![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেয়েছি পথের দেখা !! শেষ জানিনা তার!!
সাধারণ বাঙ্গালী খুব একটা কফি খায় না!! তবে মাঝে মাঝে শখ করে কফি খায় !! কেউ দোকানে কী অথবা বাসায় বানিয়ে!! আজকের পোষ্ট তাদের নিয়ে যারা বাসায় কফি বানিয়ে খেতে চান। ভালোবাসার মানুষকে একটু অন্যভাবে কফি পরিবেশন করে চমকে দিন!! শুধু মাত্র পরিবেশনা কিন্তু কোনো খাওয়ার মানকে উন্নত করে ফেলে!! যাই হোক এইবার আসল ঘটনায় আসি! প্রথমে একটু দুধ কফি বানাতে হবে। যারা দুধ কফি বানাতে পারেন না তারা পানিতে লাফ দেন!! যারা পারেন তারা আমার সাথে থাকুন।
ছবি দেখে নিচের ধাপ অনুসরণ করুনঃ
১. প্রথমে কাগজটিকে ছবির মতো করে দুই ভাজ করুন।
২. ছবির মতো করে কাগজ কাটুন।
৩. এবার কফির কাপের উপর কাগজটি খুলে উপরে রাখুন। খেয়াল করুন যাতে ভালোবাসার চিহ্নটি যাতে মাঝখানে থাকে।
৪. এবার ভালোবাসার ফাকা অংশ দিয়ে দিয়ে চকোলেট পাউডার ঢেলে দিন!! সাধারনত চকলেট পাউডার খুব একটা সহজলভ্য নয় তাই আমি বুস্ট অথবা চকলেট হরলিক্স ব্যাবহার করি!!
৫. ব্যাস কাগজ সরিয়ে ফেলুন আর পেয়ে যান আপনার ভালোবাসার কফি!!
কাগজ দিয়ে কিন্তু আরো অনেক কিছু করা যায়। কারো নাম, হাতি ঘোড়া, বাঘ ইত্যাদি!! তাই দেরি না করে বানিয়ে ফেলুন আপনার পছদের মতো কফি!!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৫
পথহারা নাবিক বলেছেন: ধইন্নাবাদ!!
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০২
জো জো বলেছেন: দারুন আইডিয়া!!!!!!!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১১
পথহারা নাবিক বলেছেন: হুম!!
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৭
উদাস কিশোর বলেছেন: দারুন
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০০
পথহারা নাবিক বলেছেন: ধন্যবাদ!!
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৭
গুগলরকস বলেছেন: গুড জব। প্লাস দিলাম!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০১
পথহারা নাবিক বলেছেন: আপনাকেও ধন্যবাদ!!
৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৫
নীল ভোমরা বলেছেন: বাহ্!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২১
পথহারা নাবিক বলেছেন:
৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩২
পাঠক১৯৭১ বলেছেন: সামুর জন্য ভালো পোস্ট।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৫
পথহারা নাবিক বলেছেন:
৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২১
পাঠক১৯৭১ বলেছেন: সামু এই রকম পোস্ট ভালোবাসে, এসব ব্লগারদের ভালোবাসে।
বিবিধ চা, তার সাথে ভালো চায়ের দোকানের উপর লিখুন, টং চায়ের স্বাদ নিয়ে লিখুন, পাঠকের অভাবে হবে না; শুধু কঠিন কিছু লিখবেন না।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৭
পথহারা নাবিক বলেছেন: তরল তোর মতো পাঠক থাকা আর না থাক একই কথা!!
৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৭
পাঠক১৯৭১ বলেছেন: একজন ব্লগারকে কিভাবে 'তুই' সম্বোধন করেন?
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৭
পথহারা নাবিক বলেছেন: যেই লোকের বউ কাজের পোলার লগে পালাইয়া যায় তারে আর কি আপনি করে বলা যায়!!
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২০
ইমরাজ কবির মুন বলেছেন:
ভালৈ ||