![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেয়েছি পথের দেখা !! শেষ জানিনা তার!!
অনেক দিন চট্টগ্রামে বসে আছি! কোথাও যেতে ইচ্ছা করছে ! এর মধ্যে এক সিনিয়র স্যার তার বাড়ি খাগড়াছড়ি যাওয়ার জন্য দাওয়াত করলো যা কোনোভাবেই ফেলতে পারলাম না!! আসলে ফেলতে চাচ্ছিলাম না ।
পরের দিন মানে বৃহস্পতিবার টিকিট পেতে কষ্ট হয় তাই আগের দিন বি আর টি সিতে গিয়ে অগ্রিম টিকিট কেটে নিলাম । এসি টিকিটের দাম ২০০ টাকা।
যথারীতি পরের দিন ৩:৪৫ এ রওনা দিলাম ৩ বন্ধু!! পথে ভাবলাম ছবি তুলতে তুলতে যাবো কিন্তু পথেই যানজটের কারনে সন্ধ্যা হয়ে গেলো তাই আপনাদের কিছুই দেখাতে পারলাম না।
ও আচ্ছা আসল কথা বলে নেই আমাদের গন্তব্য কিন্তু খাগড়াছড়ি নয় তার থেকে ২০ কিমি পিছনে মাটিরাঙ্গা নামক বাঙ্গালী অধ্যুষিত পাহাড়ি এলাকা। এখানে পাহাড়িদের সংখ্যা খুবই কম।
প্রায় ৫ ঘন্টা পর মাটিরাঙ্গা পৌছালাম যেখানে মাত্র ২:৩০ ঘন্টার রাস্তা। পৌছেই খাবার খেয়ে হাটতে বের হলাম । খুব শীতের কারনে বাসায় এসে ঘুমিয়ে পড়লাম।
সকালে ঘুম থেকে উঠে দেখি আমরা তিন বন্ধু কেউ ব্রাশ নিয়ে আসিনি। এখন কি করা আমাদের স্যারকে বললাম স্যার নিম গাছের দাল দেন দাঁত মাজবো। তিনি বলেন মাটিরাঙ্গা কলেজে চলো ওখানে ছাড়া আমার জানা মতে কোথাও নিম গাছ নেই।
যেয়ে দেখি অবাক কাণ্ড ৭/৮ জন অন্ধ ক্রিকেট খেলছে। সঙ্গে ক্যামেরা ছিলো না তাই ছবি তুলতে পারিনি।
মাটিরাঙ্গা কলেজের ছবি পরে তুলেছি!!
যাই হোক সকালের নাস্তা খেয়ে রোনা দিলাম আলু টিলার পথে। আমাদের ভাগ্য ভালো স্যার আমাদের একটা মোটর সাইকেল ভাড়া করে দিলেন।
এখান থেকেই একটা মোটর সাইকেল নিলাম।
তিনজন এক মোটরসাইকেলে করে রওনা দেওয়ার কিছুক্ষণ পর টের পেলাম বাইকে ব্রেক কাজ করছে না!! যাই হোক আস্তে আস্তে রওনা দিলাম।
পথে শীতের রুক্ষ প্রকৃতি!!
সুন্দর প্রকৃতিও আছে!!
আপনাদের জন্য এই রকম অনেক সেতু নির্মাণ করছে সরকার!!
সব রাস্তা কিন্তু এই রকম সোজা নয়।
চলতি পথে চেঙ্গি নদী ! শীতকাল তাই খুব একটা পানি নাই!!
অবশেষে আঁকাবাঁকা পথ পাড়ি দিয়ে আলু টিলার সামনে পৌছালাম!!
ঢুকার গেট!!
ঢুকতে ৫টাকা লাগবে কিন্তু আমাদের ৩ জনের কাছ থেকে ৩ টাকা বেশী নিছে কারণ ভাংতি নাই!!
আপনি কি সাহসি!! তাইলে চলেন আলু টিলার গুহায় ঢুকি!!
গুহায় যাবার সময় এই রকম কিছু সিড়ি পাবেন নামতে মজা কিন্তু উঠতে খবর হয়ে যাবে!!
আপনারা যারা গুহায় ঢুকতে চান তাদের জন্য ছোট্ট একটা টিপস। ডানের সিঁড়ি দিয়ে উঠে বামের সিড়ি দিয়ে নামার চেস্টা করবেন কারণ বামের সিড়ির পথ কম!!
গুহার মুখ!!
গুহার ভিতরের কিছু ছবি!!
গুহার ভিতর অবশ্যই আলো নিয়ে যেতে হবে!! আমরা অবশ্য মোবাইলের আলো দিয়ে কাজ সেরেছি কিন্তু আপনি চাইলে ১০টাকার বিনিময়ে টিকেট কাউন্টার থেকে মশাল নিতে পারবেন!
গুহার ভিতর থেকে বাহিরের আলো!! অসাধারণ মনে হচ্ছে!!
গুহার বন্দি জীবন থেকে বের হয়ে খোলা আকাশের দেখা!!
পাশে আলু টিলার উপরে বিশ্রাম ঘর!!
পাবনা থেকে আসা কিছু মফিজ টাইপের লোকদের লেখাপড়ার জন্য সেরা যায়গা এখানকার শৌচাগার!!
আলু টিলার উপর থেকে পুরো খাগড়াছড়ি শহর দেখতে পারবেন!!
আজ আর নয় সামনের পর্বে খাগড়াছড়ি শহর, রিসালাং ঝর্না এবং পুলিশের ঘুস খাওয়ার ছবি দেবো!!
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:১১
পথহারা নাবিক বলেছেন: হুম অনেক সুন্দর যায়গা !! তবে অবশ্যই বর্ষা কালে যাবেন!!
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৫৭
নতুন বলেছেন: ++ ভাল লাগলো... ঘুষ খাওয়ার ছবির অপেক্ষায় রইলাম..
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:১২
পথহারা নাবিক বলেছেন: অপেক্ষায় থাকেন!! আজকেই দিতাম কিন্তু ছবি আপলোড দিতে দিতে হাপাইয়া গেছি!!
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:০০
উজবুক ইশতি বলেছেন: ধুর নেট এর সমস্যার কারনে এতবার হয়ে গেল.. দুঃখিত ডিলিট করার অপশন নেই
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:১৩
পথহারা নাবিক বলেছেন: সমস্যা নাই মুছে দিচ্ছি!!
৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:৫১
লিখেছেন বলেছেন: jabo ekdin
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২১
পথহারা নাবিক বলেছেন: হুম সুন্দর যায়গা!!
৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:২৯
শরৎ চৌধুরী বলেছেন: বাহ বেশ তো।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২২
পথহারা নাবিক বলেছেন: আরো আছে অপেক্ষা করেন!!
৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১১
মেহেরুন বলেছেন: ভালো লাগলো।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩০
পথহারা নাবিক বলেছেন: ধন্যবাদ!!
৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৮
চিরতার রস বলেছেন: বান্দরবান বেশি সুন্দর।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩১
পথহারা নাবিক বলেছেন: হুম বান্দরবান বেশী সুন্দর!!
৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: fantastic!
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩২
পথহারা নাবিক বলেছেন: ধন্যবাদ!!
৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৩
চিরতার রস বলেছেন: বান্দরবান বেশি সুন্দর।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪১
পথহারা নাবিক বলেছেন: হুম
১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১৯
মামুন রশিদ বলেছেন: বাহ এরকম মজার ট্রিপ ছাড়া যায়!
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪১
পথহারা নাবিক বলেছেন: ধন্যবাদ!!
১১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৭
আকাশদেখি বলেছেন: বাকি গুলোর অপেক্ষায় রইলাম
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫১
পথহারা নাবিক বলেছেন: আজকে রাত্রে দেওয়ার চেষ্টা করবো!!
১২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৯
সুমন কর বলেছেন: যেতে মন চায়...........
গুড পোস্ট।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৪
পথহারা নাবিক বলেছেন: চলে যান তবে অবশ্যই বর্ষায় যাবেন। আমার মতো ভুল করে শীতকালে যাবেন না!!
১৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩২
ঢাকাবাসী বলেছেন: সুন্দর কিছু ছবি আর চমৎকার বর্ণনা, ভাল লাগল।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৭
পথহারা নাবিক বলেছেন: ধন্যবাদ ভাই!! ঢাকায় শীত কেমন?
১৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪
অথৈ সাগর বলেছেন:
অনেক দিন ধরেই খাগড়াছড়ি আমার ভ্রমণ লিস্টে আছে । সময়ের অভাবে যেতে পারছি না। আপনার পোষ্ট দুধের স্বাদ ঘোলে মেটাল
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮
পথহারা নাবিক বলেছেন: অবশ্যই বর্ষাকালে যাবেন!!
১৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:১৬
জাহাজ মিস্ত্রী বলেছেন: সুন্দর বর্ননা সাথে ছবি। ভালো লেগেছে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৪
পথহারা নাবিক বলেছেন: ধন্যবাদ!!
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৫৬
উজবুক ইশতি বলেছেন: অনেক সুন্দর জায়গা ......... যাওয়ার ইচ্ছে আছে