![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেয়েছি পথের দেখা !! শেষ জানিনা তার!!
সবাই চায় দেশের মান সম্মান বাড়াতে কিন্তু এই কুলঙ্গার দেশের মান ইজ্জত খাইছে!! গায়ে চর্বি জমে গেছে তাই এই অবস্থা!! এরে এখন দল থেকে বহিস্কারের মতো কড়া সিদ্ধান্ত নেওয়া উচিৎ বিসিবির!!
ভিডিও লিঙ্কঃ Click This Link
২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৭
পথহারা নাবিক বলেছেন:
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৫
বনসাই বলেছেন: সাজা কম হয়ে গেছে। ভালো খেলোয়ার মানে ভালো মানুষ নয়। ইদানিং সাকিবের আচরণে অহম দেখতে পাচ্ছি। পতন বেশি দূরে নয়। একজন বাংলাদেশি হিসেবে এমনটা বাস্তব হোক কামনা করি না।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১২
পথহারা নাবিক বলেছেন: সহমত!!
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৬
রিমঝিম বৃষ্টি বলেছেন: সাকিবের মধ্যে আগের সেই কমিটমেন্ট দেখি না। একজন মিডল অর্ডার ব্যাটসম্যান ২০-৩০ রান করে উইকেট থ্রো করে আসাটা অপরাধের পর্যায়ে পড়ে। আর এই কাজটা সে অহরহই করে আসছে।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৯
পথহারা নাবিক বলেছেন: হুম
৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১১
হাসান মাহবুব বলেছেন: জঘন্য কাম কারবার।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৩
পথহারা নাবিক বলেছেন: হের বউ ও একই রকম!! সব লেংটা লেংটা জামা পরে!!
৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৭
nurul amin বলেছেন: গতকাল খেলার ভিতরে ড্রেসিংরুমে বসে ক্যামেরাম্যানকে সাকিব তার দন্ড দেখাইছে!!! এই দন্ড দেখানো কোন ব্যাপার না। ৫ই জানুয়ারীর নির্বাচনে আলীগ তো পুরা জাতিকেই ...দন্ড দেখাইছে। আমরা তো কিছুই করতে পারলাম না।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৪
পথহারা নাবিক বলেছেন: গাঁজা কি বেশী খাইছ নাকি!! কিসের মধ্যে কি কও!!
৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৩১
মেংগো পিপোল বলেছেন: টি ভি ক্যামেরা যেনারা চালান তাদের প্রতি সম্মান রেখেই বলছি খেলা সম্প্রচারের সময়- ওনাদের প্রধান এবং অন্য তম কাজ থাকে খেলা দেখানো বাদ দিয়ে- কোথায় সুন্দরী ললনারা আছেন তা খুজে বের করা। সেদিনের খ্যালায় দেখলাম এক মেয়েকে আনুমানিক পাচ বার দেখাচ্ছে। আমার প্রশ্ন; এসবের মানে কি?! আরে ভাই মানুষ বসছে খেলা দেখতে সেখানে বার বার নারীদের দেখানোর দরকার কি?!
সাকিবকে খুব পছন্দ করি, কিন্তু কাজটা সে ঠিক করে নাই। যার নামে মানুষ বাংলাদেশকে পরিচয় করিয়ে দেয়। সেই একজনের এমন করাটা দুঃখ জনক। তবে, তাকে দলের দরকার। যে বিচার করা হয়েছে- আমার মতে প্রয়জনে ৬লাখ টাকা জরিমানা আর এক ম্যাচ নিষিধ্ব হলে আমাদের দলের জন্য ব্যাপারটা ভালো হতো।
শেষে টিভি ক্যামেরা পার্সন ভাইদের বলি অসোভন ব্যাপার ধারন করা বাদ দেন, আমাদের দেশে মেয়েদেরকে যেভাবে বার বার ক্যামেরায় ধরেন, খ্যালার সময়। ইংল্যান্ডের মাঠেই এই ভাবে মেয়েদের উপর ক্যামেরা ধরলে ভাই কনফার্ম মামলা খাইতেন।
বি সি বির কাছে আকুল আবেদেন সাকিব কে এক ম্যাচ নিষিদ্ধ করা হউক।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৪৭
পথহারা নাবিক বলেছেন: আমার মতে উনাকে ১০ ম্যাচ নিষিদ্ধ করা উচিৎ যাতে পরবর্তীতে কেউ আর এই রকম দুঃসাহস না দেখায়!!
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৯
পথহারা নাবিক বলেছেন: ব্যাক্তির থেকে দল বড়!! এইটা আপনাকে মনে রাখতে হবে!!
৭| ০৪ ঠা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০৬
মেংগো পিপোল বলেছেন: ভাই আমি বলে ছিলাম দলের জন্য ব্যাক্তির প্রয়জন। গত দুই ম্যাচে যেটা হারে-হারে টের পাওয়া গেছে। সবাই সঠিক ভাবে উপলব্ধি করতে পারুক, সেই কামনা। ভালো থাকবেন ভাই।
০৪ ঠা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:২০
পথহারা নাবিক বলেছেন: হুম
৮| ০৪ ঠা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:২২
দালাল০০৭০০৭ বলেছেন:
০৪ ঠা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:২৬
পথহারা নাবিক বলেছেন: agree with you!!
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১৬
হাসিব০৭ বলেছেন:
বুঝেননা নতুন বিয়া করছে তাই ঐসময় তার চুলকানি উঠছিলো আর কি