নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুশীলের নাম শুনলে ঘেন্যা হয়!!

যখন পেয়েছি পথের দেখা তখন আবার দিকভ্রান্ত হয়ে হারিয়েছি পথ.........

পথহারা নাবিক

পেয়েছি পথের দেখা !! শেষ জানিনা তার!!

পথহারা নাবিক › বিস্তারিত পোস্টঃ

আমি এভারেস্টের চূড়ায় ঊঠা প্রথম বাঙ্গালী!! (প্রমাণ সহকারে)

৩১ শে মার্চ, ২০১৪ রাত ১২:৩৮







উফ অনেক কষ্ট হইছে! যখন চূড়ায় উঠলাম তখন আমিতো প্রায় মরে যাচ্ছিলাম। যাই হোক বহুত কষ্ট করে ছবি উঠাতে গিয়ে দেখি ক্যামেরার চার্জ নাই তাই ছবি দিতে পারি নাই তবে সার্টিফিকেটের ছবি দিলাম।

বি. দ্র. আমি কিন্তু ভুয়া না আমার সাটিফিকেট আছে!!

মন্তব্য ৭৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৭৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ১২:৪১

নতুন বলেছেন: B-))

ঠিক আছে.... মাইনা নিলাম

৩১ শে মার্চ, ২০১৪ রাত ১২:৪৪

পথহারা নাবিক বলেছেন: মাইনা নিলাম মানে কি!! আমি কি ভুয়া নাকি!!

২| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ১:০১

অদ্বিতীয়া আমি বলেছেন: একটা ফটুশপ ছবি দিতেন , তাহলেই মেনে নিতাম :(

এখন তো সন্দেহ লাগছে B-))

৩১ শে মার্চ, ২০১৪ রাত ১:০৬

পথহারা নাবিক বলেছেন: এখানে সন্দেহর কোনো অবকাশ নেই কারণ আমি উঠছি!! না উঠলে কি সার্টিফিকেট দেয় নাকি!!

৩| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ১:২২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: :)

৩১ শে মার্চ, ২০১৪ রাত ১:২৪

পথহারা নাবিক বলেছেন: :P

৪| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ১:২৭

ইমাম হাসান রনি বলেছেন: =p~ =p~ =p~

৩১ শে মার্চ, ২০১৪ রাত ১:৪১

পথহারা নাবিক বলেছেন: এইখানে হাসার কি হইলো!! আমি উঠছিতো!!

৫| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ১:৫০

হু-কেয়ারস বলেছেন: পানি খান ভাই, অনেকককক কষ্ট করছেন এডিটিং করতে। ;)

৩১ শে মার্চ, ২০১৪ রাত ১:৫৯

পথহারা নাবিক বলেছেন: আপনি তাইলে বুঝছেন কতো কষ্ট হইছে আমার এভারেস্টে উঠতে!!

৬| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ১:৫৪

গৃহ বন্দিনী বলেছেন: আরেহ আমি তো আগেই ধারনা করেছিলাম যে আপনেই প্রথম এভারেস্টে চড়েছেন । এখন প্রথম প্রমাণ হইল ।

৩১ শে মার্চ, ২০১৪ রাত ১:৫৯

পথহারা নাবিক বলেছেন: হুম আমি প্রথম।

৭| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ২:০৮

কামরুল ইসলাম রুবেল বলেছেন: বিবিসি রেডিওতে আফনের সাক্কাতকার দেকলাম এইমাত্র। সিরাম হৈচে।

৩১ শে মার্চ, ২০১৪ রাত ৩:০০

পথহারা নাবিক বলেছেন: :P ধন্যবাদ!!

৮| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ৩:৩৬

নিয়েল হিমু বলেছেন: আমি শাক্ষি দিমুনে যদি লাগে

৩১ শে মার্চ, ২০১৪ ভোর ৪:০৩

পথহারা নাবিক বলেছেন: সাইডে চাপো!! তুমার সাক্ষী লাগবো না!! আমার মুখের কথাই বাঙ্গালী বিশ্বাস করে!!

৯| ৩১ শে মার্চ, ২০১৪ সকাল ৮:৩৫

এহসান সাবির বলেছেন: আপনি একাই উঠেছিলেন নাকি সাথে মুসা,মুহিত সহযোগী হিসাবে ছিল? ;)

৩১ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৩৪

পথহারা নাবিক বলেছেন: আমি অন্য গ্রুপের ছিলাম!! আমার গ্রুপে আমি লিডার ছিলাম!!

১০| ৩১ শে মার্চ, ২০১৪ সকাল ৮:৪৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আপনারে জাতীয় পুরষ্কার দেয়া হোক!!!!!!!!!!!

৩১ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৩৫

পথহারা নাবিক বলেছেন: ধন্যবাদ!!

১১| ৩১ শে মার্চ, ২০১৪ সকাল ৮:৫৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হাসতে হাসতে পেট ব্যাথা হলে গেল =p~ =p~ =p~

ঐ ব্যাটা মুসা যদি সতি সত্যি মিথ্যার আশ্রয় নিয়ে থাকে তবে তাকে শিক্ষণীয় মেহমানদারী করাতে হবে যাতে কেউ এমন করতে না পারে ----- X( X( X(

৩১ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৩৭

পথহারা নাবিক বলেছেন: চোরের মার বড় গলা!! শালার গলার জোর এখনো কমে নাই!! আমার কিন্তু কমে গেছে তাই আমি আসলেই গেছি!! :P

১২| ৩১ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৩৪

প্রকৌশলী মোঃ জুলফিকার আলী জুয়েল বলেছেন: ভাই, আফনে নাবিক মানুষ, এভারেস্টে উঠতে গেছেন ক্যান?

৩১ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৪২

পথহারা নাবিক বলেছেন: নাবিক বইলা কি আমগো মন নাই নাকি! মন চাইছে তাই উঠছি!! তাও প্রথম বাঙ্গালী হিসাবে!!

১৩| ৩১ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৩৯

ইছামতির তী্রে বলেছেন: ভাই ছবিটা কি আপনার? একটায় পাইপ হাতে আর একটায় মুখে। ;) ;)

আর কত লজ্জা এই জীবনে পেতে হবে একমাত্র আল্লাহ জানেন। :( :( :(

৩১ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৪৩

পথহারা নাবিক বলেছেন: জী আমার ছবি!! বাঙালীর লজ্জা শরম অনেক বেশী তাই এইসব নিয়া চিন্তা না করলেও চলবে!!

১৪| ৩১ শে মার্চ, ২০১৪ সকাল ১০:০০

মামুন রশিদ বলেছেন: এ্যাহ, কইলেই হইলো !

৩১ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৪৫

পথহারা নাবিক বলেছেন: কইলেই হইলো মানে কি!! আমার সারটিফিকেটের ছবি দিছি না! তারপরো অবিশ্বাসের কি হইলো!!

১৫| ৩১ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৫৬

ক্যাচালবাজ বলেছেন: ওহ, হয়ে গেল ! ইয়ে অন্য কিছুর সাটিফিকেট পাওয়া যাবে? আমার শখ রাষ্ট্রপতি হওয়ার..।

৩১ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:০৩

পথহারা নাবিক বলেছেন: নীলক্ষেতে একটু কষ্ট কইরা খুইজা দেখতে পারেন!!

১৬| ৩১ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:১২

সাইবার অভিযত্রী বলেছেন: বাংলাদেশের এভারেষ্ট বিজয় কেন বিতর্কিত ?

৩১ শে মার্চ, ২০১৪ দুপুর ১:০৫

পথহারা নাবিক বলেছেন: হুম!!

১৭| ৩১ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:১৪

দালাল০০৭০০৭ বলেছেন: না আমি মানুম না , আমিও ত ছিলাম আপনার লগে আমার নাম কোন হানে দেকি না ত। B-) B-) B-) B-)

৩১ শে মার্চ, ২০১৪ দুপুর ১:০৬

পথহারা নাবিক বলেছেন: যান আমি প্রথম আফনে দ্বিতীয়!! খুশী!!

১৮| ৩১ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৪৯

আত্নভোলা বলেছেন: দুর্নীতি ও কালো টাকার বিরুদ্ধবাদী "ন্যাতা" তারেক ভাই রে দিয়া সত্যায়িত না হইলে বিশ্বাস যাইতাম না X(( /:) /:) :#) :#)

৩১ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৫৬

পথহারা নাবিক বলেছেন: আচ্ছা দেখি তারেক ভাইরে দিয়া সত্যায়িত করে নিয়া আসমু নে!!

১৯| ৩১ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৫৯

টেকনিসিয়ান বলেছেন: ভাই অ্যাপনারে একটি কাশির সিরাপ এর মডেল বানাতে চাই আপনি রাজি হইবেন নি.......

যেই সিরাপ খাইতে খাইতে অধিক ঠান্ডার মধ্য্্ও পর্বতে আরোহন কই্যরতাছেন....................

৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:২৬

পথহারা নাবিক বলেছেন: রাজি আমি রাজি!

২০| ৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:১০

সামুরাই০০৮ বলেছেন: ঐ মাইযাগুলান ও আদৌ এভারেস্ট এ উঠছে?

৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:২৭

পথহারা নাবিক বলেছেন: কে উঠছে আর উঠে নাই তা জানি না তয় আমি কিন্তু উঠছি!! সারটিফিকেট আছে আমার!!

২১| ৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৩০

আমি ময়ূরাক্ষী বলেছেন: এভারেস্টের চূড়ো থেকে এক মুঠো বরফকুঁচি এনেছিলেন তাইনা?

৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:২৮

পথহারা নাবিক বলেছেন: আপনি জানলেন কেমনে!! :P

২২| ৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৬

আম্মানসুরা বলেছেন: আমি সাক্ষী দিলাম আপনার দাবি সত্য। আমি গাইড ছিলাম ;)

৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:২৯

পথহারা নাবিক বলেছেন: না আমার কোনো গাইড ছিলো না!! :P

২৩| ৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৫৮

ৎঁৎঁৎঁ বলেছেন: আমি ভাবসিলাম আমার বুঝি আর চাঁদে যাওয়া হল না! কিন্তু আপনাকে দেখে আমি আরো দূরে যাওয়ার ভাবছি, মঙ্গলে যাওয়াটাও ইজি লাগতাসে! আপনাকে ধন্যবাদ!

৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৩০

পথহারা নাবিক বলেছেন: ধন্যবাদ!!!

২৪| ৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:০৫

শরৎ চৌধুরী বলেছেন:

দেখুন আপনার লেখার কথাও আছে।

৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৩২

পথহারা নাবিক বলেছেন: ধন্যবাদ!! একেই বলে ব্লগার!!

২৫| ৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৪১

সেতু আশরাফুল হক বলেছেন: চুড়ায় ওঠার পর মাথার উপর কেমন নরম নরম ঠেকছিল না?

৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৩৩

পথহারা নাবিক বলেছেন: ঠিক নরম ও না আবার শক্তও না!! :P

২৬| ৩১ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাই, আমার বিলটা পে কইরে দিলে আমি আর জাতির সামনে কমুনা নীলক্ষেতের কোন দোকান থেইক্যা বানাইছেন। :P

হায়! আইজদ্দিন! সত্য গেছে কুতায়?

তাগোর জাথীয় বীর বানায়া কি আবেগটাইনা দেখাইছিল বাঙালী! আর তারার ভিত্রে এত কু!!!!!!

আসললেই বাঙালি বহুত সরল!!!!!!!!!!!!!!!!!!

৩১ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

পথহারা নাবিক বলেছেন: :P

২৭| ৩১ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

মুদ্‌দাকির বলেছেন: কি জাহাজ নিয়া উঠসিলান ?? =p~ =p~

৩১ শে মার্চ, ২০১৪ রাত ৮:০২

পথহারা নাবিক বলেছেন: ধরে পারছেন তাইলে!! :P

২৮| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ৮:০০

দি সুফি বলেছেন: প্রমাণসৃুপ চূড়া থেকে বরফ নিয়ে এসেছিলেনতো? :-B :-B

৩১ শে মার্চ, ২০১৪ রাত ৮:০৩

পথহারা নাবিক বলেছেন: আনছি! :P

২৯| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ১০:১০

মারুফ হোসেন বলেছেন: আমিও পাহাড়ে উঠবাম, সার্টিফিকেট লইবাম। :) !:#P

৩১ শে মার্চ, ২০১৪ রাত ১০:২৯

পথহারা নাবিক বলেছেন: ভাত খাইছুইন না খাবাইন!!

৩০| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ১০:৩৪

নষ্ট ছেলে বলেছেন: উঠার আগে কইবেন না? আমি স্যাটেলাইট থাইকা আপনের ফডু তুলতাম B-))
দরকার হইলে চলমান চিত্র ধারন কইরা জাতির সামনে তুইলা ধরতাম B-)) B-))
ফাকে দিয়া ক্যামেরাম্যান হিসাবে আপনের লগে আমিও একটু নাম কামাইয়া নিতাম ;)

৩১ শে মার্চ, ২০১৪ রাত ১০:৩৭

পথহারা নাবিক বলেছেন: আহা!! আগে কইলেন না কেন !!

৩১| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১:০৭

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: হ আপনেই তো। আমি আফনের চে' মার্কা ছবিডা তুইলা দিলাম। আমারেও একটান চুরুট খিলাইছিলেন (হারামীরা কয় গাঞ্জা)।

০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১:৫৩

পথহারা নাবিক বলেছেন: অইটা তো তুলছি নিচে আইয়া!! সারটিফিকেটের জন্য!!

৩২| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ২:০৫

বিদ্রোহী বাঙালি বলেছেন: আমারও এক্ষান এভারেস্ট জয়ের সার্টিফিকেট পাইতে মুঞ্চায়। কুনু ব্যবস্থা নেওন যায় নাকি? :P

০১ লা এপ্রিল, ২০১৪ রাত ২:৫৯

পথহারা নাবিক বলেছেন: চুপি চুপি চলে যাও নীলক্ষেতে
নাহলে সবাই জেনে যাবে জেনে যাবে!! :P

৩৩| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ৩:২১

নিশাত তাসনিম বলেছেন: আপনাকে অভিনন্দন । মুন্নি সাহা আপনার অনুভূতি জানতে চায়নাই ?

০১ লা এপ্রিল, ২০১৪ রাত ৩:৩২

পথহারা নাবিক বলেছেন: আমি বলছি টাকা ছাড়া আমি সাক্ষাৎকার দেই না!!

৩৪| ০১ লা এপ্রিল, ২০১৪ ভোর ৫:৪৮

দেশপ্রেমিক পোলা বলেছেন: আমি এভারেস্টের চুড়ায় হাত বুলিয়েছি সেই ১৯৯৮ সালে :P :-P B-)) ;) B-) :D :) তাহলে কে জিতলো?

০১ লা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১২

পথহারা নাবিক বলেছেন: দূর মিয়া আপনি দুষ্টু কথা বলেন!! :P

৩৫| ০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৯

ইখতামিন বলেছেন:
আমিও তো ছিলাম মনে হয়
মনে পড়ে? :P

০১ লা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৩

পথহারা নাবিক বলেছেন: হুম অনেক পিছনে!!

৩৬| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১১:২২

স্নিগ্ধ শোভন বলেছেন:

আমি অল্পের জন্য আপনার আগে উঠতে পারি নাই। ;)

০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১১:২৯

পথহারা নাবিক বলেছেন: :P

৩৭| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:০৬

কমরেড ফারুক ২ বলেছেন: হে হে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট।।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.