নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুশীলের নাম শুনলে ঘেন্যা হয়!!

যখন পেয়েছি পথের দেখা তখন আবার দিকভ্রান্ত হয়ে হারিয়েছি পথ.........

পথহারা নাবিক

পেয়েছি পথের দেখা !! শেষ জানিনা তার!!

পথহারা নাবিক › বিস্তারিত পোস্টঃ

ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেনো ঝলসানো মুরগী!!

২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৫

বাসায় কেউ নাই, ক্ষুধায় মাথা নষ্ট। কি করা যায় ভেবে না পাই পথ হারিয়ে কোন পথে যাই। ইউরেকা!! পাইছি ইউটিউব! বানামু কি?? মাথা নষ্ট!! দেখি আগে ফ্রিজে কি আছে!! মুরগী!! এইটা আবার কি ভাবে রান্না করে!! যাইদেখি ইউটিউবে কি কয়!! সার্চ দিয়া দেখি কি কি লাগে!! এইটা কি চিকেন ফ্রাই ;) ! মাল মসল্লা সব ঠিক মতো আছেতো। নাহ রান্না ঘরে সব আছে। লগে একটু চাইনিজ ভেজিটেবল বানাইলে খারাপ হয় না। যাই হোক শুরু করলাম। কিন্তু কাঁচা মরিচ নাই তাই কি করি। আচ্ছা গুড়া মরিচ! দুধ নেই তো ঘোলতো আছে।



১.৫ ঘন্টার কসরতের পর সাফল্য পেলাম। নিজেরটা খেয়ে নিজেই অভিভূত!!





পুরা KFC খালি একটু লবণ কম হইছে!! :!> :!>









ভালোই তবে গুড়া মরিচের কারনে ঝাল একটু বেশী হইছে!!





পেট ভরছে!! তাই ঘুম পাচ্ছে!! সবাইকে শুভ রাত্রি!!

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৩

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ভাই আপনি দোষী , আপনার জন্য আমার আবার খিদা লাগছে । কিছু খাবার মেইল করেন । নাহলে পেট ব্যাথা করবে ।

২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:১৮

পথহারা নাবিক বলেছেন: শেষতো!! আর একটু আগে বললেই হতো!! :P

২| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:৫৮

খেয়া ঘাট বলেছেন: দেখতেতো ভালোই লাগছে।

২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ৩:২১

পথহারা নাবিক বলেছেন: শেষ কিন্তু............................. B-) B-)

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ৩:৩৮

নূর আদনান বলেছেন: এইডা কুনু কতা :( :( ? খাওয়া শ্যাষ কইরা এইখানে আইছেন ঢেকুর তুলতে না? /:) /:)

২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৬

পথহারা নাবিক বলেছেন: :P

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ৩:৪৮

খেয়া ঘাট বলেছেন: পূর্ণিমার চাঁদ -এটা অনেকেই লিখেন। খুব সাধারণ ভুল।
এটা হবে আসলে পূর্ণিমা চাঁদ। !:#P !:#P !:#P

২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৭

পথহারা নাবিক বলেছেন: এইটা কি কইলেন!!

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৫

শরৎ চৌধুরী বলেছেন: হাহাহাহাহাহা। আর পাকস্থলিতে ছিল তার যত সুখ।

২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৭

পথহারা নাবিক বলেছেন: আপনাকে ধন্যবাদ!

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:


শুভ সকাল যাই এখন নাস্তা করে আসি।

২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৮

পথহারা নাবিক বলেছেন: শুভ সকাল!!

৭| ২৪ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৮

ঢাকাবাসী বলেছেন: যাক আপাতত শান্ত তো!

২৪ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪২

পথহারা নাবিক বলেছেন: :P

৮| ২৪ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৩

হালি্ বলেছেন: :-P

২৪ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৪

পথহারা নাবিক বলেছেন: :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.