নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুশীলের নাম শুনলে ঘেন্যা হয়!!

যখন পেয়েছি পথের দেখা তখন আবার দিকভ্রান্ত হয়ে হারিয়েছি পথ.........

পথহারা নাবিক

পেয়েছি পথের দেখা !! শেষ জানিনা তার!!

পথহারা নাবিক › বিস্তারিত পোস্টঃ

 বার্মা ঘুরাঘুরি এবং রোহিঙ্গাদের কান্না!! -পর্ব -২

২০ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৯



বার্মা ঘুরাঘুরি এবং রোহিঙ্গাদের কান্না!! -পর্ব -১





আপনাদের আগের পর্বেই বলেছি যে ক্যামেরা মোবাইল এবং পাঁচ হাজারের বেশী টাকা নেওয়া যায় না!! কিন্তু মোবাইল না নিলেও চলবে কিন্তু ক্যামেরা ছাড়া চলবে না তাই ক্যামেরা ব্যাগের তলায় নিয়ে নিলাম। বোটে উঠে গেলাম এর মধ্যে বোটে বসা একজন বললো পাঁচ হাজার টাকার বেশী নেওয়া যায় না। এখন উপায় যাই হোক বোট থেকে নেমে একটু চিপায় গিয়ে টাকা পাঁচ হাজার রেখে বাকি সব মুজার ভিতরে ঢুকালাম। যা আছে কপালে। আসতে দেখি বোট ছেড়ে দেয় দেয় অবস্থা তাই দেরি না করে উঠে পড়লাম!!



এখান থেকেই বোট ছাড়ে! বোট বলতে আমরা যেটাকে ট্রলার বলি। আর ছবিতে যেই জাহাজটি দেখা যাচ্ছে তা আমাদের নেভী আটক করছে। এই জাহাজে করে রোহিঙ্গারা নাকি মালেশিয়া যেতে চেষ্টা করছিলো। যাচ্ছিলো যাক গা ধরার কি দরকার ছিলো আমি ঠিক বুঝি না!







যাই হোক নাফ নদী ধরে চলে যাচ্ছি আস্তে আস্তে। আমাদের বোটে বাঙালীর থেকে রোহিঙ্গা বেশী। বেশীর ভাগ এসেছে চিকিৎসা করাতে। কেনো তাদের দেশ রেখে আমাদের দেশে আসে চিকিৎসা করাতে তা পরে বলছি।

বোটের চলছে নাফ নদীর বুক চিঁড়ে।





কিছুদুর যাবার পর একটা বাক এলো ছোটো খালের মতো। মুলত এখান থেকে বার্মা শুরু।







বাক দিয়ে একটু সামনে আগাতে দেখি নদীর এক পাসে তারকাটার বেড়া দেওয়া আর অন্য পাসে তাদের সীমান্ত বাহিনির ওয়াচ টাওয়ার।







পুরো খাল তারকাটায় ঘেরা। খালে মাছ ধরছে এক রোহিঙ্গা।









পিছনে যেই ঘর বাড়ি টাওয়ার দেখা যাচ্ছে সেটাই মুলত বার্মার ঘাট । কাস্টম ইমিগ্রাশন সব মুলত এখানেই।









এবার ঘাটে উঠার পালা। ঊঠে দেখি সবার ব্যাগ খুলে যেভাবে চেক করছে তাতে আমার ক্যামেরা ধরা খাবেই মিস নাই। আমিতো আল্লাহ আল্লাহ করছি কি হয়। এর মধ্যে আমার চেকের পালা। আমার ব্যাগের তিন চেম্বার। উপরের দুই চেম্বার ছোট একদম নিচের চেম্বার বড়। উপরের চেম্বারে কিছু চকলেট আছে। যাই হোক ইমিগ্রাশনের লোক জন উপরের চেম্বার খুললো। চক্লেত দেখে জিজ্ঞাসা করলো এইগুলো কি! আমি বললাম চকলেট এবং তাকে একটা খেতে দিলাম। সাথে সাথে বললো অকে যাও আর চেক লাগবে না। আমি হাফ ছেড়ে বাচলাম।



এর পর আমাদের জিজ্ঞাসা করলো কোন হোটেলে থাকবো। এখানে এসে বলতে হবে আপনি কোন হোটেলে থাকবো। আমরা আগেই হোটেল স্কাই ভিউ এর নাম জেনে নিয়েছিলাম। তাই এই হোটেলের নাম বললাম। আর একটা কথা আপনি যেই হোটেলের নাম বলবেন সেই হোটেলের উঠতে হবে। এরপর আমাদের ছবি তুলতে নিয়ে গেলো। ছবি তুলে বললো আমরা মুক্ত মানে যেতে পারি।



হোটেলে উঠলাম। ভাড়া ২০০টাকা এক জন। একজন এক রুমে থাকলে যে ভাড়া তিন জন এক রুমে থাকলেও সেই ভাড়া। আমরা তিনজন ২টা রুম নিলাম। হোটেলের ছাদে উঠে কিছু শহরের ছবি তুললাম।









একদম ছোট শহর। তেমন কিছুই নেই। একটা কথা বলতে ভুলে গেছি আমরা কিন্তু সব থেকে কমদামী হোটেলে উঠেছি। এখানে সব থেকে ভালো হোটেল খান্না! ৬০০টাকা করে নেয় এক রুম।



আর লিখতে ইচ্ছা করছে না। আমরা খুব টেনশনে আছি কারণ আসার সময় যে ভাবে চেক হয় যাওয়ার সময়ও সেই ভাবে চেক হয় তাই ক্যামেরা নিয়ে টেনশনে আছি। আপনারাও টেনশনে থাকুন। :P

আমরা যেই হোটেলে উঠেছি তা রোহিঙ্গা হোটেল। তাই আমাদের ভাসা নিয়ে কোনো সমস্যা নাই। বাংলা দিয়ে কাজ চালিয়ে যাচ্ছি।



পরের পর্বের জন্য অপেক্ষা করুন চমক এবং রোহিঙ্গাদের করুন কাহিনী আসছে।

মন্তব্য ৩৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:১৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: nice.

very nice post. Thanks

২০ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:২১

পথহারা নাবিক বলেছেন: most oilcome-2

২| ২০ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:০১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ভাল পোস্ট।

পরবর্তী পোস্টের অপেক্ষায় থাকলাম।

২০ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:১৯

পথহারা নাবিক বলেছেন: ধন্যবাদ!!

৩| ২০ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:২০

স্টকহোম বলেছেন: চলুক।

২০ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৩৬

পথহারা নাবিক বলেছেন: চলবে......

৪| ২০ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৪৬

মামুন রশিদ বলেছেন: ভালো লাগল । সাথে আছি ।

২০ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৫৯

পথহারা নাবিক বলেছেন: ধন্যবাদ!!

৫| ২০ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: করুন ঘটনা আর কান্না নিয়েইতো রোহিঙ্গা মুসলিমদের জীবন!!!

জলদি লিখুন। প্রত্যক্ষ দর্শন আর জ্ঞানের মাধ্যমে সমৃদ্ধ হই।

++++

২০ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭

পথহারা নাবিক বলেছেন: ধন্যবাদ!!

৬| ২০ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

মদন বলেছেন: চলুক.....

২০ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

পথহারা নাবিক বলেছেন: চলবে..................

৭| ২০ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

দালাল০০৭০০৭ বলেছেন: চলবে ত চলুক................ ;)


সাথে আছি সব সময়

২০ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

পথহারা নাবিক বলেছেন: ধন্যবাদ দালাল!! :P

৮| ২০ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

দালাল০০৭০০৭ বলেছেন: আমার ফেস বুকে এড হন

২০ শে মার্চ, ২০১৪ রাত ৮:১৮

পথহারা নাবিক বলেছেন: দিলাম!!

৯| ২০ শে মার্চ, ২০১৪ রাত ৮:১৩

উদাস কিশোর বলেছেন: সাথে আছি

২০ শে মার্চ, ২০১৪ রাত ৮:১৯

পথহারা নাবিক বলেছেন: ধন্যবাদ!!

১০| ২০ শে মার্চ, ২০১৪ রাত ৮:৫৯

দালাল০০৭০০৭ বলেছেন: কি নামে?

২০ শে মার্চ, ২০১৪ রাত ৯:০৭

পথহারা নাবিক বলেছেন: বদ পোলা!! :P

১১| ২০ শে মার্চ, ২০১৪ রাত ৯:১৮

দালাল০০৭০০৭ বলেছেন: পাই নাই

২০ শে মার্চ, ২০১৪ রাত ৯:২৪

পথহারা নাবিক বলেছেন: http://www.facebook.com/abul.mofiz

১২| ২০ শে মার্চ, ২০১৪ রাত ৯:৫১

অগ্নি সারথি বলেছেন: চলুক। সাথে থাকলাম।

২০ শে মার্চ, ২০১৪ রাত ৯:৫৫

পথহারা নাবিক বলেছেন: ধন্যবাদ!!

১৩| ২১ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৪৭

কামরুল ইসলাম রুবেল বলেছেন: প্লিজ লিখুন, বেশী করে ছবি দেবেন। অপেক্ষায় আছি। এই পেজে পরের পর্বের লিংক দিয়ে দিয়েন।

২১ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৩২

পথহারা নাবিক বলেছেন: হুম চেষ্টা করবো!

২১ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২২

পথহারা নাবিক বলেছেন: Click This Link

১৪| ২১ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

হাসান কালবৈশাখী বলেছেন:
শহরটার নাম বললেন না, এটা মংডু হবে, আকিয়াব না।

২১ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

পথহারা নাবিক বলেছেন: আমিতো ভাই আকিয়াব বলি নাই! আপনি আকিয়াব কই পাইলেন!!

১৫| ২১ শে মার্চ, ২০১৪ রাত ৮:১৮

আজমান আন্দালিব বলেছেন: নাইস!

২১ শে মার্চ, ২০১৪ রাত ৮:৩৬

পথহারা নাবিক বলেছেন: :)

১৬| ২২ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৪৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: পোস্ট বেশী ছোট... :)

২২ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:০৩

পথহারা নাবিক বলেছেন: ছোট মরিচে ঝাল বেশী!!

১৭| ৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ১:১৪

সাহাদাত উদরাজী বলেছেন: জানতে পারলাম অনেক কিছু।

৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৫৬

পথহারা নাবিক বলেছেন: ধন্যবাদ!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.