নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুশীলের নাম শুনলে ঘেন্যা হয়!!

যখন পেয়েছি পথের দেখা তখন আবার দিকভ্রান্ত হয়ে হারিয়েছি পথ.........

পথহারা নাবিক

পেয়েছি পথের দেখা !! শেষ জানিনা তার!!

পথহারা নাবিক › বিস্তারিত পোস্টঃ

বই মেলায় নতুন উপদ্রপ " আপা/ভাইয়া এঁকে দেই!!'

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:১১





















বই মেলায় জঘন্য এক উপদ্রপ আপা এঁকে দেই! বই মেলায় ঢুকার পথে রঙ নিয়ে সঙ সাজানোর জন্য বসে আছে। একটু পর পর এসে বলছে আপু এঁকে দেই! যদি না বলি বলবে আপু/ভাইয়া এঁকে দেই না সুন্দর লাগবে!! শালাদের কথা শুনে মনে হয় বই মেলায় সবাই সঙ সাজতে যায়!! এদের উপদ্রপ কমানোর জন্য এদেরকে গণ মাইর দিতে হবে! এই উপদ্রপ কমানোর জন্য মাইরের কোনো বিকল্প নাই!! X((X((

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২১

স্বপ্নসমুদ্র বলেছেন: কিতা আঁকে?

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৯

পথহারা নাবিক বলেছেন: গাছ পালা লতা গরু ছাগল হাতি মহিষ বান্দর উল্লুক বাঘ হরিন কুমীর আপনি যা চান তাই!!

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১১

বাউন্ডুলে রুবেল বলেছেন: আগে চারূকলার পুলাপাইন আঁকতো। যাই আঁকতো না আঁকতো সুন্দর হতো। হাতে কিছু টাক ধরিয়ে দিলেই ওরা খুশী মনে চলে যেতো। স্টূডেন্ট মানুষ। শখে আঁকতো, যা পায় তাতেই খুশী থাকতো। এদের দেখা দেখি আস্লো কিছু বস্তির পোলাপাইন। বাংলায় নিজের নামটা বড়জোর লিখতে জানে, রঙ তুলি নিয়ে জোর জবরদস্তি করে গালে দুইটা পোচ মারে কেউ কিছু বুঝে উঠার আগেই। তারপর শুরু হয় দাবী দাওয়া। ২০০ টাকা দিছে অমুক, আপনি একশত দেন ব্লা ব্লা ব্লা।
বইমেলায় ব্যাপারটা থাকে রিকুয়েস্টের মতো।
বানিজ্য মেলায়?
কিছুক্ষণের মাঝেই পিছন থেকে হাজির হবে গোটা দশেক ছেলে পিলে। অন্তত চার পাঁচ জন। বাকিটা আর নাই বললাম।

এদের প্রতিহত করতে হবেই।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫০

পথহারা নাবিক বলেছেন: হুম

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালো তো, ভালো না?

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৫

পথহারা নাবিক বলেছেন: হুম

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১২

মুদ্‌দাকির বলেছেন: বিরক্তি কর, এদের জুতানো দরকার X( X( X( X( X( X(

মুখে রং মাখতে কি আর সবাই পছন্দ করে???

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৫

পথহারা নাবিক বলেছেন: হুম

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১২

সাইলেন্স বলেছেন: এরা ডিজিটাল টোকাই।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৭

পথহারা নাবিক বলেছেন: হয়তো!!

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৯

আরিফ আরাফাত রুশো বলেছেন: ভাল

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৯

পথহারা নাবিক বলেছেন: কোনটা!!

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৫

আমি ইহতিব বলেছেন: বইমেলাতো এখন মিনি নিউমার্কেট হয়ে গিয়েছে। আর এই ব্যবসায়ী আঁকিয়েদের দেখলে সত্যিই রাগ লাগে। আমার কাছে এলেই কড়া করে না করে দেই এই বলে যে আমার স্কিনে সমস্যা আছে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৫

পথহারা নাবিক বলেছেন: হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.