নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুশীলের নাম শুনলে ঘেন্যা হয়!!

যখন পেয়েছি পথের দেখা তখন আবার দিকভ্রান্ত হয়ে হারিয়েছি পথ.........

পথহারা নাবিক

পেয়েছি পথের দেখা !! শেষ জানিনা তার!!

পথহারা নাবিক › বিস্তারিত পোস্টঃ

অনেক দিন পর একটা সুখবর শুনে মনটা ভালো হয়ে গেলো!! (ভাদারা দূরে গিয়া মর)

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৩













ভারতে সেনা কর্মকর্তা ও জওয়ানদের মধ্যে কয়েকটি সংঘর্ষের ঘটনায় দেশটির সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে।



সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনীতে এখন যারা জওয়ান হিসেবে দায়িত্ব পালন করছেন তাদের শিক্ষাগত যোগ্যতা ও সামাজিক প্রেক্ষাপট বদলে গেছে। এ পরিস্থিতিতে তাদের সঙ্গে যথাযথ আচরণ করা সেনা কর্মকর্তাদের কর্তব্য।



সম্প্রতি নয়াদিল্লিতে অনুষ্ঠিত কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সে সরকারের পক্ষ থেকে এ উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টোনি বক্তৃতা করেন। সম্মেলনে ভারতীয় সেনাপ্রধান বলেছেন, আইন-শৃঙ্খলা ভঙ্গের মতো ঘটনার ক্ষেত্রে সেনাবাহিনীর নীতি হবে ‘জিরোটলারেন্স।’



ভারতে সাম্প্রতিক বছরগুলোতে সেনা কর্মকর্তা ও জওয়ানদের মধ্যে সংঘর্ষ এবং হাতাহাতির ঘটনা তুলনামূলকভাবে বেড়ে গেছে। গত মাসে মিরাটে মোতায়েন শিখ লাইন ইনফ্যানট্রি রেজিমেন্টের সেনা কর্মকর্তা ও জওয়ানদের মধ্যে সংঘর্ষে সেকেন্ড-ইন-কমান্ডসহ দুই সেনা কর্মকর্তা আহত হয়। ভারতের বর্তমান সেনাপ্রধান জেনারেল বিক্রম সিং শিখ লাইট ইনফ্যানট্রির সঙ্গে যুক্ত।



গত বছরের ৮ আগস্ট ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের সাম্বা জেলায় মোতায়েন সাঁজোয়া ইউনিট সিক্সটিনথ লাইট ক্যাভালরি'র এক সেনার আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে প্রায় বিদ্রোহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এ ঘটনার পর ওই ইউনিটের সব সেনা কর্মকর্তাকে সরিয়ে নেয়া হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তড়িঘড়ি করে ওই এলাকায় দু'টি সেনা ইউনিট পাঠানো হয়।



এ ছাড়া, গত বছরের ১০ ও ১১ মে চীন সীমান্তবর্তী লাদাখে মোতায়েন ২২৬ রেজিমেন্টের জওয়ানরা কর্মকর্তাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। ভারতীয় সেনা কর্মকর্তা ও জওয়ানদের মধ্যে গোলাগুলি বিনিময়ের ৪৮ ঘণ্টা পর ভারতীয় সংবাদ মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত বিবরণ প্রকাশিত হয়। ওই ঘটনায় ইউনিটের কমান্ডিং অফিসার, দুই মেজর এবং দুই জওয়ান মারাত্মক আহত হয়েছিল।



২০১০ সালের ২৯ এপ্রিলে গুরুদাসপুরে মোতায়েন ৪৫ ক্যাভালরি ইউনিটের সেনাকর্মকর্তা ও জওয়ানদের মধ্যেও হাতাহাতি হয়েছিল। এ সব ঘটনায় জড়িত সেনা কর্মকর্তা ও জওয়ানদের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনী এরইমধ্যে পদক্ষেপ নিয়েছে। গত বছর দু’শ’র বেশি সেনা কর্মকর্তা ও জওয়ানের বিরুদ্ধে শাস্তিমূলক বা প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়েছে।





সূত্রঃ ব্রেকিংনিউজ.কম

মন্তব্য ৪৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৯

পাঠক১৯৭১ বলেছেন: বট গাছে অনেক ডাল, অনেক বাতাস লাগে, কিছু ডাল নিজের ভারেও ভেংগে যায়; নীচের কচু গাছ ভাবে বটগাছের অবস্হা তো ভয়ংকর!

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৯

পথহারা নাবিক বলেছেন: @আহারে তরল তোর লজ্জা শরম অনেক বেশী!! ভাদাদের দূরে থাকতে বলছি!! তরল তুই কি বাংলা পড়তে পারিছ না!!

২| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫০

বোকা মিয়া বলেছেন: আলহামদুলিল্লাহ। আফসোস!!! আজ যদি হাসিনার 'সোনা'র সরকার না থাকত তাহলে আমাদের সেনারা এই অস্থিরতাকে পুঁজি করে কিছু ইন্ডিয়ান কুত্তার জান কবজ করে বিডিআর এর ঘটনার বদলা নিতে পারত।

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫১

পথহারা নাবিক বলেছেন: ইনশাআল্লাহ ! আসবে এই প্রতিশোধের দিন!!

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫১

সাইফুল আলী বলেছেন: খুব ভাল লাগলো খবরটা শুনে।কয়েকটা মরলে আরও শান্তি পেতাম


পাঠক১৯৭১ মন্তব্যটা ভাল করে খেয়াল করলাম।আসলে এদের মুখোশগুলো দিনে দিনে স্পষ্ট হচ্ছে

ধন্যবাদ লেখক খবরটা শেয়ার করার জন্য

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৫

পথহারা নাবিক বলেছেন: মরবে মরবে!! ধৈর্য ধরেন!!

@তরল শালা তরলের মতো!! যেই পাত্রে রাখবেন সেই পাত্রের আকার ধারণ করবে!!

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৪

পাঠক১৯৭১ বলেছেন: @সাইফুল আলী ,




গর্দভ, আমার কোন মুখোশ নেই, আমি ইন্দিরার ভক্ত, ওকে ডামী!

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৮

পথহারা নাবিক বলেছেন: @তরল তোর গালে জুতার বাড়ি দিয়া, গলায় জুতার মালা দিয়া বলছি তুই আমার পোষ্টে মন্তব্য করবি না!! আহারে তোর লজ্জার বাহার দেখ আশ্চর্য হইলাম!!

৫| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৭

শেখ মারুফ বলেছেন: আলহামদুলিল্লাহ । ভারতীয় দের দুর্দশার কথা শুনলে মনটাই ভালো হয়ে যায় ।

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১১

পথহারা নাবিক বলেছেন: পুরা ঈদের খুশীর মতো লাগে!! !:#P !:#P !:#P

৬| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৩

doha057 বলেছেন: নিউজগুলা পইড়া মজা পাইলাম, নিজেদের মধ্যে বিদ্রোহের বিষয় ওদের মধ্যেই বেশী। এখন আমাদের সেনাবাহিনীর মধ্যেও এরকম গেঞ্জাম লাগাইতে চায়, আফসোস আমাদের বর্তমান সরকার তাদেরকে সেই সুযোগও দিয়া দিছে।

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৯

পথহারা নাবিক বলেছেন: হুম!!

৭| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৭

মতিউর রহমান মিঠু বলেছেন: @পাঠক ১৯৭১,গর্দভ, আমার কোন মুখোশ নেই, আমি ইন্দিরার ভক্ত, ওকে ডামী!, তুমি যার ভক্ত তার দেশে যাওনা ক্যান? তোমার মতো পরগাছা সোনার বাংলায় প্রয়োজন নাই।

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২১

পথহারা নাবিক বলেছেন: শালার নাম হইলো তরল!! স্বভাবও তরলের মতো!!

৮| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২১

যাযাবর জোনাকী বলেছেন: আহহ!!!!!! উৎকট শান্তি পাইলাম =p~

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৬

পথহারা নাবিক বলেছেন: :P

৯| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৪

মতিউর রহমান মিঠু বলেছেন: দেশটা দুর্গন্ধ করে ফেললো এসব দালাল গং। পাঠক (১৯৭১ লেখার অধিকার এই দালালের নাই),হাসান বালবৈশাখী,হাটবাজারী,হারুন,বাপী সহ আরো কতোগুলো কিট সামুতে আছে যারা থাকে বাংলাদেশে অন্তরে ভারত মাতা....

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪১

পথহারা নাবিক বলেছেন: হুম

১০| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৫

বাংলার আকাশ বলেছেন: Salara India vag hoina keno !

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪২

পথহারা নাবিক বলেছেন: হইবো একটু অপেক্ষা আছে!!

১১| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০১

গোলক ধাঁধা বলেছেন: হা হা হা ,কয়েক দিন থেকেই পাঠা ১৯৭১ ভাদাটাকে তরল বলতে দেখেছি অনেককেই আর মানেটা আজকে বুজলাম !! =p~
সত্যিকার অর্থে কি বর্তমান প্রেক্ষাপটে আমাদের স্বাধিনতা ও সার্বভোমত্বের সবথেকে বড় হুমকি হচ্ছে এই ভারত, পাকিস্থান কিন্তু নয় এবং তা ভৌগলিক কারনেই। রাজাকার আল বদর হারামি গুলার কর্মকান্ড দেইখাও কিন্তু আমরা আসলে কিছুই শিখিনি।আর যদি শিখতাম তাহলে এই বেজন্মা ভাদাগুলারে নিয়া এইভাবে মাথায় তুইলা রাখতাম না।এইগুলারে দেখা মাত্রই পথে ঘাটে মাঠে প্রান্তরে দেখা মাত্রই পাছায় গদামের উপর রাখতাম।কারন তারাও ঠিক একই দোষে দুষ্ট।

২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৭

পথহারা নাবিক বলেছেন: ভাই তরল নামটা আমি রাখছি!! কামের সাথে নামে মিল আছে তাই না ভাই!! :P

১২| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৯

উপপাদ্য বলেছেন: পাঠক১৯৭১ আমার ধারনা এটা কোন পুরানা ভাঁড়। ব্লগে তার গোপাল ভাঁরের ভুমিকা খুবই বিরক্তিকর।

কিন্তু এরা ১৯৭১ সালটা ব্যাবহার করে কিন্তু এই সালটারে কোন মর্যাদা দিতে চায় না।

২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৬

পথহারা নাবিক বলেছেন: এই জন্যই নাম দিছি তরল!! সে কিন্তু আবার নাস্তিক!!

১৩| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৪১

গ্রাম্যবালক বলেছেন: যে মানুষের কোন নৈতিকতা নাই তারা পশু শ্রেণীর অন্তর্ভুক্ত।আপনার কথিত তরলকে আমার ব্লগে কমেন্টস করা ব্লক করে দিয়েছি।। আপনিও নকাউট করতে পারেন।। :P :P

২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:০২

পথহারা নাবিক বলেছেন: নাহ!! এরে পচাইয়া আমি মজা পাই!! তরল অতি উচ্চমানের ভাদা!! ভাদা পোন্দাইতে আমার মজা লাগে!!

১৪| ২৭ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৫:০৭

কামরুল ইসলাম রুবেল বলেছেন: আহ শান্তি, শান্তি

মরছে কয়ডা আগে হেইডা কন, প্রতিটার বিনিময়ে ফকিরগোরে দশ টাকা কইরা দিমু।
ইয়া আল্লা তুমি ফকিরগোরে কামাইবার তৌফিক দান কর। আমিন..........

২৭ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪০

পথহারা নাবিক বলেছেন: নারে ভাই মরে নাই!!

১৫| ২৭ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৯

চারশবিশ বলেছেন: হে হে হে ওগো সেনাবাহিনীতেও ধর্ষন শুরু হয়ে গেছে

২৭ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

পথহারা নাবিক বলেছেন: মিষ্টি খাওয়ান!! :P

১৬| ২৭ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫২

সিম্ফনি007 বলেছেন: ভারত বা পাকিস্তানে কি হইল না হইল, তোর এত মাথা বেথা কেন? নিজের দেশ লইয়া চিন্তা কর। তরা যে আমাদের দেশে বোমা ফাটাইয়া , আগুন জালাইয়া কতগুলি মানুষ মারলি , এটা নিয়াত কোন মাথা বেথা দেখিনা।

২৭ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৬

পথহারা নাবিক বলেছেন: তুই উন্নত মানের পাঞ্জাবী জাতের ছাগল!! ইন্ডিয়া যে আমাদের উন্নতি সহ্য করতে পারে না তা তোর মতো পাঞ্জাবী ছাগু বুঝতে পারবে না!! নামটাও তো ইন্ডিয়ান লাগাইছছ!!

১৭| ২৭ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৭

ঢাকাবাসী বলেছেন: দেশের জন্য ভাল না।

২৭ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৬

পথহারা নাবিক বলেছেন: কোন দেশের জন্য!!

১৮| ২৭ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৬

উপপাদ্য বলেছেন: ভাদাদেরকে গন্ধ ছড়াতে নিষেধ করার পরও ক্যান যে এদিকে আইসা লাত্থি উস্টা খায় বুঝিনা।

সিম্ফনি ভাদাটা খুব ব্যাথা পেয়েছে মনে হচ্ছে।

২৭ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৬

পথহারা নাবিক বলেছেন: পোষ্টটা মনে হয় একদম পিছনে গিয়ে আঘাত করেছে!!

১৯| ২৭ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩২

আদম_ বলেছেন: হাইগ্যা মানুষ যে শান্তি পায়.........সেই শান্তি পাইলাম।

২৭ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

পথহারা নাবিক বলেছেন: :P

২০| ২৭ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: পোষ্টে শান্তি :) কমেন্টে.....লেখক বলেছেন: @তরল তোর গালে জুতার বাড়ি দিয়া, গলায় জুতার মালা দিয়া বলছি তুই আমার পোষ্টে মন্তব্য করবি না!! আহারে তোর লজ্জার বাহার দেখ আশ্চর্য হইলাম!!

ডাবল শান্তি!!!!! বিশ্ব বেহায়া, ব্লগ বেহায়া ত-র-ল!!!!!!!!

=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৭ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৮

পথহারা নাবিক বলেছেন: তরল বেহায়া!! =p~ =p~

২১| ২৭ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬

মুদ্‌দাকির বলেছেন: নাইস পোষ্ট :) :)

২৭ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

পথহারা নাবিক বলেছেন: :P :P :P

২২| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০২

আমি তুমি আমরা বলেছেন: পোস্ট পড়ে ১নং মন্তব্যকারী(পাঠক ১৯৭১) এর মনে এত হাহাকার কেন?

২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:১২

পথহারা নাবিক বলেছেন: অতি উন্নতমানের ভাদা!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.