নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুশীলের নাম শুনলে ঘেন্যা হয়!!

যখন পেয়েছি পথের দেখা তখন আবার দিকভ্রান্ত হয়ে হারিয়েছি পথ.........

পথহারা নাবিক

পেয়েছি পথের দেখা !! শেষ জানিনা তার!!

পথহারা নাবিক › বিস্তারিত পোস্টঃ

হাঁটা বাবা(গু বাবা) আর হাঁটবেন না!!

১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৩১















ব্যস্ত নগরীতে হাঁটা বাবার নাম শোনেননি, এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। পিচঢালা রাজপথে ভক্ত ও অনুরাগীদের নিয়ে হাঁটতেন মাইলের পর মাইল। তার পুরো নাম মোহাম্মদ জুলফিকার হায়দার। ভক্তরা ডাকেন 'হাঁটা বাবা' নামেই। রাজধানীর অলিতেগলিতে আর দেখা যাবে না এই হাঁটা বাবাকে। থেমে গেছে তার জীবনের গল্প।



বৃহস্পতিবার সকাল পৌনে ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোহাম্মদ জুলফিকার হায়দার। তার বয়স হয়েছিল ৯৫ বছর। তার মৃত্যুর খবরে ভক্তদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘশ্বাস ফেলেছেন অন্যরাও।



মৃত্যুর পর হাঁটা বাবার মরদেহ রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রাখা হয়েছে। হাজারো ভক্ত-অনুসারী সারিবদ্ধভাবে শ্রদ্ধা নিবেদন করছেন। দেখতে আসা ভক্তদের কেউ কোরআন পড়ছেন, আবার কেউ তজবি জপ করছেন।



শেষবারের মতো হাঁটা বাবার শবযাত্রায় হাঁটতে চান তারা। হাঁটা বাবা রেখে গেছেন তিন ছেলে- মোহাম্মদ লাডলা হায়দার, শাহজাদা হাইদার ও আনোয়ার হায়দার।



বড় ছেলে লাডলা বলেন, “এশার নামাজের পর মোহাম্মদপুর কবরস্থানে বাবার দাফন সম্পন্ন হবে। আমার ইচ্ছা ছিল বাবার কবরটা যেন একটু আলাদাভাবে দেয়া হয়।"



তিনি বলেন, ৬ মাস আগে হার্ট অ্যাটার্ক করেন তার বাবা। চিকিৎসকরা উনাকে (বাবা) রেস্টে থাকতে বলছিলেন। কিন্তু তিনি তো হাঁটা ছাড়া থাকতে পারেন না। অবশেষে হেঁটে হেটেই ক্লান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন।”



সূত্রঃ পরিবর্তন.কম

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৩৭

রমিত বলেছেন: হাটা বাবাকে অনেক দেখেছি। উনার আত্মার মাগফেরাত কামনা করছি।

১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৪০

পথহারা নাবিক বলেছেন: নামায নাই কালাম নাই খালি হাটা!! হায়রে মানুষ এর পিছনে ঘুরে!!

২| ১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৫৯

মুক্তকণ্ঠ বলেছেন: আমাদের অফিসের গেটের কাছে মাঝে মাঝে বসত। বিশ্বাস করেন ভাই, তিনতলা থেকে গন্ধ পেতাম! বিশ্রী গন্ধ। যতক্ষণ থাকত, বাইরে বের হতাম না।

১৩ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০১

পথহারা নাবিক বলেছেন: যতোসব মূর্খের দল এর পিছনে ঘুরতো!!

৩| ১৩ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৩২

সুমন কর বলেছেন: :(

১৭ ই মার্চ, ২০১৪ রাত ৮:৫৩

পথহারা নাবিক বলেছেন: |-)

৪| ১৩ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

নামহীন আমি অনামিকা বলেছেন: পথ হারা নাবিক বলেছেন:
১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৩৩

আপনি কোয়ালিটি ছাড়া বালের পোষ্ট দিবেন আমি এই কথা বললেই অশ্লীল হয়ে গেলাম!! আবার বলছি এইসব বাল পুষ্ট দেওয়া বন্ধ করেন!!

১৭ ই মার্চ, ২০১৪ রাত ৮:০৩

পথহারা নাবিক বলেছেন: তুই ছাগু নাকি ছাগী!!

৫| ১৩ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

উজবুক ইশতি বলেছেন: উনার আত্মার মাগফেরাত কামনা করছি।

১৭ ই মার্চ, ২০১৪ রাত ৮:০৪

পথহারা নাবিক বলেছেন: হুম

৬| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১:০১

দালাল০০৭০০৭ বলেছেন: এইডা কি ঠিক হল @নামহীন আমি অনামিকা

১৭ ই মার্চ, ২০১৪ রাত ৮:০৪

পথহারা নাবিক বলেছেন: বাদ দেন এই ছাগুর কথা!! আপনে কেমন আছেন!!

৭| ১৪ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২২

ঢাকাবাসী বলেছেন: তাঁর আত্মা শান্তি পাক।

১৭ ই মার্চ, ২০১৪ রাত ৮:০৪

পথহারা নাবিক বলেছেন: হুম

৮| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ৮:০৮

দালাল০০৭০০৭ বলেছেন: ভাল, অনেকদিন পর দেখছি যে।

১৭ ই মার্চ, ২০১৪ রাত ৮:৫৫

পথহারা নাবিক বলেছেন: বার্মা গিয়েছিলাম ঘুরতে!! লেখা আসছে অপেক্ষা করুন!

৯| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪৪

নিরীহ বালক বলেছেন: জানি না সে কেমন ছিলো -_- কিছু কইলাম না ।

১৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৬

পথহারা নাবিক বলেছেন: গু বাবা!! সারা দিন গায়ে গু মাইখা বইসা থাকতো! নামায নাই কালাম নাই খালি হাটতো!!

১০| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:১০

কালোপরী বলেছেন: এ আবার কে?

১৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৯

পথহারা নাবিক বলেছেন: গু বাবা!! সবাইরে গু পড়া দিত!!

১১| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:১০

নিরীহ বালক বলেছেন: হুম -_-

থাক , মইরা গেসে , সো দুনিয়ার কেস খতম ।

কেসটা এখন সরাসরি উপরওয়ালার হাতে । আমরা কিছু কইলে অবমাননার কেস খাইতে হবে ।

১৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:২৭

পথহারা নাবিক বলেছেন: মানুয যে কি পাইত এই লোকের কাছে আল্লাহ জানে!!

১২| ১৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:১৮

সাইবার অভিযত্রী বলেছেন: লেখক বলেছেন: নামায নাই কালাম নাই খালি হাটা!! হায়রে মানুষ এর পিছনে ঘুরে!!

মুক্তকণ্ঠ বলেছেন: আমাদের অফিসের গেটের কাছে মাঝে মাঝে বসত। বিশ্বাস করেন ভাই, তিনতলা থেকে গন্ধ পেতাম! বিশ্রী গন্ধ। যতক্ষণ থাকত, বাইরে বের হতাম না।

লেখক বলেছেন: যতোসব মূর্খের দল এর পিছনে ঘুরতো!!

চরম সত্য বলেছেন ভাই, পুরাপুরি একমত।

১৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৫০

পথহারা নাবিক বলেছেন: হুম

১৩| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৬

মোমেরমানুষ৭১ বলেছেন: এ সমস্ত ভন্ড গুলানই পীর-মুরিদের মত মহান ব্যবস্থাকে কলুষিত করেছে

১৮ ই এপ্রিল, ২০১৪ রাত ২:২৪

পথহারা নাবিক বলেছেন: দেশে নাস্তকদের সৃষ্টি কিন্তু এই সব ভন্ডদের বিতর্কিত কাজের জন্য!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.