নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুশীলের নাম শুনলে ঘেন্যা হয়!!

যখন পেয়েছি পথের দেখা তখন আবার দিকভ্রান্ত হয়ে হারিয়েছি পথ.........

পথহারা নাবিক

পেয়েছি পথের দেখা !! শেষ জানিনা তার!!

পথহারা নাবিক › বিস্তারিত পোস্টঃ

মল ত্যাগকারীকে ধরতে সিসি ক্যামেরা!!! !:#P

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩









এবার জাতীয় সংসদের অধিবেশন চলাকালেই ভবনের ভেতর পাওয়া গেল মল। রোববার সন্ধ্যা সোয়া ৬টায় সংসদ ভবনের স্পিকার ব্লগের চতুর্থ তলা থেকে পঞ্চম তলায় সাংবাদিক গ্যালারিতে যাওয়ার সিড়িতে দেখা যায়, কেউ সেখানে মলত্যাগ করে রেখেছে। পরে বিষয়টি সংসদের জনসংযোগ কর্মকর্তাকে জানালে তিনি তা পরিস্কার করার ব্যবস্থা নেন।



সংসদ সচিবালয়ের কর্মকর্তারা বলছেন, কোনো কুকর বা বিড়াল একাজ করে থাকতে পারে। তবে তারা একই সাথে একথাও স্বীকার করছেন, ওই স্থানে কুকুর বা বিড়াল প্রবেশ করতে পারার কথা নয়।



এর আগে গত ২৮ জানুয়ারিও একই রকম ঘটনা ঘটে। তা নিয়ে পরিবর্তন-এ একটি প্রতিবেদনও প্রকাশ করা হয়। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পুণরাবৃত্তি ঘটায় জাতীয় সংসদ ভবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।



সংসদ সচিবালয়ের কয়েকজন কর্মকর্তা জানান, সংসদের উত্তর পার্শ্বের গেইট দিয়ে মাঝেমধ্যে একটি কুকুর ঢুকে পড়ে। সেটি‌ একাজ করে থাকতে পারে।



এ ঘটনায় সংসদের নিরাপত্তার নিয়ে তারা শংকা প্রকাশ করেন। তারা বলেন, দ্রুত বিষয়টি খতিয়ে না দেখলে তা ভবিষতে নিরাপত্তার জন্য হুমকি হতে পারে।



এ ঘটনায় সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের মধ্যেও প্রশ্ন দেখা দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে তাদের কয়েকজন বলেন, জাতীয় সংসদে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা হয়। নিশ্চয়ই এখানে এমন কেউ প্রবেশাধিকার পাবেন না যে এমন কাজ করতে পারে। তাই এ কাজটি কে করেছে তা খতিয়ে দেখা উচিত।



তারা বলেন, সংসদ ভবনে নিরাপত্তার বিষয় যেহেতু সিসিটিভির মাধ্যমে করা হয়। তাই ওই ফুটেজ দেখে 'অপরাধীকে' সনাক্ত করা উচিত।



এ বিষয়ে জাতীয় সংসদের জনসংযোগ বিভাগের পরিচালক জয়নাল আবেদিন পরিবর্তনকে বলেন, এতো নিরাপত্তার মধ্যে সংসদ ভবনে কেউ মলত্যাগ করতে পারেন না। কোনো বিড়াল কাজটি করেছে বলে ধারণা করছি।



সূত্রঃ পরিবর্তন.কম

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

পাঠক১৯৭১ বলেছেন: সংসদে ১ টা নয়, অনেক কুকুর ঢুকে, উহারা ওখানে খাওয়া দাওয়াও করে; সংসদে খাওয়া দাওয়া বন্ধ করলে কুকুরেরা ওখানে আর মোটেও যাবে না, পায়খানাও করবে না।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০২

পথহারা নাবিক বলেছেন: তরল খাসা বলেছিছ!!

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৮

nurul amin বলেছেন: মল আসছে তাই ত্যাগ করছে। এতে সমস্যার কিছু দেখছিনা।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১৩

পথহারা নাবিক বলেছেন: সমস্যা হলো ছাগলে খোঁয়াড়ে কেনো কুকুর বিড়াল হাগু করবে!!

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৪

ঢাকাবাসী বলেছেন: ..য়োরের খোঁয়াড়ে কুকুর বিড়াল!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০১

পথহারা নাবিক বলেছেন: হুম!! ঘটনা খারাপ!!

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪১

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: এই কাম কোনো সঙ সদ সদস্যের। এইটা বাই নিমক হালালীর নিশানা।

সঙ সদ থেইকা খালি নিমুই, দিমু না কিছু - এই রকম কৃতজ্ঞতা বোধ থেইকা কোনো মাননীয় সঙ সদ এই কাম করছে।

শুল্ক মুক্ত গাড়ী, বিনা ভাড়ার বাড়ী, কাম না কইরা, হাজিরা না দিয়া তনখা, হাজার রহম কোটার অধীকারী হইয়া কুনো সঙ সদের বিবেকে প্রতিদানের খোঁচা লাগছে। আর হের জন্যই বাঙালী যখন তার জীবনে শুধুমাত্র মল আর মুত্র বিনা অন্য কিছু ত্যাগ করে না, তহন মহান সঙ সদরে মল আর মুত্র ছাড়া আর দিবো কি।
আপনেরাও বাই মানুষ অইলেন না, বেক্কল রইয়া গেলেন, প্রতিদানের এই মাজেজাটা বুঝলেন না।
পারওয়ার দেগার আপনেগো দেমাগে আরাকটু ঘিয়া জিনিষ দেউক। আমীন।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৩

পথহারা নাবিক বলেছেন: =p~ =p~ =p~

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৫

ভিটামিন সি বলেছেন: nurul amin বলেছেন: মল আসছে তাই ত্যাগ করছে। এতে সমস্যার কিছু দেখছিনা।
লেখক বলেছেন: সমস্যা হলো ছাগলে খোঁয়াড়ে কেনো কুকুর বিড়াল হাগু করবে!!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৯

পথহারা নাবিক বলেছেন: :P :P :P :P

৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিনা ভোটের সঙসদ তো ;) =p~ =p~ =p~ =p~ =p~

তাই বিনা বিচারে অপকর্ম :P

গিনেস বুকে রেকর্ড মনে হয় আর অন্য কেউ নাই। একছত্র মালিকানা -প্রহসনের সংসদের এবং তার নেত্রীর বটেই ;)

বাংলাদেশের ৪০ বছর আর সারা বিশ্বে মনে হয় প্রথম রেকর্ড!!!!!!!!!!!

বার্নিং কুশ্চেন হল- এরা তাহলে দেশ কিভাবে চালাবে??????????????????????????????????

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৪

পথহারা নাবিক বলেছেন: সব সম্ভবের দেশ আমাদের প্রিয় এই বাংলাদেশ!!

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:২৮

সনজিম বলেছেন: অসম্ভব কে সম্ভব করাই বাল লীগ এর কাজ

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৫০

পথহারা নাবিক বলেছেন: হুম

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:২৯

সনজিম বলেছেন: অসম্ভব কে সম্ভব করাই বাল লীগ এর কাজ (ওই খানে গিয়াও মল বিসর্জন)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৫০

পথহারা নাবিক বলেছেন: হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.