নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুশীলের নাম শুনলে ঘেন্যা হয়!!

যখন পেয়েছি পথের দেখা তখন আবার দিকভ্রান্ত হয়ে হারিয়েছি পথ.........

পথহারা নাবিক

পেয়েছি পথের দেখা !! শেষ জানিনা তার!!

পথহারা নাবিক › বিস্তারিত পোস্টঃ

খাগড়াছড়ির পথে(শেষ পর্ব)..................(ছবি ব্লগ)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩০

খাগড়াছড়ির পথে(পর্ব-১)........(ছবি ব্লগ).





আলুটিলা থেকে আমাদের পরবর্তী গন্তব্য খাগড়াছড়ি শহর। এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে শহর দেখা এবং মোটর সাইকেলের ব্রেক ঠিক করা। আগের পর্বে আপনাদের জানিয়েছি আমাদের মোটর সাইকেলে ব্রেক নেই বললেই চলে এই অবস্থায় রাত্রে চালানো আর আত্মহত্যা করা এক কথা!! রওনা দিলাম শহরের দিকে !!

শহরে ঢুকতেই শাপলা ভাস্কর্য!





মুক্ত মঞ্চ যদিও পুলিশ দখল করে রেখেছে...





ঈদগাহ ময়দান!







কুখ্যাত প্রাক্তন এম পি ওয়াদুদ ভুইয়ার বাড়ি...







সন্ধ্যা হয়ে যাওয়ায় আমরা আমাদের বাইক ঠিক করে আমার মাটিরাঙ্গার পথে রওনা হলাম। পরের দিলেন গন্তব্য রিসাং ঝর্না!



পরদিন সকালে বের হয়ে রিসাং ঝর্নার দিকে রওনা দিলাম । এবার কিন্তু বাইক নয় লোকাল বাসে করে যাবো।



সকালে রাস্তায় আমরা তিন জন!





এই আমাদের বাস!





পথে মাটি রাঙ্গা বাজার থেকে দুই ছড়া কলা নিলাম মাত্র ১২০ টাকা দিয়া!!







হলুদের মণ ৩৫০ টাকা কেজি কতো হিসাব করেন যদিও আমি কিনি নাই!!







আমি এতোদিন জানতাম যেইসব পুলিশের মামা খালু নাই কিনবা কোনো আকাম করছে তাদের রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দারবানে ট্রান্সফার করে!! এখানে ঘুস না খেয়ে এক রকম না খেয়ে মরে!!। কিন্ত না এ দেখি পুরাই উল্টা!! রাস্তার মাঝখানে গাড়ি দাড় করিয়ে সবার সামনে ঘুস খাচ্ছে। আমি ছবি তুলতেই আমাকে ৩/৪জন পুলিশ ঘিরে ধরলো এবং আমাকে জেরা শুরু করলো কিন্তু যখন বুঝলো সাধারণ পর্যটক তখন আর কিছু বললো না!! আসলে আমি তাদের বুঝিয়েছিলাম আমি তাদের নয় রাস্তার ছবি তুলেছি!!



কেবল ঘুস নিলো বাস থেকে!!





এখানে রাস্তায় ভুল করার কোনো সুযোগ নেই চালকদের। ভুল করলেই সোজা খাদে পড়ে মৃত্যু! এখানে একটা জিনিস দেখে ভালো লাগলো, কেউ ওভারটেকিং করে না!!







যাই হোক অবশেষে রিসাং ঝর্নার কাছে এসে পড়লাম!







টিকিট কাউন্টার পেলেও তা বিক্রি করার মতো কাউকে পেলাম না!!









এবার প্রায় ২.৩ কিমি হেটে যাওয়ার পালা!! তাও সোজা নয় উচু নিচু রাস্তা। আপনারা যারা মেয়ে মানুষ নিয়ে যাবেন তারা অবশ্যই গাড়ি নিয়ে যাবেন কারণ তাদের পক্ষে এতো উচু নিচু রাস্তা চলা কষ্টকর!



পথে মারমা উপজাতিদের বাড়ি!





উপজাতিদের হলুদ !! এগুলো শুকিয়ে বিক্রি করবে!!







এরা শুয়োর পালে!! বাপরে এক একটা দেখতে গরুর মতো বড়!!





পথে দেখা যাবে দূরে পাহাড়ের উপর উপজাতিদের বাড়ি !!



এইরকম রাস্তায় নামতে খুব মজা কিন্তু উঠার সময় টের পাবেন...





আহারে বাঙ্গালী বিশ্রাম ঘরও বাদ দিলি না লেখার জন্য!!







মাটিও বাদ গেলো না!!





এখানে পরীক্ষামূলক ভাবে মাল্টা চাষ হচ্ছে!







অসাধারণ একটা গাছ!! নাম জানিনা!!







এইরকম সিড়ি দিয়ে নামতে হবে!! উঠার সময় মজা বুঝবেন!!







অবশেষে ঝরনায় এসে পড়লাম!!





ঝর্নার উপর থেকে নিচের ছবি!!







আমরা শিতকালে গিয়াছি তাই পানি নেই থাকলে খুব মজা!! পুরাই স্লিপার!!





এখান থেকে সবাই নিচে স্লিপ কেটে নিচে পড়ে!





ঝর্নার নিচের দৃশ্য আরো সুন্দর!!





একটা কথা দেশ আমার!! এইসব নয়না ভিরাম দৃশ্য আমাদের সম্পদ!! কিছু ছাগলের বাচ্চা চিপস বিরিয়ানি খেয়ে যায়গাটাকে নষ্ট করে ফেলেছে!! সবার কাছে অনুরোধ এই রকম করবেন না!!



পাশেই একটা গাছে ডুমুর ঝুলছিলো! একটা পেড়ে দেখলাম কাঁচা! আপনারা যেতে যেতে পেকে যাবে! :)





অনেক ঘুরা ঘুরি হলো!! এবার চলে যাবো!!





যাবার সময় এভাবে বিদায় জানাবে গেটে!!

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:০৭

নতুন বলেছেন: রাঙ্গামাটি.বান্দরবন গিয়েছিলাম ১ বার... জটিল পরিবেশ... আবার যাইতে হবে...

++

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৫

পথহারা নাবিক বলেছেন: অবশ্যই শীতকালে!!

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৭

আরজু পনি বলেছেন:

আহ দেখলেই প্রাণ জুড়িয়ে যায় ...

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৪

পথহারা নাবিক বলেছেন: ধন্যবাদ!!

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২৩

মোঃ ইসহাক খান বলেছেন: অপূর্ব সব ছবিতে অনেক ভালোলাগা রেখে গেলাম।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৭

পথহারা নাবিক বলেছেন: ধন্যবাদ আপনাকে!!

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০১

মামুন রশিদ বলেছেন: বাঙালী শিক্ষিত্ জাতি, এটা প্রমান করার জন্যই এত লেখালেখি :P


পাহাড় পেরিয়ে হঠাৎ সমতল, খাগড়াছরি শহরের এই অদ্ভুত ভৌগলিক চিত্রটা ভালো লাগে ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৮

পথহারা নাবিক বলেছেন: লেখার জন্য তো কাগজ আছে!! :P

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৯

সুমন কর বলেছেন: একই কথা, যেতে মন চায়। !:#P
ছবি আর বর্ণনা মিলে মুগ্ধ। !:#P !:#P

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৮

পথহারা নাবিক বলেছেন: ধন্যবাদ!!

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৩

আসিফ_মাহমুদ বলেছেন: পোস্ট পড়ে সিদ্ধান্ত নিয়ে নিলাম____
খাগড়াছড়ি ঘুড়ে আসবো, ইনশাল্লাহ!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৯

পথহারা নাবিক বলেছেন: অবশ্যই বর্ষাকালে!! ধন্যবাদ!!

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৭

অরণ্য আবীর বলেছেন: ভাল লাগলো...

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৪

পথহারা নাবিক বলেছেন: ধন্যবাদ!!

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

ঢাকাবাসী বলেছেন: বছর ত্রিশেক আগে এইসব জায়গাতে তিন বছর ছিলুম চাকরীর সুবাদে, আপনার ছবিগুলো দেখে পুরোনো দিনগুলো মনে পড়ল। ধন্যবাদ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

পথহারা নাবিক বলেছেন: ভাই বর্ষাকালে না গিয়া ভুল করছি!!

৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১১

নিশাত তাসনিম বলেছেন: সুন্দর ছবি ব্লগ সংগ্রহে থাকলো

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৬

পথহারা নাবিক বলেছেন: কৃতজ্ঞ প্রকাশ করছি!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.