নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুশীলের নাম শুনলে ঘেন্যা হয়!!

যখন পেয়েছি পথের দেখা তখন আবার দিকভ্রান্ত হয়ে হারিয়েছি পথ.........

পথহারা নাবিক

পেয়েছি পথের দেখা !! শেষ জানিনা তার!!

পথহারা নাবিক › বিস্তারিত পোস্টঃ

সাকিব(১৮+), টিভি এবং শিশু বিষয়ক প্রশ্ন!!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩০





















জাতির কাছে জানতে চাওয়া কয়টি গুরুত্বপূর্ণ প্রশ্ন!!









* ১৮ বছরের নিচে যেসব ছেলেমেয়েরা সাকিবের খেলা দেখতে টেলিভিশনের সামনে বসে, এখন থেকে তাদের ‘প্যারেন্টাল গাইডেন্সে’র দরকার হবে কি না!













*সাকিবের কোনো প্রকার টক মিষ্টি শো কি রাত্রে মানে ১২ টার পর প্রচার করা উচিৎ নাকি!!









* কোনো ভিডিওতে সাকিবকে দেখালে তার হাত ঝাপসা মানে হাতের যায়গাটা সেন্সর করে দেওয়া উচিৎ নাকি!!













*তার যেই রকম বডি ল্যাঙ্গুয়েজ তাতে তার বউয়ের কি অবস্থা কে জানে!! তাই তাকেও সানি আপার মতো A+ ক্যাটাগরি দেওয়া উচিৎ!!







* ব্যাক্তির থেকে দল বড় এই বিশ্বাসের ভিত্তিতে তাকে ৩ নয় ৫ ম্যাচের জন্য বহিস্কার করা উচিৎ!!







* উনাকে সেক্স বিষয়ক সাধারণ জ্ঞানের জন্য কোনো স্কুলে ভর্তি করা দরকার কারণ উনার আচরনে উনি বুঝিয়েছেন ওই জিনিসটা এক মাত্র উনারই আছে দেশে আর কারো নাই!!





প্রশ্নে কারো আতে ঘা লাগলে দুঃখিত!!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১১

অনেকের মধ্যে একজন বলেছেন: ken vhai ki hoice?

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪১

পথহারা নাবিক বলেছেন: B:-) B:-)

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৫৩

কামরুল ইসলাম রুবেল বলেছেন: হাততালি দেয়া ইমো কেমনে দ্যায় ;) ;) ;) চরম হৈচে।

ছোট ভাতিজি জিগাইলো সাকিব গত খেলায় খেলেনি কোনো
উত্তর: বহিস্কার করচে
ভাতিজি: কোনো
উত্তর : না মানে........মানে হইচে কি..............ধুর যাহ তো.........ঐ রুমে গিয়া পড়তে বস। সবসময় শুধু টিভি দেখা। যাহ এখান থেইকা।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৩

পথহারা নাবিক বলেছেন: অবশ্যই ক্রিকেট খেলা দেখার সময় বাচ্চাদের সাথে রাখবেন না!! :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.