নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুশীলের নাম শুনলে ঘেন্যা হয়!!

যখন পেয়েছি পথের দেখা তখন আবার দিকভ্রান্ত হয়ে হারিয়েছি পথ.........

পথহারা নাবিক

পেয়েছি পথের দেখা !! শেষ জানিনা তার!!

পথহারা নাবিক › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন ছেলে কোন মেয়ের কাছ থেকে বিলবোর্ডের মাধ্যমে বিয়ের প্রস্তাব পেল!(বিস্তারিত)

২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৫০

আমাদের দেশে সাধারনত আমরা দেখি ছেলেরা মেয়েদের প্রপোজ করে। র‌্যাংগস আনাম প্লাজার পাশে এক মেয়ে তার ছেলেবন্ধুকে বিয়ের জন্য প্রস্তাব পাঠায়। তবে প্রস্তাব পাঠানোর উপায় অভিনব!! বিলবোর্ডের মাধ্যমে!!



তোলপাড় ইয়ং জেনারেশনের মধ্যে! কেই এই মেয়ে অথবা কে এই ছেলে!! ফেবুতে তোলপাড়! শেষ পর্যন্ত বের হলো এই মেয়ে আর কে এই ছেলে!!





এই "মেয়ে" যেনতেন মেয়ে না। তিনি North South University-র ইকোনমিক্স ডিপার্টমেন্টের সম্মানীয় ফ্যাকাল্টি Parisa Sakur! ভাগ্যবান এই প্রস্তাব পাওয়া ছেলের নাম সাজেদ রাহমান।

তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয় সেই প্রার্থনা করি আমরা সবাই







পরিশেষে একটা কথা!! আপু আপনি যখন আপনার বন্ধুকে বিয়ের জন্য প্রস্তাব করেন তখন ছিলো শীতকাল!! আপনি যেই বিলবোর্ড ভাড়া নিয়েছেন তার ভাড়া এবং প্রিন্টিং বাবদ কমপক্ষে ৬০/৭০ হাজার টাকা খরচ হয়েছে!! আপু এই টাকাটা কি শীতার্ত মানুষের জন্য দান করা যেতো না!! এটা কিন্তু এক রকম বিলাসীতা। আপু আপনার এক সময় বাচ্চা হবে!! আশা করি তার জন্মদিনের উৎসবের টাকাটা দরিদ্র মানুষের মধ্যে বিলিয়ে দিবেন!

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:০৫

নষ্ট ছেলে বলেছেন: উত্তরটা কিভাবে দিছে?

২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:০৯

পথহারা নাবিক বলেছেন: নিচের ছবিটা দেখেন না!! পোলাতো এক পায়ে রাজি!!

২| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:০৫

পাঠক১৯৭১ বলেছেন: বাংলাদেশের জন্য এটা স্বাভাবিক নয়; ফলে, বিয়ে হলেও টিকার সম্ভাবনা নেই!

২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:১১

পথহারা নাবিক বলেছেন: @তরল তুই একটা বিধর্মী এবং ইসলাম অবমাননাকারী!! তুই আর কোনো সময় আমার পোষ্টে মন্তব্য করবি না!!

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:০৭

সখা লিলিরাশ পথিক বলেছেন: এনামের সামনে আমি দেখি নাই ৷

২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:১২

পথহারা নাবিক বলেছেন: এখন মনে হয় সরাইয়া ফেলছে!!

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:১২

সাইলেন্স বলেছেন: যেত তবে তখন ফেসবুকে ব্লগে এ সংক্রান্ত পোস্ট আসতোনা, আমরা আমজনতা তাদের ভালোবাসার গভিরতা বুঝতাম না।

আওআমীলীগ সরকারের উন্নয়ন বিষয়ক বিলবোর্ড আর এই রকম বিলবোর্ডের ভিতর নীতিগত মিল ১০০ভাগ।

২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:১৪

পথহারা নাবিক বলেছেন: হয়তোবা!! তয় মাইয়া কামটা কিন্তু অনেক সাহসের করছে!!

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:১৩

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ভাই বিদেশী স্টাইল বাংলাদেশে চালু হয়ে গেলো খারাপনা, আমার তো গার্লফ্রেন্ড নাই কারে নিয়া বিলবোর্ড এ প্রস্তাব দিমু ।

চিন্তা করছি প্রস্তাবটা হবে এমন কে আমাকে ভালবাসতে চায় ? :D

২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:১৪

পথহারা নাবিক বলেছেন: খারাপ না তর খরচের কথাটা মাথায় রাইখেন। :P

৬| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:১৫

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: নাবিক ভাই তার শীতের ড্রেস আছে তাই সে অন্যর কথা চিন্তা করেনা ।

২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:২৭

পথহারা নাবিক বলেছেন: আমার নাই তাই আমি চিন্তা করি তাই না ভাই!! :P

৭| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:১৮

নতুন বলেছেন: কেবল শুরু হইলো... এখন কিছুদিন পরপর নয়া নয়া স্টাইলে প্রপজের কাহিনি আসবে... :)

খাইয়া দাইয়া কাজ না থাকলে কতকিছুই করে পাবলিক..

২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:২৮

পথহারা নাবিক বলেছেন: বেশী টাকা থাকলে যা হয় আর কি!!

৮| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:১৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
এমনও হতে পারে, সে শীতার্তদের মাঝেও বস্ত্র বিতরণ করছে।
তাহলে ভালোই বলতে হবে।


ছেলেটা ভাগ্যবান, এটা বলতেই হবে।

২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:২৯

পথহারা নাবিক বলেছেন: হয়তোবা!!

৯| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:৪৯

নূর আদনান বলেছেন: এইটা না কইরে
একেবারে বাংলাদেশ টেলিভিশনে
বিজ্ঞাপন দিলেই তো
ভালা হইতো...
:| :P :P

২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:৫৫

পথহারা নাবিক বলেছেন: ভালা বুদ্ধি দিছেনতো!!

১০| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৩:০৬

পাঠক১৯৭১ বলেছেন: পৃথিবী, মানুষ, সংস্কৃতি, অর্থনীতি ও প্রকৃতি সম্পর্কে আপনার ধারণা দুর্বল; ফলে, আপনার ইসলামী ধরণা সঠিক না হওয়ার সম্ভাবনা ৯৯%।

২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৩:০৮

পথহারা নাবিক বলেছেন: @ তরল আমি যা হইনা কেনো!! ইসলাম বিরোধী নই!! তুই যে কোন জাতের কুকুর আমি তা খুব ভালো মতো বুঝছি!!

১১| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৩:৪২

পাঠক১৯৭১ বলেছেন: বালছাল কোন মেয়ের দেয়া শিট বিলবোর্ড বিয়ের প্রস্তাব কোন ইসলাম সাপোর্ট করে, ডামী?

২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৩:৪৯

পথহারা নাবিক বলেছেন: @তরল আহারে তোরে জুতা দিয়া গালে বাড়ি দিয়া বললাম তুই আমার পোষ্টে কোনো কমেন্টস করিছ না, তারপরও তুই করলি!! আমি শিওর তুই আগে বঙ্গবাজারের সামনে যৌন বর্ধক ওষুধ বেচতি!! তা না হলে তোর লজ্জা এতো কম হয় কেমনে!!

১২| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৮

ঢাকাবাসী বলেছেন: চমৎকার আইডিয়া, তাকে তো আমার পুরষ্কার দিতে ইচ্ছে করছে!

২৬ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৬

পথহারা নাবিক বলেছেন: হুম

১৩| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৭

লিংকন১১৫ বলেছেন: :( :( :( :(( :((

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৯

পথহারা নাবিক বলেছেন: কান্দেন কেন ভাই!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.