নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুশীলের নাম শুনলে ঘেন্যা হয়!!

যখন পেয়েছি পথের দেখা তখন আবার দিকভ্রান্ত হয়ে হারিয়েছি পথ.........

পথহারা নাবিক

পেয়েছি পথের দেখা !! শেষ জানিনা তার!!

পথহারা নাবিক › বিস্তারিত পোস্টঃ

বলুন দেখি কে এই বিপ্লবী, শহীদ মুক্তিযোদ্ধা!!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৬





ছাগুরা বলবে সন্ত্রাসী!!

মন্তব্য ৪৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৮

বোকা ছেলে ৯৮৯ বলেছেন: সিরাজ সিকদার

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৩

পথহারা নাবিক বলেছেন: বিচার বহির্ভূত হত্যা কিন্তু শেখ মুজিবের আমল থেকেই হচ্ছে!!

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১১

অ্যামাটার বলেছেন: ভাই আবেগের বশবর্তী হয়ে ভুল তথ্য দিয়েননা। ইনি শহীদ মুক্তিযোদ্ধা নন। তবে মুক্তিযুদ্ধের চেতনার কান্ডারীদের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রাণ হারিয়েছেন।
বাই দা ওয়ে, তাকে মেরে যে/যারা দম্ভোক্তি করেছিল, কোথায় আজ সিরাজ শিকদার, দুদিন বাদে তাদেরও একই পরিণতি ভোগ করতে হয়েছিল।
ইতিহাস উদ্ধতদের ক্ষমা করেনা!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৫

পথহারা নাবিক বলেছেন: ভাই আমি শহীদ আর মুক্তিযোদ্ধা দুইটা দুই জিনিস বুঝিয়েছি!! তিনি কি মুক্তিযোদ্ধা না! তিনি কি শহীদ না!!

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই বীর, শত চাটুকারেরা যখন মুক্তিযুদ্ধের চেতনাকে দুই হাতে কচলে নি:শেষ করে দিচ্ছিল! দু:শাসনের পরও জ্বি হুজুর করছিল তাদের বুকে লাথি মেরে গর্জে দাড়িয়েছিলেন!!!

চোখে চোখ রেখে সত্য বলেছিলেন, অন্যায়ের প্রতিবাদ করেছিলেন.....

অত:পর স্বৈরাচারের বড় অস্ত্র হত্যা গুমের স্বীকার! এর পর দম্ভোক্তি! এবং এর পর ৭২-৭৫এ সকল নিহতের আত্মার অভিশাপ পুড়ে ছাই করেছিল দুর্বিনীত, নৃশংস, একনায়কতান্ত্রিকতাকে।

আজ বড় বেশি দরকার
একজন সিরাজ শিকদার।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৭

পথহারা নাবিক বলেছেন: ধন্যবাদ কমরেড!!

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩০

হাসিব০৭ বলেছেন: এইরকম সাহসী লোকের আজ বড়ই অভাব

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৩

পথহারা নাবিক বলেছেন: সিরাজ শিকদারের মতো একটা লোক যদি আমরা দেশের প্রধান হিসাবে পেতাম তবে আর আমাদের পিছনে ফিরে তাকাতে হতো না!! বাংলাদেশ হতো পুরো বিশ্বের আদর্শ!!

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৭

পাঠক১৯৭১ বলেছেন: আপনার এই বিপ্লবী ও উনার শিষ্যরা শত শত কৃষককে জবাই করেছে ছেলেমেটয়ে ও স্ত্রীর সামনে, নিজের উঠানে।

সেই সব কৃষকের ছেলেমেরা ও স্্ত্রীরা পরে ভিক্ষা করেছে ।

সিরাজ শিকদারের মানসিক রোগ ছিল: তারা সামান্য কৃষককে 'শ্রেণী শত্রু' ঘোষনা করে তাকে হতয়া করতো।



বাংলাদেশের সবচেয়ে ধনী কৃষক ছিল পৃথিবীর একজন দরিদ্র লোক। ওকে হত্যা করায় হাজার হাজার মানুষ প্রাণে বেঁচে গেছে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪১

পথহারা নাবিক বলেছেন: তাতো দেখতেই পাচ্ছিরে হতচ্ছাড়া তরল!!

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৯

পাঠক১৯৭১ বলেছেন: মানসিক রোগী সিরাজ সিকদার ক্ষমতা দখল করলে কম্পুচিয়ার মত ১ কোটী লোককে সে জবাই করতো; তার মাঝে আপনার বাবাও থাকতো, আপনি ব্লগিং করতেন নরকে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪২

পথহারা নাবিক বলেছেন: হতচ্ছাড়া তরল দূরে গিয়া মর!!

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫২

পাঠক১৯৭১ বলেছেন: সিরাজ শিকদার ছিল মানসিক রোগী, কৃষককে জবাই করতো, আজও বাংলাদেশের দক্ষিণ অন্চল ও পশ্চিম অন্চলে ওর ভুতেরা আছে, নিজেদের লোকদের জবাই করে।

ওরা আপনাকে পেলে, তখন আর ব্লগ লিখতে হবে না: ষ্বয়ং শিকদারের সাথে দোযখে কথা বলতে পারবেন।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

পথহারা নাবিক বলেছেন: তরলরে তরল!! X(( X((

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

পদ্মা_েমঘনা বলেছেন: কোথায় আজ সিরাজ শিকদার! এই বিপ্লবীর বোন নাকি আজ তাদের (!) দালাল। সত্যি সেলুকাস!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৯

পথহারা নাবিক বলেছেন: হুম!! :| :|

৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

পাঠক১৯৭১ বলেছেন: ১৯৭২, ১৯৭৩ সালে বাংলাদেশের কত দরিদ্র কৃষক 'জোতদার আর শ্রেণী শত্রু ' ছিল?

যাদের সে হতয়া করেছে, তাদের পরিবারের কি হয়েছে?

স্বাধীন দেশে কেন সে অস্ত্র ব্যব হার করলো?

তাকে বে-আইনীভাবে মারার আগে, সে কত শত দরিদ্র চাষীকে জবাই করেছে সেই জল্লাদ?




আপনি নিজেই কি সিরাজের জল্লাড সর্ব হারাদেরএকজন, নাকি সাধারণ বেকুব?

প্রোফাইল থেকে চে'র ছবি সরায়ে ঝল্লাদের ছবি লাগানা!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২০

পথহারা নাবিক বলেছেন: তুই কি তরল!! নিজের পরিচয় আগে উম্মুচন কর!!

১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬

হাসান কালবৈশাখী বলেছেন:
নকশাল পন্থিরা কোন দেশেই সফল হতে পারে নাই।
শিরাজ বেচে থাকলে ইনু মতিয়াদের মত শেষপর্যন্ত আওয়ামীলীগেই ঠাঁই হতো

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

পথহারা নাবিক বলেছেন: হয়তো!!

১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫২

ওয়ান ডাউন বলেছেন: কি কলিকাল আইলো ছাগুরা এখন চে গুর ছবি প্রোফাইলে লাগিয়ে ছাগলামি করে।আগে করতো ছাইয়া নিকে এখন দেখি বিপ্লবি সেজে ছাগুগিরি করে।

ডিজিটাল ছাগু।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০২

পথহারা নাবিক বলেছেন: তোদের মতো ভাদাদের ধুতি খুলতেই আমার এই পোষ্ট!!

১২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫২

ঢাকাবাসী বলেছেন: তার দেশপ্রেমের কোন তুলনা খুব নেই।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

পথহারা নাবিক বলেছেন: যখন একটা লোক সংগ্রাম করে তখন যে নিজের কথা চিন্তা করে না!! ছাগুরা এটা বুঝবে না!! ধন্যবাদ আপনাকে!!

১৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

ওয়ান ডাউন বলেছেন: ধুতি খুলে কি করবি?আমিতো তোর মত গে না।কিরে ছাগু চে র ফটোক দিলেই কি তোমার ছাগুগিরি চালাইতে পারবা মনে করছো?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

পথহারা নাবিক বলেছেন: ধুতি খুলে সুন্নতে খত্না করে দেবোরে ভাদা!!

১৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৭

ওয়ান ডাউন বলেছেন: তুমি কি সুন্নাত কারাও?রেট কত তোমার?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪২

পথহারা নাবিক বলেছেন: শুধু মাত্র তোমাদের মতো ভাদাদের করাই!! কোনো টাকা নেই না কারণ আমি এতে সুখ পাই!! =p~ =p~

১৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪১

পাঠক১৯৭১ বলেছেন: আপনার মতো মগজহীনরা মানসিক রোগী, সিরাজ শিকদারের মত জল্লাদকে বিপ্লবী বানাচ্ছেন?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৩

পথহারা নাবিক বলেছেন: তরল বিপ্লবীদের সংজ্ঞা কি!!

১৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৯

পাঠক১৯৭১ বলেছেন: যারা মানব জীবন উন্নয়নের জন্য বৈপ্লবিক ধরণার উদ্ভাবন করেন, ও মানুষকে ষেই ধরণাকে গ্রহনে উদ্বুদ্ধ করেন!

ওকে, রাজশাহীর গলাকাটা সর্বহারা !

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৬

পথহারা নাবিক বলেছেন: সিরাজ শিকদার কি করতেছিলো তরল!!

১৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৪

পাঠক১৯৭১ বলেছেন: সিরাজ শিকদার দরিদ্র কৃষকদের 'জোতদার, শ্রেণী শত্রু' নাম দিয়ে বউ বাচ্ছার সামনে জবাই করছিল; ওকে, মগজহীন লিলিপুটিয়ান!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৮

পথহারা নাবিক বলেছেন: চে কিন্তু এখনো আমেরিকানদের চোখে শত্রু!! তুমি কি বুঝতে পেরেছো তরল খাটাশ!!

১৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৫

একজন ঘূণপোকা বলেছেন:



অসাধারণ একজন সিরাজ সিকদার

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৮

পথহারা নাবিক বলেছেন: ধন্যবাদ!!

১৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫৯

পাঠক১৯৭১ বলেছেন: হাউকাউ

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৪৩

পথহারা নাবিক বলেছেন: হাউকাউ!!

২০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:০৪

ওয়ান ডাউন বলেছেন: হাহাহা আরেকজনের টা ধরে মজা পাও?তুমিতো দেখি রিয়াল ছাগু।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:১০

পথহারা নাবিক বলেছেন: আরেক জনের না!! তুমার মতো ভাদাদেরটা ধরে মজা পাই!! ভাদা তুমি বেশী কথা বলছো!! বিচিতে এক টুক্কা দিয়ে হাসপাতালে পাঠিয়ে দেবো!! শালা এই রাতের বেলাও কোরবানীর ছাগলের মতো পোষ্টে এসে ম্যা ম্যা করছে ইন্ডিয়ান ছাগু গুলো!! যাহ গিয়া বেইমান আমির নুনু লেহন কর!!

২১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:২৫

মাহাদি হাসান বলেছেন: আর্দশের অনুশীলনের ভুল ভ্রান্তি থাকতে পারে। অনেকেই শ্রেনী শত্রু খতমের লাইনের জন্য নকশাল আন্দোলনের রাজনৈতিক পরাজয় ঘটেছে বলে, সেটা আংশিক সত্য বটে। কিন্তু এখানে আমার কাছে আরো গুরুত্বপূর্ন মনে হয়েছে যে, চারু মজুমদারের যে আটটি দলিলের ভিত্তিতে এই আন্দোলন গড়ে উঠেছিল সেই দলিলের অনেক গুরুত্বপূর্ন জায়গাগুলো তাদের পার্টির অনুশীলনের বাইরে ছিল। গন-সংগ্রাম ও গন-আন্দোলনের গুরুত্ব স্বীকার করবার পরেও এই ধরনের আইনী সংগ্রামকে এগিয়ে নেয়ার প্রচেষ্ঠা থেকে নিজেদেরকে একবারেই সরিয়ে নেয়া। বাংলাদেশের ক্ষেত্রেও সিরাজ শিকদারের পার্টি লাইন ছিল চারু মজুমদারের পার্টি লাইনের অনুকরন। এটা মারাত্নক বিভ্রান্তি বটে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৪১

পথহারা নাবিক বলেছেন: হুম

২২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:০১

পাঠক১৯৭১ বলেছেন:


আপনি লিখেছেন, "সিরাজ শিকদারের মতো একটা লোক যদি আমরা দেশের প্রধান হিসাবে পেতাম তবে আর আমাদের পিছনে ফিরে তাকাতে হতো না!! বাংলাদেশ হতো পুরো বিশ্বের আদর্শ!! "

দেশকে কম্বোডিয়া বানাতো মানসিক রোগী সিরাজ শিকদার: শিকদারের হাতে আপনার বাবার মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকতো ৬০%, আপনার জন্মের সম্ভাবনা থাকতো ৫% এর নীচে।


আমি আপনাকে সাম্পানে তুলে ভারত মহাসাগরের মাঝখানে রেখে আসবো, বেকুব!

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:৫৮

পথহারা নাবিক বলেছেন: যা ছাগু মুতু করে ঘুমাইতে যা!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.