নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুশীলের নাম শুনলে ঘেন্যা হয়!!

যখন পেয়েছি পথের দেখা তখন আবার দিকভ্রান্ত হয়ে হারিয়েছি পথ.........

পথহারা নাবিক

পেয়েছি পথের দেখা !! শেষ জানিনা তার!!

পথহারা নাবিক › বিস্তারিত পোস্টঃ

ঢাকার সড়কে ফ্রী ওয়াইফাই !!! যানযট বাড়ানোর নতুন পদ্ধতি!!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪১













টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে সৌন্দর্য

বর্ধনের

পাশাপাশি রাজধানীতে প্রথমবারের

মতো ওয়াইফাইয়ের আওতায় আসছে ব্যস্ত সড়ক।

জাহাঙ্গীর গেট থেকে বনানী পর্যন্ত

পৌনে তিন কিলোমিটার মূল সড়কে এই

সুবিধা পাবেন নগরবাসী। এই সড়ক

দিয়ে চলাফেরার সময় যে কেউ পাঁচ

এমবিপিএস গতির ফ্রি ইন্টারনেট ব্যবহার

করতে পারবে।

সড়ককে ওয়াইফাইয়ের আওতায় আনার

পরিকল্পনার

পেছনে যুক্তি দিয়ে প্রতিষ্ঠানের প্রধান

নির্বাহী কর্মকর্তা আবেদ বলেন,

“এতে যাত্রীরা অন্তত এই

পথটিতে যানজটে আটকে থাকলে ইন্টারনেট

ব্যবহার করতে পারবেন।ওয়াইফাই

সেবা দেয়ার জন্য

ইতোমধ্যে কয়েকটি টেলিকম অপারেটর ও

ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের

সঙ্গে কথা-বার্তা চলছে।



ফেবু থেকে প্রাপ্ত !!

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২২

আমি হনুমান বলেছেন: মিরপুর ২নঙ, ১০নঙ এর আশপাশের কি খবর?? না রাস্তায় খাড়াইয়া খাইতে হবে???

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৩

পথহারা নাবিক বলেছেন: কইতে পারি না!! দেশের কোনো আগা মাথা নাই!!

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭

দি সুফি বলেছেন: বনানীতে এখনই ওয়াইফাই সুবিধা আছে। ওয়াইফাই ব্লুজোন নামে জিপি এি সুবিধা দিচ্ছে। তবে ফ্রি না। রবিরও ওয়াইফাই আছে বনানীতে।
এছাড়া আইকানেক্টও ওয়াইফাই প্রোভাইড করছে। কিন্তু কেউই ফ্রি দেয় না।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৬

পথহারা নাবিক বলেছেন: সরকার ফ্রী দিবো আর পোলাপাইন গাড়ি নিয়া রাস্তার পাসে দাড়াইয়া নেট ব্যাবহার করবো এবং যানজট বাড়াইবো!!

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৫

ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
কেনিয়ার নায়রোবি শহরের সমগ্র লোকাল বাস রূট ফ্রী ওয়াইফাই।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৭

পথহারা নাবিক বলেছেন: বলেন কি!! B:-) B:-)

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩০

ভোরের সূর্য বলেছেন: ব্যাপারটা হাস্যকর। টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে এই সুবিধা তাও আবার জাহাঙ্গীর গেট থেকে বনানী পর্যন্ত। যদি দিতেই হয় তাহলে হোটেল থেকে ক্রিকেট টিম ভেন্যু পর্যন্ত যেই রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা পুরাটাই ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় আনা উচিৎ।কি যুক্তিতে শুধু এইটুকু রাস্তা ওয়াইফাই করা হবে সেটা বুঝলাম না। তবে আমার কাছে এটা সাময়িক একটা সরকারি টাকা মারার ধান্ধা ছাড়া আর কিছুনা। যেই কোম্পানীকে ওয়াইফাই করতে দিবে তারা কিছু টাকা নিবে সরকারের আর যেইসব সরকারি কর্মকর্তারা চুক্তি করবে তারা কিছু কমিশন ব্যবসা করবে টি টুয়েন্টি উপলক্ষে।

আর যানযট বাড়ার বিষয়টি আমার কাছে গ্রহনযোগ্য মনে হয়নি কারন যাদের গাড়ি আছে আরা তেল বা গ্যাস পুড়িয়ে এই রাস্তায় ওয়াইফাই ইউজ করার জন্য গাড়ী থামাবেনা।আর এটা এত ব্যস্ত রাস্তা যে কেউ শখ করে ল্যাপটপ,ট্যাব বা মোবাইল নিয়ে এসে শুধু ওয়াইফাই এর জন্য রাস্তায় দাঁড়াবেনা।

যাত্রীরা অন্তত এই
পথটিতে যানজটে আটকে থাকলে ইন্টারনেট
ব্যবহার করতে পারবেন

এই যুক্তি ঠিক আছে।কিন্তু আসলে সবচেয়ে বড় যুক্তি হল কমিশন বিজনেস বেসরকারি কোম্পানী এবং সরকারি আমলার মধ্যে ক্রিকেট উপলক্ষে টুপাইস কামানো।
যেমন কয়েকদিন আগে শুনলাম টেলিটক সারা দেশে ওয়াইফাই সুবিধা দিবে।
যারা দেড় বছরে মাত্র ১৮টি জেলায় শুধু জেলা শহরের মধ্যে তাও খুব লিমিটেড আকারে ৩জি সুবিধা দিচ্ছে তারা কিভাবে সারা দেশে ওয়াইফাই দিবে?একটাই ঠিকমত করতে পারেনা সাথে আরেকটা।আসলে এরকম নতুন নতুন প্রকল্প তৈরি করে কমিশন ব্যবসা করা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪০

পথহারা নাবিক বলেছেন: বাঙ্গালী ফ্রী পাইলে সাদা লুঙ্গিতে আলকাতরা মাখে!! আপনি মনে হয় স্পীড খেয়াল করেন নাই!! এর থেকে কম স্পীডে টি এস সি তে কি হইছিলো মনে হয় ভুলে গেছেন!!

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪১

একজন ঘূণপোকা বলেছেন: B:-) B:-) B:-)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৮

পথহারা নাবিক বলেছেন: :| :|

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৬

ভোরের সূর্য বলেছেন: ফ্রী পাইলে আলকাতরা খায় কিন্তু আপনাকে দুটো ব্যাপার বলেছি যে যাদের গাড়ী আছে তারা গাড়ী হাকিয়ে শুধু ফ্রী ওয়াইফাই এর জন্য গাড়ী থামাবেনা।

আর দ্বিতীয়ত এই রাস্তাটা প্রচুর ব্যস্ত।দাঁড়াবার জায়গা পর্যন্ত নাই।উত্তরার লোটোর শোরুমে ফ্রী ওয়াই ফাই। শোরুমের সামনে রাস্তায় দাঁড়িয়ে ওনেকেই ফ্রী ওয়াইফাই ইউজ করে। কিন্তু সেই রাস্তাটা অনেক ফাঁকা ব্যস্ত না। ঠিক তেমনি টিএসসিও একটি শান্ত মনোরম জায়গা যেখানে নেট ইউজ করার মতন পরিবেশ আছে। সেখানে দুদন্ড বসে শান্ত পরিবেশে নেট ইউজ করতে পারবেন কিন্তু বনানী থেকে থার্ড গেট(জাহাঙ্গীর গেট) পর্যন্ত রাস্তা কিন্তু টিএসসির মত নয়।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৯

পথহারা নাবিক বলেছেন: আচ্ছা দেখেন কি হয়!! তবে আমার মনে হয় পরিনাম ভাল হবে না!

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৯

উদাস কিশোর বলেছেন: আমাদের পাবনাতে PTI এবং পলিটেকনিকেল সংলগ্ন রাস্তায় ফ্রি ওয়াইফাই সুবিধা দিচ্ছে । এতে আরো জ্যাম এবং মাঝে মাঝে মারামারি লেগে যায় ।
এ নিয়ে অভিযোগ করেও কোন লাভ হচ্ছে না ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১২

পথহারা নাবিক বলেছেন: @ভোরের সূর্য ভাই দেখেন উদাস কিশোর কিন্তু বাস্তব উদাহরণ দিয়ে দিয়েছে!!

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৩

পাঠক১৯৭১ বলেছেন: যাদের গাড়ী আছে, তাদের ইন্টারনেত কেনার পয়সা আছে; অর্থনীতি না বুঝে প্রেডিক্ট করলে কাজ হবে না।
ফলে, কোথায়ও ফ্রি ও্যাই-ফাই দিলে যানযট হবে না নাবিক; হয়তো কিছু জাহাজ এসে নোংগর ফেলতে পারে!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৮

পথহারা নাবিক বলেছেন: @তরল তুই কই ছিলি এতোদিন!! :P তর তুই একটু অপেক্ষা কর বাস্তব প্রমাণ পাবি!!

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩১

রাবার বলেছেন: ভালোই হবে আমাদের মতন গরিব পাব্লিকের জন্য +++্

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩২

পথহারা নাবিক বলেছেন: তা তো বটেই!!

১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০০

সুমন কর বলেছেন: B:-) B:-) B:-)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪২

পথহারা নাবিক বলেছেন: :| :|

১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৮

রহস্যময় শিশির বলেছেন: মোবাইলে ১গিগাবাইট ২জি প্যাকেজ কিনতে এখনো ৩০০+ ট্যাকা গুণা লাগে / যে সরকার গ্রাহক পর্যায়ে এখনো ইন্টারনেটের দামই কমায় নাই, সেই সরকার নাকি দিবে ফ্রি ওয়াইফাই !! / আমি তো বিনুদুন নিতে নিতেই মইরা যামু গা ! =p~

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৪

পথহারা নাবিক বলেছেন: দেখেন কি হয়!!

১২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৫

বেকার সব ০০৭ বলেছেন: গুলিস্তান, ফার্মগেট, মুতিঝিল ওয়াইফাই দিলে কেমন হয়

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৬

পথহারা নাবিক বলেছেন: তাইলে তো ঢাকা শহরে জ্যাম বলে আর কিছু থাকবেই না!!

১৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪১

অপু তানভীর বলেছেন: এখন ফ্রি ওয়াইফাই এর জন্য বনানী যাওয়া লাগবে ? :-& :-& :-&

লাগবো না ফ্রি ওয়াইফাই ! আমার ঘরে এমনিতেই ওয়াইফাই আছে ! ;) ;) ;)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪৩

পথহারা নাবিক বলেছেন: :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.