![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেয়েছি পথের দেখা !! শেষ জানিনা তার!!
শুক্রবার সন্ধ্যায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাকিবকে শুনানিতে ডাকে বিসিবির শৃঙ্খলা কমিটি। শুনানিতে নিজের দোষ স্বীকার করে নেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার।
এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, দোষী প্রমাণিত হওয়ায় তিনটি ওয়ানডেতে নিষিদ্ধ করার পাশাপাশি তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে সাকিবকে।
তাই শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে এবং এশিয়া কাপে বাংলাদেশের প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না তিনি।
সূত্রঃ Click This Link
২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৪৭
পথহারা নাবিক বলেছেন: আমার মতে উনাকে ১০ ম্যাচ নিষিদ্ধ করা উচিৎ যাতে পরবর্তীতে কেউ আর এই রকম দুঃসাহস না দেখায়!!
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৩১
মেংগো পিপোল বলেছেন: টি ভি ক্যামেরা যেনারা চালান তাদের প্রতি সম্মান রেখেই বলছি খেলা সম্প্রচারের সময়- ওনাদের প্রধান এবং অন্য তম কাজ থাকে খেলা দেখানো বাদ দিয়ে- কোথায় সুন্দরী ললনারা আছেন তা খুজে বের করা। সেদিনের খ্যালায় দেখলাম এক মেয়েকে আনুমানিক পাচ বার দেখাচ্ছে। আমার প্রশ্ন; এসবের মানে কি?! আরে ভাই মানুষ বসছে খেলা দেখতে সেখানে বার বার নারীদের দেখানোর দরকার কি?!
সাকিবকে খুব পছন্দ করি, কিন্তু কাজটা সে ঠিক করে নাই। যার নামে মানুষ বাংলাদেশকে পরিচয় করিয়ে দেয়। সেই একজনের এমন করাটা দুঃখ জনক। তবে, তাকে দলের দরকার। যে বিচার করা হয়েছে- আমার মতে প্রয়জনে ৬লাখ টাকা জরিমানা আর এক ম্যাচ নিষিধ্ব হলে আমাদের দলের জন্য ব্যাপারটা ভালো হতো।
শেষে টিভি ক্যামেরা পার্সন ভাইদের বলি অসোভন ব্যাপার ধারন করা বাদ দেন, আমাদের দেশে মেয়েদেরকে যেভাবে বার বার ক্যামেরায় ধরেন, খ্যালার সময়। ইংল্যান্ডের মাঠেই এই ভাবে মেয়েদের উপর ক্যামেরা ধরলে ভাই কনফার্ম মামলা খাইতেন।
বি সি বির কাছে আকুল আবেদেন সাকিব কে এক ম্যাচ নিষিদ্ধ করা হউক।