![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেয়েছি পথের দেখা !! শেষ জানিনা তার!!
২০১১ বিশ্বকাপ ম্যাচের পর একবার এ অভব্যতা করেছিলেন সাকিব আল হাসান। কাল বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় ম্যাচের পর আবারও সাকিবের অশালীন আচরণে বিমূঢ় সবাই! আউট হয়ে ফিরে যাওয়ার পর তোয়ালে গায়ে ড্রেসিংরুমের ভিউইং এরিয়ায় বসেছিলেন তিনি, যা বারদুয়েক টিভি ক্যামেরার মাধ্যমে মাঠের জায়ান্ট স্ক্রিন থেকে শুরু করে ভেসে ওঠে দেশ-বিদেশের টিভি সেটগুলোতেও। কিন্তু তৃতীয়বার ক্যামেরার লেন্স ঘুরতে দেখে বিরক্তি থেকে যে অশালীন ভঙ্গিটি করেন সাকিব, তা বিস্ময়কর এবং হৃদয়বিদারক কিংবা তার চেয়েও বেশি কিছু। ছবি দেখে সে ভাবনাটা নিজেই ভেবে নিন দর্শক। ছবি : টিভি থেকে নেওয়া ।
সূত্রঃ বালের কণ্ঠ
সাকিব যদি মনে করে থাকে তার কোনো বিকল্প নাই তাহলে ভুল করবে। তার অনেক বিকল্প অনেকে আছে!! দেশের ভাব মূর্তি নষ্ট করার জন্য এই কুলঙ্গারকে বিসিবির শাস্তি দেওয়া উচিৎ! তাহলে পরবর্তীতে কেউ এই ধরণের ব্যাবহার করার সাহস পাবে না!!
২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০০
পথহারা নাবিক বলেছেন:
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৬
কাজিম কামাল বলেছেন: খুব খারাপ হল। দেশের সবচেয়ে জনপ্রিয় মানুষ। ( আমার পোস্ট দেখুন এ নিয়ে )
২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪১
পথহারা নাবিক বলেছেন: হুম দেখলাম!
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২২
স্বপ্নবাজ অভি বলেছেন: ঐ সময় ধারাভাষ্যকার সাকিব কেন এমন করলো , এইসব বলছিল !
আমিও খেয়াল করেছি ব্যাপারটা , ভেবেছিলাম লাইভেই হয়তো আবার রিপ্লাই দেখাবে , কিন্তু যাক আর দেখায়নি , মান সম্মান কিছুটা হইলেও বেঁচে গেছে !
খুব দুঃখজনক ! আর ওর চেহারা দেখে বুঝার উপায় নাই দলকে বিপদে ফেলে এসেছে !
২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৭
পথহারা নাবিক বলেছেন: এদের লজ্জা শরম দিন দিন কমে যাচ্ছে!!
৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬
কবীর হুমায়ূন বলেছেন: দেশের ভাব মূর্তি নষ্ট করার জন্য এই কুলঙ্গারকে বিসিবির শাস্তি দেওয়া উচিৎ।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯
পথহারা নাবিক বলেছেন: হুম
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৩
নীল সুমন বলেছেন: ফাউল!