![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেয়েছি পথের দেখা !! শেষ জানিনা তার!!
কিছুদিন আগে আমার বড় বোন ফেসবুকে একটা অনলাইন শপিং পেজে একটা জামা দেখে পছন্দ করে। দাম প্রায় ৬২০০ টাকার মতো! তারা বিকাশের মাধ্যমে টাকা দাবি করে!! যাই হোক আমার দুলাভাই বিদেশ থাকার কারনে তার একজন অফিস কলিগকে দিয়ে বিকাশ করে পাঠায়। তারা কোড নাম্বার এসএমএস করে পাঠাতে বলে!! উনি তাদের কোড নাম্বার এসএমএস করে পাঠায় এবং বলে ২/৩ দিনে মধ্যেই তার ডেলিভারি করে পাঠাবে! ২/৩ দিন অতিবাহিত হয় কিন্তু তাদের ডেলিভারি আর হয় না! যাই হোক তাদের ফোন দেওয়ার পর দিবো দিচ্ছি করে ৭/৮ দিন পর তারা তাদের পণ্য পাঠায়! প্যাকেট খুলে আমার বোন দেখে একি কান্ড এ জামাতো সেই জামা নয়। যে জামা পাঠিয়েছে তার দাম খুব বড় জোর ১০০০টাকা হবে। তাদের জানাতেই তাঁরা বললো আমরা নাকি কোড ভুল করেছি!! আমরা তাদের বললাম না আমরা কোড ভুল করি নাই!! আমাদের কাছে মেসেজের কপি আছে! তারা পরে স্বীকার করলো যে তারা ভুল করে পাঠিয়েছে! তারা পরিবর্তন করে দিবে! ২/৩ দিন পরে তারা জানায় এই জামাটি তাদের স্টকে নাই তারা এটা দিতে পারবে না! অন্য একটা নিতে হবে! আমরা তাই রাজি হলাম কিন্তু তারা আর আমাদের ফোন ধরে না! ১ মাস হয়ে গেলো আমাদের নাম্বার দেখলে আর ধরে না! অন্য নাম্বার থেকে কল করে পরিচয় দিলেই তারা লাইন কেটে দেয়। এই হলো গত এক মাসের ঘটনা!!
এখন কথা হলো এক জনের জন্য সবার ব্যাবসা নষ্ট হচ্ছে। মানুষ মানুষকে কি ভাবে বিশ্বাস করবে। সবাই যে খারাপ তা না তবে এদের এক দুইজনের জন্য সবার বিশ্বাস নষ্ট হচ্ছে। তাই এদের চিনে রাখুন এবং এদের থেকে দুরে থাকুন!!
বাটপারদের ফেসবুকের লিঙ্কঃ Click This Link
Click This Link
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৯
পথহারা নাবিক বলেছেন: কিছু একটা করতে হপে!!
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪৬
এস.কে.ফয়সাল আলম বলেছেন: বাংলাদেশের প্রেক্ষাপটে এখন পর্যন্ত অনলাইন শপিং আমার মতে শুধুমাত্র "ক্যাশ অন ডেলিভারী"-ই মোটামুটি নিরাপদ।
আপনার বোন যে কোন আক্কেলে কিছুই বাছ-বিচার না করে ঐ নাম্বারে বিকাশ করতে গেল !!
আমি নিজেও অনেক কিছু অনলাইন শপিং থেকে কিনেছি এবং সুযোগ পেলেই কিনি। তবে ঐ ক্যাশ অন ডেলিভারী প্রসেসে। তাই এখন পর্যন্ত কোন সমস্যা হয় নি।
..............
আশা রাখি সবাই এ বিষয়ে সচেতন হবে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫১
পথহারা নাবিক বলেছেন: হুম ভালো বলছেন!!
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:২৯
পাঠক১৯৭১ বলেছেন: আপনি লিখেছেন,
"তাই এদের চিনে রাখুন এবং এদের থেকে দুরে থাকুন!! "
কাদেরকে চিনে রাখব, আপনি তো ওই দুস্ট অন-লাইন কোম্পানীর নাম দেননি!
হাউকাউ
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৩২
পথহারা নাবিক বলেছেন: তরল ছাগু পোষ্ট ভালো কইরা পড় তারপর মন্তব্য কর!! ওদের ঠিকানা দিছি নাই দেই নাই চেক কইরা দেখ!!
৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:০৭
পাঠক১৯৭১ বলেছেন: এবার হুশ হয়েছে, এখন লিংক!
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:১৪
পথহারা নাবিক বলেছেন: হতচ্ছাড়া তরল লিঙ্ক আগেই দিয়েছিঃ তুই খেয়াল করিছনি!!
৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:১৭
সাহাদাত উদরাজী বলেছেন: ক্যাশ অন ডেলিভারী! বিকাশ প্রকাশের কথা চলেই না!
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৪৪
পথহারা নাবিক বলেছেন: হুম সেটাই!!
৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:২৬
পাঠক১৯৭১ বলেছেন: শঠে: শঠ্যাং
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৪৫
পথহারা নাবিক বলেছেন: তোরে মাঝরাতে কুকুর কামর দিয়েছে!!
৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:২৭
পাঠক১৯৭১ বলেছেন: @ এস.কে.ফয়সাল আলম ,
এই বোনটা হয়তো ভাইয়ের মতো!
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৪৬
পথহারা নাবিক বলেছেন: তরল তোর জন্মের দোষ আছে তাই এই মন্তব্যটা করলি!!
৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১১
ঢাকাবাসী বলেছেন: দুনিয়াতে সবচাইতে করাপটেড দেশে এডভান্স অচেনা দুকানকে টাকা দেয়া ঠিক হয়নি।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৩
পথহারা নাবিক বলেছেন: ঠিক অচেনা না!! পরিচিত একজন তার কাছ থেকে জিনিস কিনেছিলো!!
৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১১
কালোপরী বলেছেন: আহারে
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:০৮
পথহারা নাবিক বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৭
সুমন কর বলেছেন: