![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেয়েছি পথের দেখা !! শেষ জানিনা তার!!
পর্ব-১
পর্ব-২
পর্ব-৩
পর্ব-৪
৮টার মধ্যে কারফিউ শুরু যদিও আমাদের আসতে আসতে ৮:৩০ বেজে গেছে। অবাক করা ব্যাপার ৮টার পরও রাখাইনদের দোকানপাটগুলো ঠিকই খোলা আছ। বুঝতে আসলে অসুবিধা হলও না কেনো অথবা কার জন্য এই কারফিউ। মসজিদের খোজে না গিয়ে মানে রিস্ক না নিয়ে হোটেলেই নামায পড়ে ফেললাম। এখানে অনেক মসজিদ আছে যদিও পরে জানতে পারেছি। মসজিদগুলোর অবস্থা দেখলে খুব খারাপ লাগে বুঝাই যায় সংস্কারের কি অভাব। যাই হোক সারা দিন খুব টায়াড তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম।
সকালে উঠতে একটু দেরি মানে ৯টা বেজে গেলো তাই নাস্তা কি খাবো বুঝতে পারতেছি না। কোনো যায়গায় কোনো খাবার মানে নাস্তা টাইপের খাবার পাচ্ছি না। যাই হোক এক দোকানে আমাদের পুয়া পিঠার মতো পিঠা পাইলাম সাথে ডিম ভেজে নিলাম!! অসাধারণ লাগলো মনে হলো অমৃত। শহরে দুই দিন দেখা হয়ে গেছে এইবার বাকি দুই দিক দেখা বাকি। দেরী না করে রওনা দিলাম।
হাটতে হাটে কাঁচা বাজারে চলে এলাম এখানে সুন্দর সুন্দর ফুল দেখে মনটা ভরে গেলো। এরা সাধারণত ফুল প্যাগোড়ায় ব্যাবহার করে।
সামনে একটা বড় মসজিদ পেলাম। তবে বুঝাই যাচ্ছে রক্ষণাবেক্ষণ করা হয় না।
সামনে যেয়েই শহর শেষ শুধু বিশাল বিশাল পাহাড়।
এবার শহরের আরেক দিকে গেলাম। এখানে গিয়ে বুঝা গেলো অন্য শহরের সাথে প্রধান সংযোগ সড়ক এইটা!
ওখানে কিছু পুলিশের সাথে কথা বললাম তারা আমাদের জানালো মুলত শহর বলতে যা বুঝায় এবং যা লাগে সব আছে পাশের শহরে। এখান থেকে প্রায় ১ঘন্টার রাস্তা। ওখানে সব সময় কারেন্ট থাকে ।
সন্ধ্যা হওয়ায় হোটেলে চলে এলাম।
ভেবেছিলাম এই পর্বেই সব শেষ করে দিবো কিন্তু পারলাম না বলে দুঃখিত। তবে সামনের পর্বে ইনশাল্লাহ শেষ করে দিবো।
২৪ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:২৫
পথহারা নাবিক বলেছেন: নাহ আর চালাবো না!! পরের পর্বে শেষ করে দেওয়ার চেষ্টা করবো!
২| ২৪ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০৪
ইমাম হাসান রনি বলেছেন: সিরিজটা ভাল লাগতেছিল । করো কয়েকটা লেখেন
২৪ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১১
পথহারা নাবিক বলেছেন: নারে ভাই টাইম দিতে পারতেছি না!! নাটক কে টেনে টেলিফ্লিম বানানোর ইচ্ছা নেই!!
৩| ২৪ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: মসজিদগুলো দেখে বিশ্বস মুসলিমের করুন অবস্থাই যেন ফুটেউঠল!!!!!
ভ্রমনে সাথে আছি
২৪ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩১
পথহারা নাবিক বলেছেন: ধন্যবাদ!!
৪| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ৮:০৩
ব্যাংগ রাজা বলেছেন: সব পর্বই পড়েছি । শেষ পর্ব পড়াড় অপেক্ষায় থাকলাম ।
২৪ শে মার্চ, ২০১৪ রাত ৮:১৫
পথহারা নাবিক বলেছেন: আপনাকে মনে মনে কত যে খুজেছিলাম!! আপনি ছাড়া হয়তো মংডুতে যাওয়াই হইতো না!!
৫| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ৮:০৩
ব্যাংগ রাজা বলেছেন: সব পর্বই পড়েছি । শেষ পর্ব পড়াড় অপেক্ষায় থাকলাম ।
২৪ শে মার্চ, ২০১৪ রাত ৮:১৫
পথহারা নাবিক বলেছেন: ধন্যবাদ!!
৬| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ৮:৪৩
অহন_৮০ বলেছেন: ভালো হচ্ছে
২৪ শে মার্চ, ২০১৪ রাত ৯:৪০
পথহারা নাবিক বলেছেন: ধন্যবাদ!!
৭| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ৯:২৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগল।
২৪ শে মার্চ, ২০১৪ রাত ৯:৪০
পথহারা নাবিক বলেছেন: ধন্যবাদ!!
৮| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১০:৫৮
কামরুল ইসলাম রুবেল বলেছেন: ভালো লাগছে। আরো জানতে চাই।
২৪ শে মার্চ, ২০১৪ রাত ১১:০৯
পথহারা নাবিক বলেছেন: জানার কোনো শেষ নাই
জানার চেষ্টা বৃথা তাই!!
৯| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪৩
দালাল০০৭০০৭ বলেছেন: ভালই ত লাগছে , চলুক না
২৫ শে মার্চ, ২০১৪ সকাল ১১:২৪
পথহারা নাবিক বলেছেন: দেখি আর কতোটুকু চালানো যায়!!
১০| ২৫ শে মার্চ, ২০১৪ রাত ১:৪৩
উদাস কিশোর বলেছেন: বরাবরের মতই অপেক্ষা. . . . . . .
২৫ শে মার্চ, ২০১৪ রাত ১০:০৭
পথহারা নাবিক বলেছেন: আর বেশী অপেক্ষা করতে হবে না!!
১১| ২৫ শে মার্চ, ২০১৪ রাত ১০:১২
টয়ম্যান বলেছেন: ভালোলাগা +++++
২৫ শে মার্চ, ২০১৪ রাত ১১:১৪
পথহারা নাবিক বলেছেন: ধন্যবাদ!!
১২| ২৫ শে মার্চ, ২০১৪ রাত ১১:২১
ইমাম হাসান রনি বলেছেন: শেষ পর্ব তো পেলাম না
২৫ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪৩
পথহারা নাবিক বলেছেন: পাইবেন পাইবেন!! লেখতে মন চায় না!! ভাবছিলাম বাংলাদেশের খেলা দেইখা লেখতে নামুম!! এখন আর সেই মুড নাই!!
১৩| ২৬ শে মার্চ, ২০১৪ রাত ৮:২৫
মামুন রশিদ বলেছেন: দারুণ সিরিজ ।
২৬ শে মার্চ, ২০১৪ রাত ৮:২৮
পথহারা নাবিক বলেছেন: ধন্যবাদ!!
১৪| ২৬ শে মার্চ, ২০১৪ রাত ৮:৫৪
নিরীহ বালক বলেছেন: লাস্টেরটা কবে দিবেন ???
সেই কবে থিকা বইয়া আছি -_-
২৬ শে মার্চ, ২০১৪ রাত ৯:০২
পথহারা নাবিক বলেছেন: দেখি কাল পরশু দিয়ে দেবো!!
১৫| ২৬ শে মার্চ, ২০১৪ রাত ৯:১৩
আনোয়ার ভাই বলেছেন: ভারতের সিরিয়াল নাটকের মত কায়দা করে পাঠক ধরে রাখতে কম লেখা হচ্ছে.......
২৬ শে মার্চ, ২০১৪ রাত ১০:২৪
পথহারা নাবিক বলেছেন: নিজেতো কপি পেস্ট ছাড়া কিছুই লিখতে পারেন না!!
১৬| ২৬ শে মার্চ, ২০১৪ রাত ৯:২৪
নিরীহ বালক বলেছেন: @আনোয়ার ভাই , ভালো বলছেন
২৬ শে মার্চ, ২০১৪ রাত ১০:২৬
পথহারা নাবিক বলেছেন: আপনারে কি যে কই!! রাজা বাদশাদের সাথে থাকে না কিছু ওই আর কি!!
১৭| ২৬ শে মার্চ, ২০১৪ রাত ১১:৩৬
নিরীহ বালক বলেছেন: মন্ত্রী
একটা কাজ কইরেন , সব লেখা শেষ হইলে সব গুলা পোস্টের লিঙ্ক একসাথে কইরা একটা পোস্ট দিয়েন ।
২৭ শে মার্চ, ২০১৪ রাত ১:২৫
পথহারা নাবিক বলেছেন: রাজা বাদশার পাশে মন্ত্রী থাকে!!
কোনো সময় মনে হয় রাজা বাদশাদের বাংলা মুভি দেখেন নাই তাই আবার উত্তর করলেন। দেখলে আর উত্তর করতেন না!!
১৮| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ১:৩৫
হাসান কালবৈশাখী বলেছেন: ছবিগুলো সুন্দর
২৭ শে মার্চ, ২০১৪ রাত ১:৫১
পথহারা নাবিক বলেছেন: ধন্যবাদ হাসান ভাই!!
১৯| ৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ২:০০
অ্যামাটার বলেছেন: পরের পর্ব দেন ভাই, খুবই মজা করে পড়লাম সবগুলো পর্ব। আর শেষ পর্বে কিছু তথ্য দিয়েন,
ক্যামেরা যদি নিয়ে যেতে চাই, ডিএসএল আর, আবার মনে করেন টাকার পরিমানও বেশী তো লাগবেই(দুই/একটা শহর ঘুরেটুরে দেখতে চাই যদি);
ওদের কাস্টমস/ইমগ্রেশন ফেস করতে চাইনা; সেক্ষেত্রে কোনও চিপা-চাপা মার্কা শর্টকাট উপায় আছে? শুনেছি অনেক রোহিঙ্গা/বাঙালি/চাকমা/রাখাইন নাকি ছোট খাটো কাপড় চোপড়/শাড়ি/লুঙ্গি স্মাগলিং এর জন্য যেভাবে যাওয়া আসা করে।
৩০ শে মার্চ, ২০১৪ রাত ৯:৪৫
পথহারা নাবিক বলেছেন: শেষ পর্বের জন্য অপেক্ষা করুন!!
২০| ৩০ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৭
সৌম্য বলেছেন: মনের মতো একটা ট্রাভেলগ সিরিজ পেলাম সামু'তে অনেক অনেক দিন পরে।
৩০ শে মার্চ, ২০১৪ রাত ৯:৪৭
পথহারা নাবিক বলেছেন: ধন্যবাদ!!
২১| ৩০ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৯
সৌম্য বলেছেন: বাই দ্যা ওয়ে, উপরের কমেন্টের অ্যামাটার'কে কোন বুদ্ধি দিয়েন না। এই লোক ফেসবুকে সবগুলা ট্রাভেল ইভেন্টে গোইং দিয়া রাখে, যাওয়ার সময় একটাতেও যায় না।
৩০ শে মার্চ, ২০১৪ রাত ৯:৪৭
পথহারা নাবিক বলেছেন: দিলুম না!!
২২| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ৩:৩৯
অ্যামাটার বলেছেন:
৩১ শে মার্চ, ২০১৪ ভোর ৪:০৫
পথহারা নাবিক বলেছেন: আপনি এক কাম করেন কোথাও যাইয়া দেখাইয়া দেন!!
২৩| ৩১ শে মার্চ, ২০১৪ ভোর ৫:৩৩
কামরুল ইসলাম রুবেল বলেছেন: Koi vay, Porer Porbo koi?
৩১ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৫২
পথহারা নাবিক বলেছেন: বাল!! সেইদিন লিখছিলাম প্রায় পুরাটা লেখা শেষ এই সময় কারেন্ট চলে গেলো, আসার পর দেখি লেখাটা ড্রাফটে নাই!! মাথা নষ্ট!! আবার লিখার জন্য মত বসছে না!!
২৪| ৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৪
সিস্টেম অ্যাডমিন বলেছেন:
:-& :-&
৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৩৫
পথহারা নাবিক বলেছেন: B:-) B:-)
২৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২২
কামরুল ইসলাম রুবেল বলেছেন:
০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ৮:০৯
পথহারা নাবিক বলেছেন: ভাই কি হইছে রাগ করেন কেন!!
২৬| ২৬ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৫৪
ইমরান আশফাক বলেছেন: শেষ পর্বটা এখনও পেলাম না, যাই হোক ভালো লাগলো আপনাদের বার্মা ভ্রমন।
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:২০
মদন বলেছেন: চলুক...