নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুশীলের নাম শুনলে ঘেন্যা হয়!!

যখন পেয়েছি পথের দেখা তখন আবার দিকভ্রান্ত হয়ে হারিয়েছি পথ.........

পথহারা নাবিক

পেয়েছি পথের দেখা !! শেষ জানিনা তার!!

পথহারা নাবিক › বিস্তারিত পোস্টঃ

আমার পাসপোর্ট আটকে দেয়া হয়েছে!-- গোলাম মাওলা রনি!!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫০

এই মাত্র জানতে পারলাম আমার পাসপোর্ট আটকে দেয়া হয়েছে। এম.পি থাকাকালীন সময়ে রাষ্ট্র আমাকে লাল পাসপোর্ট দিয়েছিলো। এম.পি গিরির মেয়াদ শেষ হবার ২/১ দিন পর আমি নিয়ম মোতাবেক পররাষ্ট্র মন্ত্রনালয়ে সেই পাসপোর্ট জমা দিয়ে নতুন পাসপোর্টের জন্য দরখাস্ত করেছিলাম।



দিন পনের আগে হঠাৎ করেই অফিসে এস, বির একজন দারোগা এলেন। আমার চৌদ্দ গোষ্ঠীর খোঁজ খবর নিলেন। অনেক কাগজপত্র চাইলেন। আমি সবকিছু তাকে দিলাম। তিনি আশ্বস্ত করলেন- চিন্তা করবেন না সময় মতো সবকিছু হয়ে যাবে। আমি নাকে তেল দিয়ে ঘুমাতে লাগলাম।















আমার পাসপোর্ট ডেলিভারী দেবার তারিখ ছিলো ১৮ই ফেব্রুয়ারী। কথা ছিলো এস.এম.এস দিয়ে জানানো হবে। কোন এস.এম.এস এলো না। আমি ফোন করলাম, উনারা জানালেন এস.বি রিপোর্ট আসেনি। আমি এস.বি অফিসে খোঁজ নিলাম। তারা বললো- সব রিপোর্ট সময়মতো পাঠানো হয়েছে পাসপোর্ট অফিসে।



আজ রোববার পাসপোর্ট অফিসে লোক পাঠিয়ে জানলাম আমার পাসপোর্ট আটকে দেয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের বিশেষ অনুমোদন লাগবে। অথবা হাই কোর্টের রায়।



আমি আওয়ামীলীগ করি। বহু বছর পুলিশের লাঠি গুতা খেয়েছি- তাই অনুভূতি ভোতা হয়ে গিয়েছে। বিশ্বাস করুন- আমি অপমানিত হইনি। বরং শুকরিয়া আদায় করছি এই বলে যে- এখনো পাসপোর্ট অফিসের লোকজন এসে আমাকে জুতা পেটা করে জিজ্ঞাসা করেনি - এই ব্যাটা এতদিন তুই কি করে পাসপোর্ট ব্যবহার করলি !



রনির ফেবু থেকে!!

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০০

এন ইউ এমিল বলেছেন: :( :(

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৮

পথহারা নাবিক বলেছেন: :( :(

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০১

সুমন জেবা বলেছেন: সাবলিল লেখা...

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৯

পথহারা নাবিক বলেছেন: হুম লেখা সুন্দর!!

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৬

নিরীহ বালক বলেছেন: সত্যি , এত মজা পাইলাম , বুঝায়া বলতে পারবো না :#) :#) :#)

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১০

পথহারা নাবিক বলেছেন: :P

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩১

মহাত্যাঁদড় বলেছেন: শুনিয়াছি ড্রাগ ব্যবসায়ী মাফিয়া চক্র হইতে কেহ নিষ্ক্রান্ত হইতে চাহিলে হাপিশ করিয়া দেওয়া হয়। আওয়ামী লীগদিগের অবস্থাও দেখিতেছি তদ্রুপ!

B:-)

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১১

পথহারা নাবিক বলেছেন: ইহা কি বলিলেন!!

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১০

মুহামমদল হািবব বলেছেন: দারুণ লেখা।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১১

পথহারা নাবিক বলেছেন: হুম সাবলীল!!

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০০

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
হয় সঙ্গী নয় জঙ্গী ;)

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১২

পথহারা নাবিক বলেছেন: মন্দ বলেন নাই!!

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০১

হাসিব০৭ বলেছেন: ইহাই আওয়ামিলীগীয় চরিত্র। আপনের ভাগ্য ভাল এখনও বেচে আছেন। বাঘে ধরলে বাঘে ছারে হাসিনা ধরলে খবর আছে =p~ =p~ =p~

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৯

পথহারা নাবিক বলেছেন: :P

৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৩৫

পাঠক১৯৭১ বলেছেন: রনি, ফনি, জনি কি কাজে লাগবে?

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪২

পথহারা নাবিক বলেছেন: হাউকাউ!!!

৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৮

মদন বলেছেন: বাঘে ধরলে ছাড়ে, কিন্তু হাসু আপা ধরলে ছাড়ে না .. ;)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫১

পথহারা নাবিক বলেছেন: :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.