![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেয়েছি পথের দেখা !! শেষ জানিনা তার!!
মন্ত্রী আবুল হোসেন সাহেব এমপি হোস্টেলের সরকারী নাপিতের কাছে চুল কাটাতে গেছেন| তো নাপিত তাকে জিজ্ঞেস করলো “স্যার,পদ্মা সেতু নিয়ে কি হল! আপনাকে সবাই দোষ দিচ্ছে।“
আবুল সাহেব রেগে বললেন “তুই ব্যাটা নাপিত! চুল কাটার সময় এতো কথা কেন বলিস?” নাপিত জবাব দিল “ সরি স্যার। আমি তো এমনি ই জিজ্ঞেস করি।“
পরেরদিন সুরঞ্জিত সাহেব এসেছেন চুল কাটাতে | নাপিত তাকে জিজ্ঞেস করলো “স্যার রেলে কিরকম কেলেঙ্কারি হয়ে গেলো।“
সুরঞ্জিত সাহেবও রেগে গেলেন “এতো কিছু জানার কি দরকার তোর??” নাপিত বলল “ সরি স্যার। এমনিই মুখ ফসকে বের হয়ে গেছে”
পরেরদিন ডিবি পুলিশ এসে নাপিতকে ধরে নিয়ে গেলো। তাকে জিজ্ঞাসাবাদ করতে লাগলো …
ডিবিঃ “তুমি কি বিরোধী দলের এজেন্ট?”
নাপিতঃ “না স্যার”
ডিবিঃ “তুমি কি ভারতের এজেন্ট?”
নাপিতঃ “না স্যার”
ডিবিঃ “পাকিস্তানের এজেন্ট?”
নাপিতঃ “না স্যার”
ডিবিঃ “তাহলে তুমি মন্ত্রী সাহেবদেরকে পদ্মা সেতুর দুর্নীতি, রেল কেলেঙ্কারি এসব নিয়ে কেন জিজ্ঞেস করেছ??”
নাপিতঃ কারণ স্যার পদ্মা সেতুর দুর্নীতি, রেল কেলেঙ্কারি এসব নিয়ে কথা বললে মন্ত্রী সাহেবদের চুল খাঁড়া হয়ে যায়। আর আমারও চুল কাটতে সুবিধা হয় ।
ফেবু থেকে!!
২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৩
পথহারা নাবিক বলেছেন:
২| ২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৩
২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৮
পথহারা নাবিক বলেছেন: দিছি হালারে!! লজ্জা যদি থাকে!!
৩| ২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৭
কলাবাগান১ বলেছেন: মারা যাওয়ার পর বিচার হচ্ছে আওয়ামি লীগ, বিনপি, আর জামাতের তিন সাপোর্টারের।
আওয়ামী লীগ বলল যে সে অনেক পাপ করেছে, তবে তাকে যেন মাফ করে দেওয়া হয় .. মাফ চাওয়াতে তাকে পিঠে ১০ টা বেতের বাড়ি দেওয়া হল তবে পিঠে একটা বালিশ বাধার অনুমতি দেওয়া হল
বিনপি বলল যে সে একটু বেশী পাপ করেছে, তাই সেও মাফ চায়, তখন তাকে ২০ টা বাড়ি মারা হল (বালিশ সহ)
জামাতি উঠে বলে স্যার আমি মাফ চাই না আমাকে একশ ঘা দিন, সবাই চমকে উঠল কিন্তু মারার আগ মুহুর্তে বলে আমার পিঠে বালিশ না বেধে ঐ বিনপির লোকটাকে বেধে দিন।
২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৯
পথহারা নাবিক বলেছেন: জামাতি টা কি তুই ছাগুবাগান১!!
৪| ২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৯
কলাবাগান১ বলেছেন: @মোঃ আনারুল ইসলাম এর মুখোশ উন্মোচিত হওয়াতে এখন দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন যে আমার পোস্টকে এট্যাক করতে......
২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫১
পথহারা নাবিক বলেছেন: আমি সামুতে জারজ দেখি না অনেক দিন!! আনারুল ভাই বললো এই দেখেন পোষ্ট দিছে!!
৫| ২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪১
ইউরো-বাংলা বলেছেন:
২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫২
পথহারা নাবিক বলেছেন:
৬| ২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৫
অনিকেত রহমান বলেছেন: মজা পেলুম
২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৩
পথহারা নাবিক বলেছেন:
৭| ২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৬
অনিকেত রহমান বলেছেন: মজা পেলুম
২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৪
পথহারা নাবিক বলেছেন:
৮| ২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৯
মোঃ উরমান বলেছেন: আমিও কি জেনো পেলুম
২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৫
পথহারা নাবিক বলেছেন: পেতে থাকুন!
৯| ২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৬
আমি লিখতে চাই না বলেছেন: কলাবাগান একটা ছাগু ।ঐ টার ট্রিটমেন্ট দরকার ।পথহারা নাবিক আপনি ব্যাক্তি আক্রমণে আরেকটু সতর্ক থাকুন ।আমি আপনার সাথে আছি ।সামুতে কোন ছাগপুত্রের অধিকার আর আমাদের অধিকার সমান হতে পারে না ।
২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৯
পথহারা নাবিক বলেছেন: ধন্যবাদ! দেশটাকে বিভক্ত করে রেখেছে এরা!! সেই দিন ইমরান এইচ সরকারকে নিয়া একটা পোষ্ট দিলাম কিন্তু এই স্বর্ণার কারনে পোষ্ট জাস্ট গায়েব!! এইভাবে ব্লগিং করা যায় না!!
১০| ২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৫
আল ইফরান বলেছেন: কমন পড়ছে
আরো ভালো লাগছে "ছাগুবাগান" টাইটেল
আওয়ামি সমর্থক যে এতটা তালকানা টাইপের হইতে পারে সেইটা তারে না দেখলে বুঝা যায় না
২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৭
পথহারা নাবিক বলেছেন: জাত বজ্জাত এইগুলা!!
১১| ২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫২
চলতি নিয়ম বলেছেন: যাক লেখায় কোনো গোল্লা গোল্লা নাই তবে লম্বা লম্বা দাড়ি আছে
কৌতুক মজার হৈছে।
২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪১
পথহারা নাবিক বলেছেন: ধন্যবাদ!!
১২| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৬
ঢাকাবাসী বলেছেন: দারুন মজা পেলুম।
২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৩
পথহারা নাবিক বলেছেন: ধন্য!!
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২২
মোঃ আনারুল ইসলাম বলেছেন: