি কই পাইলেন!!
এটা একটা কাওয়ালী সঙ্গীত লিখেছেন আমির খুশরো হযরত শাহবাজ কালন্দরের সম্মানে ,পরে সুফি সাধক এবং কবি বুল্লেহ শাহ এটাকে সুফি ধারায় এডিট করেন। আপনি যাদের কথা বলেছেন কেউ সুফি সঙ্গীত নয় কাওয়ালী হিসাবে গানটি গেয়েছেন। একটু গুগল এবং wikipedia ঘেটে দেখুন ,আপনি কি বলেছে সেই জন্য আপনি নিজেই হাসবেন!! ধন্যবাদ আপনাকে ভুল তথ্য দেওয়ার জন্য তা না হলে হয়ত আসলটা জানা হতো না!!
৯| ২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: Wah! ...
মাস্ত কারদিয়া দিলকো... মাস্ত কালান্দিরয়াকো মাস্ত পছন্দ করকে
আসলেই সারা রাত পার করে দেয়া যায়।
২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৪
পথহারা নাবিক বলেছেন: আপনার জন্য একটা কড়া ভার্সন!!
১০| ২১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: আয়-হায় !
দেহেন দি কল্লেন কি!!!!
এইরাম খেতি কেন করলেন অভাগার!
এই গানটার যত টুকু ইমেজ ছিল মনে সব সার্ফ এক্সেল ওয়াশ হই গেনু আপনার কড়া ভার্সনে
২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৭
পথহারা নাবিক বলেছেন: এইটাতো আপনার জন্য মানে ভালোবাইসা দিলাম!!
১১| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৩
মাসুম আহমদ ১৪ বলেছেন: শাহবাজ কালন্দরের সম্মানে এই গান লেখা হয় বাট উনি গানটা গান নাই, গাইছিলেন বুল্লেহ শাহ!! ইয়েস ইটস মাই ব্যাড যে এটা আমি আমার আগের কমেন্টে উল্লেখ করিনি, যেটা আমার উল্লেখ করা উচিৎ ছিল! শাহবাজ কালন্দর তো এই গানের সাথে কোন না কোনভাবে জড়িতই আছেন! তাহলে এটা হাস্যকর কেমনে হৈল সেটা বোঝলাম না!
আপনি বলেছিলেন এটা একটা পান্জাবী ফোক সংগীত!
আপনি বলেছিলেন এইটার অরজিনাল বলে কেউ নাই!
আপনে এখন বলতেছেন আমি যাদের কথা বলেছি তাদের কেউ সুফি সঙ্গীত নয় কাওয়ালী হিসাবে গানটি গেয়েছেন। হাসমু না কানমু বুঝতাছি না
ভাই, গান শুনেন বাট গানের জেনরে কি সেটা না জেনেই শুনেন নাকি!! এই গানের জেনরেই হল কাওয়ালী রে ভাই!
এটা ঠিক বলছেন আপনাদের সাথে আব্দুল কারিম কে পরিচয় করিয়ে দিয়েছিল হাবিব। তা না হলে আপনারা আব্দুল করিমের মত একজন লিজেন্ডের খবরই পাইতেন না বা জানতেন না যে আব্দুল করিমের মত একজন আছেন তবে আমরা ঠিকই আব্দুল কারিম কে ভাল করেই চিনতাম, আব্দুল কারিমের গান সব সময়ই শুনতাম এবং এখনও শুনি এবং শুনবো!
২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪১
পথহারা নাবিক বলেছেন: লাল শাহবাজ কালন্দর হলেন এই গানের অরিজিনাল সিংগার!
এই কথাটা কিন্তু আপনি বলছেন!! এইটা হোলো সবথেকে হাস্যকর কথা!! একটু খোজ নিয়া দেখেন তো উন মারা যাওয়ার কতো বছর পর গানটা লেখা হইছে!! আপনি কইলেন কি আর এখন যুক্তি দিলেন কি!! ভুল কইছেন স্বীকার করেন অথবা আবার আপনার যুক্তি দেন!!
১২| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৩
মাসুম আহমদ ১৪ বলেছেন: আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম কাওয়ালী কিন্তু ওয়ান কাইন্ড অফ সুফী!
এনি হাউ, প্লিজ ডোন্ট টেক মাই কমেন্ট পারসোনালী! আমি জাস্ট আপনার সাথে আলোচনা করছি, এখানে পারসোনাল কোন কিছু ইনভল্ব নাই!
২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৭
পথহারা নাবিক বলেছেন: কাওয়ালী কিন্তু ওয়ান কাইন্ড অফ সুফী!
ওকে ভাই খ্যামা দেন!!
১৩| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫০
মাসুম আহমদ ১৪ বলেছেন: জি জনাব, খ্যমা দিলাম ! যদিও আমার আরও আগে খ্যমা দেয়া উচিত ছিল।
আরেকটু স্মল জিনিস জানাইয়া খ্যামা দেই- সুফীর অনেক জেনরে আছে, কাওয়ালী হল তাদের একটা! এসব বেসিক ব্যাপার স্যাপার সবার জানার কথা না! আর যারা না জেনে উল্ঠা হয়ে হাসি দেয় তাদের একদমই না
২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৯
পথহারা নাবিক বলেছেন: আপনি কিন্তু আমার প্রশ্নর উত্তর দেন নাই। যাই হোক খ্যামা!!
১৪| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৬
মাসুম আহমদ ১৪ বলেছেন: ইটস মাই ব্যাড এর মানেটা যে আপনে জানেন না এটা তো আমি জানতাম না! জানলে হয়ত কাটি বাংলা- ই লিখতাম। আপনার অবগতির জন্য বলি- মানুষ যখন নিজের ভুল স্বীকার করে তখন এই বাক্যটা ব্যবহার করে, বোঝলেন কিছু?
সমস্যা নাই সবার বেসিক স্টং থাকেনা সেটা গানের ব্যাপারে হউক আর ভাষার ব্যাপারে হউক!
২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩২
পথহারা নাবিক বলেছেন: টেনে টুনে ক্লাস ৩ পাস করেছি তাই ইংরেজি জানার কথা না! ভাই মনে হয় ইংলিশ মিডিয়াম থেকে পাস করছেন তাই বাংলায় ইংরেজি লিখেন! আর কথা বলতে ইচ্ছা করতেছে না!! ভালো থাকবেন!!
১৫| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৭
কালোপরী বলেছেন: আজব !!!!!!!!!!!!!
২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৩
পথহারা নাবিক বলেছেন: কোনটা!!
১৬| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৫
কালোপরী বলেছেন: গান নিয়ে কেউ ঝগড়া করে!!!!!!!!!!! বোকা
২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৬
পথহারা নাবিক বলেছেন: বাদ দেন!! আমি কম জানি উনি বেশী জানে তাই ইনফর্মেশন আদান প্রদান হইছে!! এইটারে ঝগড়া বলেন কেন ভাই!!
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:২২
মোঃ আনারুল ইসলাম বলেছেন: কে বাত হে আপতো হিন্দী না হে উর্দ্দু সাংগিত কা পেয়ারা হো।।